Advertisement

Janmashtami 2025: জন্মাষ্টমীতে মধ্যরাতে গোপালের পুজো, জানুন কতক্ষণ থাকবে শুভ মুহূর্ত

Janmashtami 2025: এই বছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ১৬ অগাস্ট উদযাপন করা হবে। পৌরাণিক মতে, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের সংযোগে হয়েছিল। এই কারণে জন্মাষ্টমীর পুজো মধ্যরাতে করা অত্যন্ত শুভ ও বিশেষ বলে মনে করা হয়।

জন্মাষ্টমী ২০২৫জন্মাষ্টমী ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2025,
  • अपडेटेड 7:11 PM IST
  • এই বছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ১৬ অগাস্ট উদযাপন করা হবে।

এই বছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ১৬ অগাস্ট উদযাপন করা হবে। পৌরাণিক মতে, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের সংযোগে হয়েছিল। এই কারণে জন্মাষ্টমীর পুজো মধ্যরাতে করা অত্যন্ত শুভ ও বিশেষ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই পবিত্র মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। জন্মাষ্টমী রাতের এই শুভ মুহূর্তে প্রত্যেক বছরের মতো এই বছরও সীমিত সময়ের মধ্যেই রয়েছে। তাই এই শুভ সময়ের মধ্যে পুজো করে নেওয়া উচিত। আসুন জেনে নিই জন্মাষ্টমীর শুভ মুহূর্ত কখন।

পুজোর শুভ মুহূর্ত
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই বছর জন্মাষ্টমীতে পুজোর শুভ মুহূর্ত ১৬ অগাস্ট রাত ১২টা ৪০ থেকে ১২টা ৪৭ মিনিট পর্যন্ত থাকবে। অর্থাৎ নাড়ু গোপালের জন্মানো থেকে বিধি মেনে পুজোর জন্য ৪৩ মিনিটের শুভ সময় পাওয়া যাবে। রাতের শুভ মুহূর্তে জন্মাষ্টমীর পুজো হবে। এছাড়াও জন্মাষ্টমীর দিন ১৭ অগাস্ট ভোর ৫টা ৫১ মিনিটে ব্রতের পালন করতে পারবেন।  

কীভাবে পুজো করবেন
এই সময় শ্রীকৃষ্ণের শিশু অবতার নাড়ু গোপালের পুজো, ভজন ও মন্ত্রজপের বিশেষ মাহাত্ম্য রয়েছে। জন্মাষ্টমী ব্রতের দিন ভক্তরা উপোস করে শুচিব্রত পালন করে থাকেন। সকালে ঘর পরিষ্কার করে পুজোস্থল সাজানো হয় ফুল, আলো ও তুলসীপাতা দিয়ে। এরপর একটি সুসজ্জিত দোলনায় শিশু কৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করা হয়। সারাদিন ফলাহার বা জল ছাড়া উপোস রাখতে পারলে ভাল। কৃষ্ণের পছন্দসই মাখন, মিছরি, দুধ ও তুলসীপাতা দিয়ে নৈবেদ্য দেওয়া হয়। 

জন্মাষ্টমী কীভাবে উদযাপন করবেন?

-বাড়ি পরিষ্কার করুন এবং পূজার ঘর ফুল ও আলো দিয়ে সাজান।

-একটি ছোট শিশু কৃষ্ণের মূর্তি বা ছবি সুসজ্জিত দোলনায় স্থাপন করুন।

-কৃষ্ণের পছন্দসই খাবার যেমন ফল, মাখন, মিছরি নিবেদন করুন।

-ভজন বা ভক্তিগীতি গেয়ে কৃষ্ণের নাম জপ করুন।

-মধ্যরাতে দোলনায় রাখা কৃষ্ণকে দোল দিন এবং আরতি করুন।

Advertisement

-অনেকেই এই দিনে উপোস করেন এবং মধ্যরাতে পুজোর পর প্রসাদ গ্রহণ করেন।

Read more!
Advertisement
Advertisement