আজ সোমবার দীপান্বিতা কালীপুজো। শ্যামামায়ের আরাধনায় সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন কালীমন্দির, সিদ্ধপীঠ ও সতীপীঠে পুজো দেওয়ার ভিড় ভক্তদের। প্রতিবছরই তারাপীঠে কালীপুজো উপলক্ষ্যে অগুণিত ভক্তের ভিড় হয়। কখন শুরু হবে তারা মাকে কালীরূপে পুজো আসুন জেনে নেওয়া যাক।
অমাবস্যা শুরু
এ বছর ২০ অক্টোবর (২ কার্তিক) অমাবস্য়া তিথি শুরু হবে দুপুর ২টো ৫৮ মিনিটে। আর শেষ হচ্ছে ২১ অক্টোবর বিকেল ৪টে ২৭ মিনিটে। কালীপুজো উপলক্ষ্যে এই বছরও তারাপীঠে তারা মায়ের শিলামূর্তিকে সোমবার ভোর চারটে নাগাদ মহাস্নান করানো হয়েছে।
মায়ের সাজ
এদিন দেবীকে রাজ রাজেশ্বরী রূপে সাজানো হয়। এরপরই ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। সন্ধ্যা ছয়টা নাগাদ দেবীর সন্ধ্যারতি হবে। সেই সময় বন্ধ রাখা হয় মন্দির।
কখন শুরু কালীপুজো
মন্দিরের সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, নিশিকালে কালীপুজো তাই তারাপীঠের মা তারাকে ওইদিন কালীরূপে পুজো করা হবে। অর্থাৎ তারা অঙ্গে কালী। সেই পুজোটা শুরু হবে নিশীথে। সেই পুজো শুরু হবে রাত ১০টা-১০.৩০ টার পর। এই সময় মাকে বিভিন্ন রকমের ফুলের মালা, সোনার গয়নায় সাজানো হয়। সারা অঙ্গে যে কালীপুজো, সেটা শুরু হবে তখন থেকেই।
মায়ের ভোগ
মায়ের ভোগ নিয়ে সভাপতি জানান, নিশীথ পুজোর পর মায়ের ভোগ নিবেদন করা হয়। তাতে খিচুড়ি থাকে, মন্দির চত্ত্বরে বলি দেওয়া পাঁঠার মাংস থাকে, মাছ থাকে, কারণবারি থাকে, পাঁচ রকম ভাজা, পোলাও, চাটনি, পায়েস, মিষ্টি এই সমস্ত ভোগের সঙ্গে দেওয়া হয়। সন্ধ্যারতির পর শীতল ভোগে থাকে লুচি, সুজি, ভাজা পাঁচ রকমের, অনেক ধরনের মিষ্টি মাকে নিবেদন করা হয়। এই ভোগ ভক্তেরা পায়। অনেক ভক্ত আবার মায়ের সারাদিনের ভোগ, মধ্যাহ্ন ভোগ, শীতল ভোগের খরচও দিয়ে থাকেন। তাদের উদ্দেশ্যে নাম-গোত্র উল্লেখ করে সেই ভোগ নিবেদন করা হয়, এরপর সেই ভোগ বিলি করা হয়। মায়ের ভোগ ভক্ত ও মন্দিরের তরফ থেকেই ব্যবস্থা করা হয়।
কতক্ষণ খোলা মন্দির
নিশিপুজো শুরু হবে রাত ১১টার পর। হবে বিশেষ আরতি। তারাপীঠ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কালীপুজোর দিন সারা রাত মন্দির খোলা থাকবে।