Advertisement

Kojagari Laxmi Puja 2022 : এই কোজাগরী লক্ষ্মী পুজোতেই কাটবে চন্দ্রদোষ, রইল রাশি অনুযায়ী প্রতিকার

রবিবার কোজগরী লক্ষ্মী পুজো (Kojagari Laxmi Puja 2022)। এই দিনে চন্দ্রের পুজো এবং সেই সম্পর্কিত জিনিস দান করলে চন্দ্রদোষ (Chandra Dosha) দূর হয়। চন্দ্র দোষ থেকে মুক্তি পেতে, কোজাগরী পূর্ণিমায় কিছু সহজ প্রতিকার করতে পারেন। তাহলেই মিলবে চন্দ্র দোষ থেকে মুক্তি। চলুন জেনে নেওয়া যাক করা অনুযায়ী প্রতিকার।

কোজাগরী লক্ষ্মীপুজোয় চন্দ্রদোষ কাটানোর উপায়
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Oct 2022,
  • अपडेटेड 5:26 PM IST
  • চলে এল কোজাগরী লক্ষ্মীপুজো
  • রয়েছে চন্দ্রদোষ কাটানোর উপায়
  • জেনে নিন প্রতিকার

রবিবার কোজগরী লক্ষ্মী পুজো (Kojagari Laxmi Puja 2022)। এই দিনে চন্দ্রের পুজো এবং সেই সম্পর্কিত জিনিস দান করলে চন্দ্রদোষ (Chandra Dosha) দূর হয়। চন্দ্র দোষ থেকে মুক্তি পেতে, কোজাগরী পূর্ণিমায় কিছু সহজ প্রতিকার করতে পারেন। তাহলেই মিলবে চন্দ্র দোষ থেকে মুক্তি। চলুন জেনে নেওয়া যাক করা অনুযায়ী প্রতিকার।

মেষ : এই রাশির জাতক জাতিকাদের কোজাগরী পূর্ণিমার দিন গুড় দান করা উচিত। মধু দিয়ে শিবের রুদ্রাভিষেক করুন। এছাড়াও, গরুর দুধে চাল ধুয়ে প্রবাহমান জলে বিসর্জন দিন। তাহলেই চন্দ্র দোষ থেকে মুক্তি পাবেন।

বৃষ : গঙ্গাজল ও সুগন্ধি দিয়ে ভগবান শিবের অভিষেক করুন। গরুর দুধে ক্ষীর দিন এবং গরুর দুধের ঘি দান করলে চন্দ্রদোষ দূর হয়।

মিথুন : চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে গরুর দুধ ও চাল দান করুন। পূজার সময় বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, তাহলে লাভবান হবেন।

কর্কট : কোজাগরী পূর্ণিমায় এই রাশির জাতক জাতিকাদের উচিত চন্দ্র দেবের বীজ মন্ত্র জপ করা। এছাড়া চিনি মিছরি ও গরুর দুধ দান করুন, উপকৃত হবেন।

সিংহ : এই দিনে গঙ্গাজলে মধু মিশিয়ে শিবের অভিষেক করুন। জাফরান-সমৃদ্ধ ক্ষীর তৈরি করে সেবন করুন। গুড় দান করলেও উপকার হবে।

কন্যা : এই রাশির জাতক-জাতিকারা এলাচের পুডিং বানিয়ে ছোট মেয়েদের খাওয়ান। দই ও গঙ্গাজল দিয়ে শিবের অভিষেক করুন, চন্দ্রদোষ দূর হবে।

তুলা : এই রাশির জাতক জাতিকারা শ্রী হরি বিষ্ণুকে তুলসীর ডাল নিবেদন করুন। চাল, দুধ ইত্যাদি দান করুন। তাহলে চন্দ্র দোষ দূর হবে।

বৃশ্চিক : কোজাগরী পূর্ণিমায় এই রাশির জাতকরা মুক্তোর মালা পরতে পারেন বা তামা-গুড় দান করতে পারেন। চাঁদের দোষ-ত্রুটি দূর হবে।

Advertisement

ধনু : এই দিন গরুর দুধে চাল এবং জাফরান মিশিয়ে ক্ষীর তৈরি করুন। এটি খেলে চন্দ্র দোষ দূর হবে। এছাড়া শ্রী রাম রক্ষা স্তোত্রও পাঠ করতে পারেন।

মকর : চাঁদের দোষ দূর করার জন্য ক্ষীর ও তিল দান করুন। এতে চন্দ্র দোষ দূর হবে।

কুম্ভ : এই রাশির অধিপতি গ্রহ শনিদেব। তাই এই রাশির মানুষেরাও ক্ষীর ও তিল দান করুন। এছাড়া চাঁদের বীজ মন্ত্রও জপ করতে পারেন। লাভবান হবেন।

মীন : এই রাশির মানুষেরাও জাফরানের ক্ষীর তৈরি করুন ও এটি গ্রহণ এবং দান করুন। এছাড়া শিবকে ফলের রস দিয়ে অভিষেক করুন। তাতে চাঁদের দোষ-ত্রুটি মুছে যাবে। 

আরও পড়ুনধনতেরাসে করুন সামান্য এই কাজ, ধনসম্পদে ভরে যাবে আলমারি

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement