Advertisement

Lakshmi Puja 2025: ৬ না ৭ অক্টোবর, লক্ষ্মীপুজো কবে? শুভ মুহূর্ত কখন?

দেবী দুর্গার বিসর্জনের পর থেকেই লক্ষ্মী ঠাকুরের আরাধনার প্রস্তুতিতে মেতে উঠবে বাংলা। তবে ৬ না ৭ অক্টোবর, এ বছর লক্ষ্মীপুজো কবে পড়েছে? কী বলছে পঞ্জিকা? জেনে নিন কোজাগরী লক্ষ্মীপুজোর সময় এবং শুভ মুহূর্ত কখন পড়েছে।

কোজাগরী লক্ষ্মী পুজো ২০২৫কোজাগরী লক্ষ্মী পুজো ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Sep 2025,
  • अपडेटेड 4:45 PM IST
  • ৬ না ৭ অক্টোবর, কোজাগরী লক্ষ্মীপুজো কবে
  • কখন মায়ের আরাধনা করবেন
  • লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত জেনে নিন

মণ্ডপে মণ্ডপে চলছে অষ্টমীর সন্ধিপুজো। আর ক'টা বাদেই দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবে বাঙালি। দুর্গাপুজো শেষ হতেই দিন গোনা শুরু হবে লক্ষ্মীপুজোর। তবে ৬ না ৭ অক্টোবর, লক্ষ্মীপুজো কবে? 

লক্ষ্মীপুজো কবে? 
আশ্বিন বা শারদ পূর্ণিমা তিথিতে হয় কোজাগরী লক্ষ্মীপুজো। ২০২৫ সালের পঞ্জিকা অনুযায়ী, আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শুরু হবে ৬ অক্টোবর সকাল ১১টা ২৪ মিনিটে। আর পূর্ণিমা তিথির সমাপ্তি ঘটবে ৭ অক্টোবর সকাল ৯টা ৩৩ মিনিটে। 

লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত
সাধারণত কোজাগরী লক্ষ্মীপুজোর শুভক্ষণ পূর্ণিমা তিথির রাতে হয়ে থাকে। এই দিন সন্ধ্যা থেকে মধ্যরাত্রি পর্যন্ত দেবীর আরাধনা করা শুভ বলে মনে করা হয়। ৬ অক্টোবর সন্ধ্যায় তিথি শুরু হওয়ায়, ওই দিন রাতই পুজোর মূল সময়।

৬ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত এবারের লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত। তবে যেহেতু পূর্ণিমা তিথিটি রাতেই শুরু ও শেষ হচ্ছে না, তাই ৭ অক্টোবর, মঙ্গলবার, সকালেও পুজো সম্পন্ন করতে পারেন। সাধারণত যে সন্ধ্যায় পূর্ণিমা তিথি শুরু হয়, সেই রাতকেই কোজাগরী পুজো বা লক্ষ্মী পুজো রাত্রি হিসেবে ধরা হয়।

বাঙালি হিন্দু ঘরে লক্ষ্মী পুজো এক চিরন্তন উৎসব। অনেকেই সারা বছর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পুজো হয়। খারিফ শস্য ও রবি শস্য যেই সময় হয়, ঠিক সেই সময় বাঙালি মেতে ওঠে লক্ষ্মীর পুজোয়। তবে পুজোর উপাচার পরিবর্তন হয় মাস ভেদে।

 

Read more!
Advertisement
Advertisement