Advertisement

Janmashtami 2025: ১৫ না ১৬ অগাস্ট কবে জন্মাষ্টমী? নাড়ু গোপালের পুজোর শুভ মুহূর্ত জানুন

Janmashtami 2025: ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পর্ব পালন করা হবে। এইদিন ভগবান কৃষ্ণকে নাড়ু গোপাল হিসাবে পুজো করা হয়। এইদিন ঘরে ঘরে, মন্দিরে গোপালের আরাধনায় মেতে ওঠে সকলে। জন্মাষ্টমীর পর্ব খুবই ধুমধাম করে পালন হয়ে থাকে।

কবে জন্মাষ্টমী?কবে জন্মাষ্টমী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jul 2025,
  • अपडेटेड 6:46 PM IST
  • ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পর্ব পালন করা হবে।

ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পর্ব পালন করা হবে। এইদিন ভগবান কৃষ্ণকে নাড়ু গোপাল হিসাবে পুজো করা হয়। এইদিন ঘরে ঘরে, মন্দিরে গোপালের আরাধনায় মেতে ওঠে সকলে। জন্মাষ্টমীর পর্ব খুবই ধুমধাম করে পালন হয়ে থাকে। জন্মাষ্টমীর পর্ব মাঝরাত থেকে শুরু হয়। কারণ শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাতে রোহিনী নক্ষত্রে হয়েছিল। আসুন জেনে নিই এই বছর কবে জন্মাষ্টমী কবে পালন করা হবে। 

কবে জন্মাষ্টমী
হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ১৫ অগাস্ট রাত ১১ টা ৪৯ মিনিটে শুরু হবে। যেটা চলবে ১৬ অগাস্ট রাত ৯টা ৩৪ মিনিট পর্যন্ত। এরকম অবস্থায় জন্মাষ্টমী ২ দিন ধরে চলার ফলে কবে এইদিন পালন করা সঠিক হবে, তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, গৃহস্থরা ১৫ অগাস্ট ও বৈষ্ণবেরা ১৬ অগাস্ট জন্মাষ্টমী পালন করবেন। 

জন্মাষ্টমী পুজোর শুভ মুহূর্ত
শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী মাঝরাতে নাড়ু গোপালের পুজো করা হয়। গোপালকে দোলনায় ঝোলানো হয়, মাখন-মিছরির ভোগ দেওয়া হয়। যারা ১৫ অগাস্ট জন্মাষ্টমী পালন করবেন, তারা ১৫ ও ১৬ অগাস্ট মধ্যরাত ১২টা ০৪ মিনিট থেকে ১২টা ৪৭ মিনিট পর্যন্ত পুজো করার শুভ সময় পাবেন। অপরদিকে, ১৬ অগাস্ট জন্মাষ্টমী পালন করেন তাহলে ১৬ ও ১৭ অগাস্ট রত ১২টা ০৪ মিনিট থেকে ১২টা ৪৭ মিনিট পর্যন্ত পুজো করার সময় পাবেন। 

জন্মাষ্টমীতে রোহিনী নক্ষত্র
ভগবান কৃষ্ণের জন্ম রোহিনী নক্ষত্রে হয়েছিল। এই বছর জন্মাষ্টমী রোহিনী নক্ষত্র ১৭ অগাস্ট ভোর ৪টে ৩৮ মিনিট থেকে শুরু হয়ে ১৮ অগাস্ট দুপুর ৩টে ১৭ মিনিট পর্যন্ত থাকবে।   

Read more!
Advertisement
Advertisement