Advertisement

Naihati Boro Maa: অঞ্জলি দিয়ে বড়মার ভোগ কোথায় খাবেন? জানুন বিতরণের সময় ও স্থান

Naihati Boro Maa: রাত পোহালেই দীপান্বিতা অমাবস্যা। আর সোমবার অমাবস্যা পড়তেই শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা। পাড়ায় পাড়ায় তো বটেই এ রাজ্যের বেশ কিছু এমন মন্দির রয়েছে, যেখানে কালীপুজোর দিন মহাসমারোহে পুজো হয়ে থাকে। তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট তো রয়েছেই এখন বেশ কিছু বছর ধরে নৈহাটির বড়মার মন্দির ভীষণভাবে জাগ্রত হয়ে উঠেছে ভক্তদের কাছে।

কোথায় বিতরণ হবে বড়মার ভোগ?কোথায় বিতরণ হবে বড়মার ভোগ?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Oct 2025,
  • अपडेटेड 11:37 AM IST
  • এমনিতেই এই মন্দিরে মা কালীর দর্শন করতে সাধারণ মানুষ থেকে টলিপাড়ার অনেকেই ভিড় জমিয়ে থাকেন।

রাত পোহালেই দীপান্বিতা অমাবস্যা। আর সোমবার অমাবস্যা পড়তেই শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা। পাড়ায় পাড়ায় তো বটেই এ রাজ্যের বেশ কিছু এমন মন্দির রয়েছে, যেখানে কালীপুজোর দিন মহাসমারোহে পুজো হয়ে থাকে। তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট তো রয়েছেই এখন বেশ কিছু বছর ধরে নৈহাটির বড়মার মন্দির ভীষণভাবে জাগ্রত হয়ে উঠেছে ভক্তদের কাছে। এমনিতেই এই মন্দিরে মা কালীর দর্শন করতে সাধারণ মানুষ থেকে টলিপাড়ার অনেকেই ভিড় জমিয়ে থাকেন। আর কালীপুজোর দিন ভক্তেরা পুজো দিতে আসবেন, এটাই স্বাভাবিক। আসুন জেনে নিন বড়মার মন্দিরে কখন পুজো দেবেন, কখন অঞ্জলি সবকিছু। 

পুষ্পাঞ্জলির সময়
সোমবার ২০ অক্টোবর (২রা কার্তিক) কালীপুজো। এইদিন অমাবস্যা তিথি শুরু হবে দুপুর ২টো ৫৭ মিনিট থেকে। বড়মার মন্দিরে বড়কালী মায়ের পুজো শুরু হবে রাত ১২টা থেকে। পুষ্পাঞ্জলির সময় রাত ২টো। তবে পুষ্পাঞ্জলির জন্য অতি অবশ্যই ভক্তদের ফুল-বেলপাতা সঙ্গে নিয়ে আসতে হবে। অনেকেই এই সময় মানত পূরণ হলে দন্ডি কাটেন। সেই দন্ডির সময় ভোর থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। তবে এখন আ অনলাইনে পুজো পাঠানোর সময় ও তারিখ দুটোই পেরিয়ে গিয়েছে। বড়কালী মায়ের পুজো সরাসরি সম্প্রচার হবে এঁদের অফিসিয়াল ফেসবুক ও ইউটিউবে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ভোগ-প্রসাদ বিতরণের সময় ও স্থান
অঞ্জলি শেষে ভোগ প্রসাদ বিতরণ করা হবে মন্দিরের পক্ষ থেকেই। এর জন্য ভক্তদের যেতে হবে শ্যাম রোডের সুষমা অ্যাপার্টমেন্টে ও জগবন্ধু মোড় সংলগ্ন পুকুর পাড়ে। সময় ২০ অক্টোবর রাত ৩টে থেকে ২১ তারিখ সকাল ১০টা পর্যন্ত। এছাড়াও বড়কালী মায়ের সন্দেশ প্রসাদ পেতে যেতে পারেন নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যানিকেতন (বয়েজ স্কুল) ও নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়। সময় ২০ অক্টোবর রাত ৩টে থেকে ২১ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত। তবে কুপন ছাড়া সন্দেশ প্রসাদ পাবেন না। প্রসঙ্গত, এই বছর বড়মার পুজো ১০২ বছরে পা দিল। 

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

জাগ্রত বড়মা
বড়মার মন্দিরের পাশেই বিরাট করে বড়কালী মায়ের মূর্তি গড়া হয়। এখানেই পুজো হয় সাড়ম্বরে। নৈহাটি বড়মা ভীষণই জাগ্রত বলে বিশ্বাস ভক্তদের। প্রতি বছর বিপুল সংখ্যক ভিড় জমান কালীপুজোর সময় এই পুজো দেখতে। এ ছাড়াও রোজ বহু মানুষ দূরদূরান্ত থেকে আসেন এখানে পুজো দিতে। তবে এই কদিন বন্ধ রয়েছে বড়মার মন্দির। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কবে বন্ধ মন্দির
মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, বড়মার বার্ষিক পুজো উপলক্ষ্যে আগামী ১৮ অক্টোবর শনিবার থেকে ২৫ অক্টোবর পর্যন্ত শনিবার বড়মার মন্দির সর্বসাধারণের জনয পূর্ণরূপে বন্ধ থাকবে। ২৬ অক্টোবর রবিবার থেকে মন্দিরে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পুজো দেওয়া হবে। 

Read more!
Advertisement
Advertisement