জ্যোতিষ অনুসারে ব্যক্তির জন্ম মাসের উপর নির্ভর করে তাঁর ভাগ্য ও ব্যক্তিত্ব। এমনকি কর্মজীবনও। ইংরেজি ক্যালেন্ডারের সপ্তম মাস জুলাই। এই মাসে জন্মগ্রহণকারীরা কি আশ্চর্য নেতৃত্বগুণ নিয়ে জন্মান? আসলে জুলাই মাসের জাতকরা সবক্ষেত্রেই শক্তিশালী। সাফল্যও লাভ করেন। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখলে জুলাই মাসটি কেতু দ্বারা প্রভাবিত।
৭ জুলাই জন্মদিন মহেন্দ্র সিং ধোনির। আর ৮ জুলাই বাংলার দুই প্রবাদপ্রতীম ব্যক্তিত্বের জন্ম হয়েছিল। একজন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আর একজন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিন জনের নেতৃত্বগুণই প্রশ্নাতীত। তাহলে কি জুলাইয়ের জাতকরা নেতৃত্বগুণ নিয়েই জন্মান?
অর্থবান
জুলাই মাসে জন্মগ্রহণকারীদের আর্থিক অবস্থা সাধারণত ভাল থাকে। তাঁরা সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন। তা না হলেও নিজের কর্মফলে তাঁরা ধনী হন। তবে টাকা হাতে আসার পরেও খরচের ব্যাপারে সাবধানী থাকেন। অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারেন। এই মাসের জাতক-জাতিকাদের সারা জীবন ভাল আর্থিক অবস্থা ঠিক থাকে। তাঁরা আরামদায়ক জীবন উপভোগ করেন। জীবনে অর্থ উপার্জন করতে বেশি পরিশ্রম করতে হয় না।
ভাল জীবনসঙ্গী
জুলাই মাসের জাতক-জাতিকাদের আর একটি গুণ হল তাঁরা ভাল জীবনসঙ্গী। মনের মানুষকে প্রচণ্ড ভালোবাসেন। তাঁদের প্রতি যত্নবানও। জীবনসঙ্গীর হওয়ার ক্ষেত্রে তাঁরা সেরা। যদিও এই জাতক-জাতিকারা কিছুটা মুডি এবং কখনও কখনও তাঁদের বোঝা সহজ হয় না।
সুশৃঙ্খল
নিয়ম মেনে কাজ করেন এই মাসের জাতক-জাতিকারা। সবকিছু পরিকল্পনা করে এগিয়ে যান। দৃঢ়সংকল্প থাকে তাঁদের। সবসময় নিজের সেরাটা উজাড় করে দেন। হৃদয় দিয়ে যে কাজ করেন। ফলে খুব তাড়াতাড়ি সফল হন। এই জন্ম মাসের জাতক-জাতিকারা সাবধানে সিদ্ধান্ত নেন। খুব মেধাবী এবং সৃজনশীলও হন।
নেতৃত্বগুণ
এই মাসে জন্মানো জাতকদের মধ্যে থাকে নেতৃত্বগুণয। যে কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে ওস্তাদ।
আশাবাদী
কঠিন পরিস্থিতিতেও এই মাসের জাতক-জাতিকারা প্রচণ্ড ইতিবাচক থাকেন। কখনও পরিস্থিতি বশ্যতা স্বীকার করাতে পারে না। নিজের উপর ভরসা হারান না। বরং কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেন। নিরাশাজনক চিন্তাভাবনা মাথায় আনেন না।
পরিবারকে অগ্রাধিকার
জুলাইয়ের জাতক-জাতিকারা পরিবারকে অগ্রাধিকার দেন। পরিজনদের প্রতি সংবেদনশীল হন। পরিবারের খেয়াল রাখেন। সবসময় পরিজনদের কথা মাথায় রাখেন তাঁরা।
শেখার ইচ্ছা
জুলাইয়ের জাতকদের নতুন জিনিস কেনার প্রবল ইচ্ছা থাকে। সবসময় নতুন কিছু শিখতে চান। আশেপাশের লোকের ব্যাপারে জানতে চান। কখনও কখনও তাঁদের কৌতূহল মেটাতে গিয়ে সমস্যায় পড়তে হয় অন্যদের। তবে এই জাতকরা নিজেদের স্বভাব বদল করেন না।
আত্মমন্থন
জুলাইয়ের জাতকরা সকলের সঙ্গে মেলামেশা করলেও প্রচণ্ড বন্ধুত্বপূর্ণ হন। তবে একাকী নিজের সঙ্গে সময় কাটাতেও ভালবাসেন। ভিড় এড়িয়ে ঘোরাঘুরি করাও পছন্দ করেন।
ফ্যাশন সেন্স
জুলাই মাসের জাতকদের দারুণ ফ্যাশন সেন্স। জামাকাপড় পরার ক্ষেত্রে খেয়াল রাখেন। এছাড়া নাচ, গান, রান্না করার মতো কাজও করেন। যা-ই করেন পারফেক্ট করার চেষ্টা করেন তাঁরা। সেই সঙ্গে অন্যরাও যাতে পারফেক্ট করেন সেই আশা করেন।
সৌম্য ও সহানুভূতিপূর্ণ
এই মাসের জাতক-জাতিকারা সৌম্য ও সহানুভূতিপূর্ণ হন। প্রচণ্ড দয়ালু হন। অন্যের দুঃখকষ্ট বোঝেন। সবসময় অন্য সাহায্যে এগিয়ে যান। বিশেষ করে কারও কোনও সমস্যা হলে পাশে দাঁড়ান।
হাসিখুশি
জুলাইয়ের জাতক-জাতিকারা সবসময় হাসতে পছন্দ করেন। দারুণ সেন্স অব হিউমার। মানুষকে কীভাবে হাসাতে হয় সেটা জানেন তাঁরা। মজা ও হাসিখুশিতেই জীবন কাটাতে চান তাঁরা।