Advertisement

Kali Puja 2022: বারাসতের সেরা ১০ কালীপুজোর হদিশ

দুর্গাপুজোয় (Durga Puja 2022) মানুষের ঢল নামে কলকাতায়। আর কালীপুজোয় (Kali Puja 2022) ঠিক উল্টোটা হয়। কলকাতা থেকে ঢল নামে জেলায় জেলায়। তা সে নৈহাটি (Naihati) হোক বা বারাসত (Barasat)। কালীপুজোয় আলোর রোশনাইতে ভেসে যায় উত্তর ২৪ পগনার এই সদর শহর।

বারাসতের সেরা ১০ কালীপুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2022,
  • अपडेटेड 2:51 PM IST
  • ২৪ অক্টোবর সোমবার কালীপুজো
  • কালীপুজোয় আলোর রোশনাইতে ভাসে বারাসত

দুর্গাপুজোয় (Durga Puja 2022) মানুষের ঢল নামে কলকাতায়। আর কালীপুজোয় (Kali Puja 2022) ঠিক উল্টোটা হয়। কলকাতা থেকে ঢল নামে জেলায় জেলায়। তা সে নৈহাটি (Naihati) হোক বা বারাসত (Barasat)। কালীপুজোয় আলোর রোশনাইতে ভেসে যায় উত্তর ২৪ পগনার এই সদর শহর। মণ্ডপ সজ্জা ও আলো নিয়ে সোয়ানে সোয়ানে টক্কর চলে পুজো কমিটিগুলির। গত দু'বছর কোভিডের কারণে জাঁকজমক কিছুই ছিল না। এবার অতিমারিকে জয় করে ফের স্বহমিমায় সেজে উঠতে চলেছে বারাসত। আমাদের আজতক বাংলার দর্শকদের জন্য বারাসতের সেরা ১০টি পুজোর হদিশ দিলাম। আলোর উৎসবে রোশনাইতে ভাসতে যেতে পারেন ওই পুজোগুলিতে। 

১) পায়োনিয়ার পার্ক কালীপুজো (Pioneer Park Kali Puja): বারাসতের অন্যতম বড় কালীপুজো এটি। প্রতিবছরই পুজোর থিমে চকম থাকে এই ক্লাবের। জানা যাচ্ছে, এবার তাদের ভাবনা আফ্রিকার মরক্কো টাওয়ার। কলকাতার বুর্জ খলিফা বা কল্য়াণীর ট্যুইন টাওয়ারের পর এবার এই মরক্কো টাওয়ার দর্শক টানবে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: Vice President Jagdeep Dhankhar On Bengal: শাসকের আইন চলে,' এবার মমতা-সরকারকে নিশানা উপ রাষ্ট্রপতি ধনখড়ের

২) বারাসত কেএনসি রেজিমেন্ট কালীপুজো (Barasat KNC Regiment Kali Puja): এবার এই পুজো কমিটির থিম 'আলোর খেলায় ভেসাক মেলায়'। শ্রীলঙ্কার ভেসাক ফেস্টিভ্যালকে মাথায় রেখে তৈরি করা হচ্ছে মণ্ডপ। মণ্ডপে এলেই নজর কা়বে দ্বীপরাষ্ট্রের শিল্প সংস্কৃতি।

৩) নবপল্লি বয়েজ স্কুল আমরা সবাই ক্লাব (Barasat Amra Sobai Club Kali Puja ): কর্নাটকের কোটি লিঙ্গেশ্বর শিব মন্দির দেখতে পাওয়া যাবে নবপল্লি বয়েজ স্কুল আমরা সবাই ক্লাবের কালীপুজোতে।


৪) নবপল্লি অ্যাসোসিয়েশন (Nabapally Association): বারাসতের অন্যতম বিখ্যাত কালী পুজোগুলির মধ্যে পড়ে নবপল্লি অ্যাসোসিয়েশনের কালীপুজো। এবার তারা তৈরি করছে কেদারনাথ মন্দির। তাই যারা আসল কেদারনাথে যেতে পারেননি, তাঁরা সেই আদলের মন্দির দেখতে যেতে পারেন বারাসতে।

Advertisement

৫) বারাসাত সন্ধানী ক্লাব (Barasat Sandhani Club): এবার বিশেষ থিম করেছে বারাসাত সন্ধানী ক্লাব। জানা যাচ্ছে, এবার তারা নাকি মা কালীকে আনছে লিফটে করে। এর বেশি কিছু এই পুজো সম্পর্কে জানা যায়নি।

৬) বারাসাত ন'পাড়া ওয়েলফেয়ার (Barasat Noapara Welfare): বারাসাতের নপাড়া ওয়েলফেয়ার পুজো কমিটির পুজোও বারাসতের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম। এবারে ক্লাবের চিন্তা ভাবনায় উঠে এসেছে পরিবেশ দূষণ। এর বিভিন্ন দিক ও সাধারণ মানুষের মধ্যে দূষণ নিয়ে সচেতনতা প্রচার করার বিষয়টিকে নিয়েই মণ্ডপ সাজানো হচ্ছে। 

৭) বারাসাত আগুয়ান সংঘ (Barasat Aguyan Sangya): আগুয়ান সংঘের কালীপুজো এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে পড়ছে। তাই এবার পুজো এবার আরও জাঁকজমক করে হচ্ছে। দেখতে পাওয়া যাবে বড় কালী মূর্তির। প্রায় ৫০ ফুটের অধিক হতে পারে কালী প্রতিমা।

৮) কালিকাপুর যুবগোষ্ঠী (Kalikapur Barasat): বিশ্বায়নের যুগে হারিয়ে যাচ্ছে শৈশব। প্রযুক্তি সর্বনাশ নেমে আসছে শৈশবে। সেই চিন্তা ভাবনাকেই ফুটিয়ে তোলা হবে কালিকাপুর যুবগোষ্ঠীর কালীপুজোয়।

৯) বারাসাত মৎস্য আড়ৎ কল্যাণ সমিতি (Barasat Kali Puja): বারাসাত মৎস্য আড়ৎ কল্যাণ সমিতিও থিমে এবার চমক দিতে চলেছে। মুক্ত দিয়ে প্রতিমা তৈরির পরিকল্পনা করেছে তারা।

১০) বারাসাত নোয়াপাড়া সংহতি ক্লাব (Barasat Noapara Sanhati club): কালীপুজোতে এই ক্লাবে গেলে চোখে পড়বে আয়নার প্রতিবিম্বের নানান খেলা। আয়না ব্যবহার করেই তৈরি হবে মণ্ডপ বলেই জানা যাচ্ছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement