Advertisement

Kalighat Temple Timings: কালীপুজোয় কালীঘাট মন্দিরে যাবেন? জেনে নিন পুজো দেওয়ার সময়

কালীঘাটের কালী মন্দিরে দীপাবলির সময়ে উপচে পড়বে মানুষের ভিড়। পুজো দিতে ভোর থেকে মানুষে লাইন পড়বে মন্দিরের সামনে। জানেন কখন খোলে কালীঘাটের কালী মন্দির? ক'টা থেকে বিতরণ করা হয় ভোগ?

কালীঘাট মন্দির কখন খোলে? কালীঘাট মন্দির কখন খোলে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Oct 2025,
  • अपडेटेड 3:48 PM IST
  • কালীঘাটের কালী মন্দির খোলে কখন?
  • জাগ্রত এই মন্দিরে পুজো দেওয়ার সময় কী?
  • কখন বিতরণ করা হয় মায়ের ভোগ?


আর মাত্র কয়েকদিনের মধ্যেই কালীপুজো উৎসব। বিভিন্ন জাগ্রত মন্দিরগুলিতে পুজো দেওয়ার লাইন পড়বে মা কালীর ভক্তদের। সেদিন সকাল থেকেই চোখে পড়ার মতো ভিড় দেখা যায় কালীঘাটের মন্দিরে। সতীপীঠের অন্যতম এই মন্দিরে পুজো দিলে পুণ্য অর্জন করা যায় বলে বিশ্বাস করেন ভক্তরা। তা মা কালীর আশীর্বাদ নিতে পৌঁছে যান অসংখ্য মানুষ। কিন্তু জানেন কি কালীঘাটের কালী মন্দির কখন খোলা? পুজো দেওয়ার সময় কখন জানেন? 

৫১ পীঠের অন্যতম সতীপীঠ কালীঘাট। হিন্দু ধর্মের মানুষদের কাছে কালীঘাট মন্দিরের মাহাত্ম অপরিসীম। এ রাজ্য কিংবা দেশের মানুষ তো বটেই, বিদেশিরাও কলকাতায় এলে কালীঘাটের মন্দিরে অন্তত একবার মাথা ঠেকাতে পৌঁছে যান। কালীঘাটের মন্দিরকে কাশী বিশ্বনাথের মন্দিরের সমতুল মনে করা হয়। 

কখন খোলে কালীঘাটের মন্দির?
সোম থেকে রবি, প্রতিদিনই খোলা থাকে কালীঘাটের কালী মন্দির। প্রতিদিনই এখানে ভিড় উপচে পড়ে ভক্তদের। প্রতিদিন ভোর ৫টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকে কালীঘাটের মন্দিরের দ্বার। আবার পুনরায় মন্দির খোলে বিকেল ৪টের সময়। মন্দিরের দ্বার বন্ধ হয় প্রতিদিন রাত ১০টায়। 

আরতির সময়
কালীঘাটের কালী মন্দিরে আরতির হয় ভোর সাড়ে ৫টায়। সন্ধ্যারতি হয় সন্ধ্যা ৭টায়। 

কখন মেলে ভোগ
কালীঘাটের এই জাগ্রত সতীপীঠে মা কালীর ভোগ প্রসাদ খাওয়ার জন্যও দূর-দূরান্ত থেকে ভক্তেরা ছুটে আসেন। কালীঘাটের মন্দিরে ভোগ নিবেদন করা হয় প্রতিদিন বেলা ১২টায়।

গর্ভগৃহ খোলার সময়
কালীঘাটের মন্দিরে মা কালীর গর্ভগৃহ খোলারও একটি নির্দিষ্ট সময় রয়েছে। গর্ভগৃহে প্রতিদিন পুজো শুরু হয় ভোর ৫টা থেকে। বেলা ১২টা পর্যন্ত খোলা থাকে মা কালীর গর্ভগৃহ। আবার বিকেল ৪টের পর তা খুলে দেওয়া হয়। রাত ১০টা পর্যন্ত খোলা থাকে কালীঘাটের মন্দিরের গর্ভগৃহ। 

 

Read more!
Advertisement
Advertisement