Advertisement

Kojagari Laxmi Puja List: কোজাগরী লক্ষ্মীপুজো করতে কী কী লাগবে? রইল সম্পূর্ণ ফর্দ; শুভ সময়

আশ্বিন মাসে শুক্ল পক্ষের শেষে পূর্ণিমা তিথিতে হয় কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলার প্রায় প্রতিটি ঘরেই মা লক্ষ্মীর আরাধনা করা হয়। মা লক্ষ্মী ধন-সম্পদের দেবী। সংসারে সুখ, শান্তি, সৌভাগ্য আনেন দেবী লক্ষ্মী। 

লক্ষ্মীপুজোর ফর্দলক্ষ্মীপুজোর ফর্দ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Oct 2025,
  • अपडेटेड 1:22 PM IST

আশ্বিন মাসে শুক্ল পক্ষের শেষে পূর্ণিমা তিথিতে হয় কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলার প্রায় প্রতিটি ঘরেই মা লক্ষ্মীর আরাধনা করা হয়। মা লক্ষ্মী ধন-সম্পদের দেবী। সংসারে সুখ, শান্তি, সৌভাগ্য আনেন দেবী লক্ষ্মী। 

লক্ষ্মীপুজোর সময় (Kojagari Laxmi Puja Timing & Tithi)
লক্ষ্মী পুজোর সময় সাধারণত দুই পঞ্জিকা মেনে  স্থির হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস  পঞ্জিকা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, পূর্ণিমা তিথি আরম্ভ  সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ পরদিন, মঙ্গলবার, সকাল ৯টা ১৮ মিনিটে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, পূর্ণিমা তিথি আরম্ভ সোমবার। সময়টা একটু আলাদা।  সকাল ১১টা ১২ মিনিট ৪৩ সেকেন্ডে পূর্ণিমা শুরু হচ্ছে। পরদিন ৭ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯টা ৩১ মিনিট ২৭ সেকেন্ড তিথি স্থায়ী হবে।  

কোজাগরী লক্ষ্মীপুজোয় কী কী লাগবে? জানুন পুরো ফর্দ (Kojagari Laxmi Puja Full List)
যাদের বাড়িতে পুরোহিত পুজো করবেন তাদের পুরোহিতই ফর্দ করে দেবেন। যারা বাড়িতে নিজেরা পুজো করবেন তারা জেনে নিন কোজাগরী লক্ষ্মীপুজোয় কী কী লাগবে। ফর্দ মিলিয়ে বাজার থেকে এগুলি কিনে আনুন।

কোজাগরী লক্ষ্মীপুজোর ফর্দ
বাড়িতে দেবীর মূর্তি পুজো হলে, সেই মূর্তি বা সড়া কিনতে হবে। অনেকে লক্ষ্মীর ছবিতেও পুজো করেন। তাও করতে পারেন। লাগবে ফুল, দূর্বা, বেলপাতা, মালা, প্রসাদের জিনিসপত্র। ফুলের মধ্যে পদ্ম ফুল অর্পণ করতে হবে দেবীকে। 
- গঙ্গা মাটি বা তুলসী তলার মাটি
- একটা ঘট (পিতল/ তামা/ মাটি)
- ধান 
- দূর্বা, ফুল
- নতুন গামছা ঘটাচ্ছাদনের জন্য
- সশিস ডাব/ কাঁঠালি কলা/ হরিতকী/ নারকেল/ সুপারি
- একটি পৈতে লাগবে
- সিঁদুরের গোলা
- চাঁদমালা

মায়ের কাছে রাখার জন্য থালা (Kojagari Laxmi Puja Thala)
- লক্ষ্মী ঝাঁপি
- সিঁদুরের কৌটো
- আতপ চাল
- আমলকি ৪টি
- সিঁদুর, আলতা
- লক্ষ্মী কড়ি (৫টি)
- শাখা, পলা, লোহা
- মায়ের ওড়না
- শুকনো হলুদ (৫টি)
- সুপারি (৫টি)
- পান পাতা
- পদ্মবীজ (৫টি)
- ১টি কুণ্ডহাঁড়ি
- ১টি তেকাঠি
- ১টি দর্পণ
- পঞ্চগুঁড়ি
- পঞ্চগব্য
- পঞ্চরত্ন

Advertisement

প্রদীপ-ধুপ ধুনো
-  ধূপদানি, ধূপকাঠি
- পঞ্চ প্রদীপ
- প্রদীপ
- কর্পূর
- ধুপ ধুনো
- তিলের তেল/ ঘি

ফুল
আম পাতা ঘটের জন্য, বেল পাতা, দূর্বা, গাঁদা, পদ্ম ফুল, জবা। নারায়ণের জন্য তুলসি পাতা। মা লক্ষ্মীর আগে নারায়ণের পুজো করতে হবে। মা লক্ষ্মীকে তুলসী নিবেদন করবেন না। নারায়ণের জন্য নিবেদন করুন।

প্রসাদ
মুড়ি, মুড়কি, মোয়া, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, খই, চিঁড়ে, বাতাসা, মিষ্টি, পায়েস মায়ের খুবই প্রিয়। লক্ষ্মীপুজোয় গোটা ৫টি ফল লাগে। অবশ্যই কিনে নেবেন।

এছাড়া লাগবে লক্ষ্মী পাঁচালি। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন লক্ষ্মীর ব্রতকথা ও পাঁচালি পড়ে নেবেন। 

কোজাগরী লক্ষ্মীপুজো করতে গেলে এই উপকরণগুলি লাগে। যে কোনও দশকর্মার দোকানে এগুলি পেয়ে যাবেন। আগে থেকে এগুলি সাজিয়ে নিয়ে তারপর পুজোয় বসুন।

‘কোজাগরী’ শব্দটির মানে কী?
‘কোজাগরী’ শব্দটি এসেছে সংস্কৃত ‘কঃ জাগর’ শব্দবন্ধ থেকে। ‘কঃ’ মানে কে, ‘জাগর’ শব্দের অর্থ জেগে আছ। অর্থাৎ, কে জেগে আছ? বিশ্বাস করা হয়, এদিন রাতে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন দেবী লক্ষ্মী৷ যে ভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকে আশীর্বাদ করে যান তিনি। তবে পূর্ণিমা তিথিতে ভর সন্ধেয় পুজো করা সবচেয়ে শুভ। 

Read more!
Advertisement
Advertisement