Advertisement

Kali Puja Dakshineswar Kalighat Bhog: পোলাও, কচি পাঁঠা থেকে পান, দক্ষিণেশ্বর-কালীঘাটে কালীপুজোর ভোগে যা যা থাকে

দক্ষিণেশ্বর এবং কালীঘাটের মন্দিরে কালীপুজোর দিন এলাহি ভোগের আয়োজন। এই দুই জাগ্রত কালী মন্দিরের ভোগে কী কী থাকবে কালীপুজোর দিন? কোথায় দেওয়া হয় পোড়া শোলমাছ?

মা কালীর ভোগের থালায় কী কী? মা কালীর ভোগের থালায় কী কী?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Oct 2025,
  • अपडेटेड 12:01 PM IST
  • কালীপুজোর দিন এলাহি আয়োজন দক্ষিণেশ্বর ও কালীঘাটে
  • কোন মন্দিরে কী কী ভোগ নিবেদন করা হবে?
  • কোথায় দেওয়া হবে পোড়া শোলমাছ?

হাতে থাকে খড়্গ। গলায় মুণ্ডমালা। তাঁর পদতলে থাকেন মহাদেব। আদি শক্তি মহামায়ার রুদ্র রূপের প্রতীক দেবী কালীর পুজোয় মেতে উঠবে গোটা বাংলা। সোমবার, ২০ অক্টোবর পালিত হবে কালীপুজোর উৎসব। বারোয়ারি পুজোর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জাগ্রত কালী মন্দিরেও সাড়ম্বরে পুজো হয়। হাজার হাজার ভক্তের ভিড় উপচে পড়ে দক্ষিণেশ্বর, কালীঘাটের মতো মন্দিরে। ভোগ প্রসাদ নেওয়ার জন্যও থাকে লম্বা লাইন। জানেন, কালীপুজোয় এই মন্দিরে ভোগের মেনুতে কী কী থাকে? 

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রায় সারা রাত জুড়ে চলে মা কালীর আরাধনা। 

কালীঘাট মন্দিরের ভোগে কী কী থাকে?
খাস কলকাতার এই কালী মন্দির সতী পীঠের মধ্যে অন্যতম। কালীপুজোর দিন পালাদারের দায়িত্ব থাকে ভোগ আয়োজনের। সমস্ত খরচ তাঁরই। ওই দায়িত্বপ্রাপ্ত পালাদার সহ কালীঘাট মন্দিরের শতাধিক সেবায়েতও ভোগ নিবেদন করেন। কালী মন্দিরে অমাবস্যা তিথি শুরুর আগেই একপ্রস্থ ভোগ নিবেদন করা হয়। এই ভোগের থালায় থাকে শুক্তো, ৫ রকমের ভাজা (আলু, বেগুন, পটল, উচ্ছে, কাঁচকলা), পোলাও, ৩ রকমের মাছ (রুই, ইলিশ, চিংড়ি), কচি পাঁঠার মাংস, চাটনি ও পায়েস। এছাড়াও শেষ পাতে মুখসুদ্ধি হিসেবে দেওয়া হয় পান। রাতে মায়ের ভোগে থাকা নিরামিষ আহার।  ময়দার লুচি, খিচুড়ি, তরকারি, কয়েক রকমের ভাজা, রাবড়ি, রসগোল্লা, চাটনি, দই, মিষ্টি, পান। 

দক্ষিণেশ্বরের ভোগে কী কী থাকে?
দুপুরের আরতির পর ভোগ নিবেদন করা হয় দক্ষিণেশ্বরের মা ভবতারিনীতকে। ভোগে থাকে ভাত ও ঘি, ৫ রকমের তরকারি, ৫ রকমের ভাজা ও ৫ রকমের মাছ। থাকবে চাটনি, পায়েস এবং ৫ রকমের মিষ্টি। ভোগ নিবেদনের পর বিশ্রাম। বিকেলে বৈকালিকে নিবেদন করা হবে হরেক রকমের ফল। রাত ৯ টায় দেওয়া হবে বিশেষ অন্নভোগ। তাতে থাকবে লুচি, ছানার তরকারি, রাবড়ি সহ ৫ রকমের মিষ্টি। একসময় এই মন্দিরে বলি হত। কিন্তু বহুকাল তা বন্ধ। সেই থেকে দক্ষিণেশ্বরের ভোগের পদে মাংসও নেই। দুপুরের ভোগের থালায় দেওয়া হয় রুই, ইলিশ এবং চিংড়ি সহ মোট ৫ রকমের মাছের পদ। 

Advertisement

তারাপীঠ
মহাসমারোহে কালীপুজো পালিত হয় তারাপীঠে।  সেখানে মা কালীকে নিবেদন করা হয় ছোলা, সন্দেশ, মিছরির শরবত। পঞ্চব্যঞ্জন সহ ভোগ নিবেদন করা হয়। ভোগের থালায় থাকে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, ৫ রকমের ভাজা, ৫ মিশালি তরকারি, মাছ, পাঁঠার মাংস, চাটনি, পায়েস এবং মিষ্টি। পোড়া শোলমাছ মাখাও দেওয়া হয় তারাপীঠের মন্দিরে। 

Read more!
Advertisement
Advertisement