Advertisement

Kojagori Lakshmi Puja Mantra: রবিবার কোজাগরী লক্ষ্মী পুজো, জানুন ধনদেবীর পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র

Kojagori Lakshmi Puja Mantra: আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার।

রবিবার কোজাগরী লক্ষ্মী পুজো
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Oct 2022,
  • अपडेटेड 3:38 PM IST

সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর (Lakshmi Devi)  আরাধনা করা হয়ে থাকে। মা লক্ষ্মী (Maa Lakshmi) হলেন ধনসম্পদের দেবী। কোজাগরী পূর্ণিমার (Kojagori Purnima) দিন ঘরে ঘরে পূজিত হন তিনি। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার।

‘কোজাগরী’ (Kojagori) কথাটির অর্থ ‘কে জেগে আছো?’ হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন মা লক্ষ্মী। দেখে নিন লক্ষ্মী পুজোর দিনক্ষণ, নিয়মকানুন, মন্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য। 

 

কোজাগরী লক্ষ্মী পুজো ২০২২ -র দিনক্ষণ (Kojagori Lakshmi Puja 2022 Date & Time)

আগামী ৯ অক্টোবর, রবিবার পড়েছে  এবছরের কোজাগরী লক্ষ্মী পুজো। ৮ অক্টোবর, শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ অবধি থাকবে পূর্ণিমা তিথি।    

কোজাগরী লক্ষ্মী পুজোর নিয়মকানুন (Kojagori Lakshmi Puja Rules)

গঙ্গাজল ছিটিয়ে নারায়ণকে স্মরণ করে লক্ষ্মী পুজো শুরু করতে হয়। পুজোর স্থানে তামার পাত্রে জল রেখে তা সূর্য দেবতাকে অর্পণ করার নিয়ম। মাটির গোল ডেলার উপর কিছু ধান রেখে, ঘটে স্বস্তিক বা পুত্তলিকা চিহ্ন এঁকে বসান। ঘটের মধ্যে গঙ্গাজল দিয়ে, তার মধ্যে সিঁদুরের ফোঁটা লাগানো বিজোড় সংখ্যার পাতা বিশিষ্ট আম্র পল্লব রাখুন। পাতার উপর হরিতকী, ফুল, দূর্বা, ডাব বা কলা দিয়ে ঘট সাজান। এবার লক্ষ্মী পুজো শুরু করুন নিষ্ঠা করে। 

Advertisement

 

দেবীর লক্ষ্মীর স্তোত্র (Devi Lakshmi Strotra)

লক্ষ্মীস্তং সর্বদেবানং যথাসম্ভব নিত্যশঃ।

স্থিরাভাব তথা দেবী মম জন্মনি জন্মনি।। 

বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখনাশিনী। 

ক্ষীরোড সম্ভবাং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনীঃ।। 

 

লক্ষ্মী দেবীর ধ্যান মন্ত্র (Devi Lakshmi Dhyan Mantra)

ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ সৃণিভির্যাম্য সৌম্যয়োঃ। 

পদ্মাসনাস্থাং ধায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্য মাতরং।। 

গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কারভূষি তাম। 

রৌকনোপদ্মব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।। 

 

লক্ষ্মী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র (Devi Lakshmi Pushpanjali Mantra) 

নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপরিয়ে। 

যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়াত্বদর্চবাৎ।। 

লক্ষ্মী পুজো প্রণাম মন্ত্র (Lakshmi Puja Pranam Mantra)
 
ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। 

সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী... 

লক্ষ্মী পুজো স্তব (Lakshmi Puja Sthab)

ওঁ ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে। যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা।। ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া। পদ্মা -পদ্মালয়া সম্পদপ্রদা শ্রীঃ পদ্মাধারিণী। দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেৎ। স্থিরা লক্ষ্মীভবেস্তস্য পুত্রদারদিভিঃ সহ।।   

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement