Advertisement

Chandragrahan 2023 Live Updates: চন্দ্রগ্রহণের সূতক কাল শুরু, আগামী ৯ ঘণ্টা ভুলেও এই কাজগুলি করবেন না

Chandragrahan 2023 Live Updates: কোজাগরী পূর্ণিমায় বছরের শেষ চন্দ্রগ্রহণ। ২৮ অক্টোবর শনিবার রাত ১১:৩০ মিনিটে চন্দ্রগ্রহণের সূচনা। এদিনের গ্রহণ আংশিক হতে চলেছে। ভারতসহ বিশ্বের অনেক দেশেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। বিকেল ৪টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হয়েছে। প্রচলিত রীতি অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় বেশ কিছু কাজ নিষিদ্ধ মনে করা হয়।

চন্দ্রগ্রহণ ২০২৩
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Oct 2023,
  • अपडेटेड 6:19 PM IST
  • কোজাগরী পূর্ণিমায় বছরের শেষ চন্দ্রগ্রহণ। ২৮ অক্টোবর শনিবার রাত ১১:৩০ মিনিটে চন্দ্রগ্রহণের সূচনা।
  • ভারতসহ বিশ্বের অনেক দেশেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। বিকেল ৪টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হয়েছে।
  • প্রচলিত রীতি অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় বেশ কিছু কাজ নিষিদ্ধ মনে করা হয়।

Chandragrahan 2023 Live Updates: কোজাগরী পূর্ণিমায় বছরের শেষ চন্দ্রগ্রহণ। ২৮ অক্টোবর শনিবার রাত ১১:৩০ মিনিটে চন্দ্রগ্রহণের সূচনা। এদিনের গ্রহণ আংশিক হতে চলেছে। ভারতসহ বিশ্বের অনেক দেশেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। বিকেল ৪টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হয়েছে। প্রচলিত রীতি অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় বেশ কিছু কাজ নিষিদ্ধ মনে করা হয়।

গ্রহণের সময়কে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী অশুভ বলে মনে করা হয়। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে প্রচলিত ধর্মীয় নীতিতে সূতকের আগে এবং গ্রহণকালে অনেক বিষয়েই বিধিনিষেধ রয়েছে। গ্রহণের সময়ে মন্দিরের দরজাও বন্ধ রাখা হয়৷ গ্রহণকালে পূজা-অৰ্চনাও নিষিদ্ধ।এই সময় কোনও দেবতার মূর্তি স্পর্শ না করার সুপারিশ করা হয়। গ্রহণকালে কিছু দেব-দেবীর মন্ত্র উচ্চারণ করতে পারেন।

১. ধর্মীয় বিশ্বাস অনুসারে, আপনি যদি আর্থিক সংকটের সঙ্গে লড়াই করে থাকেন, সেক্ষেত্রে চন্দ্রগ্রহণের সময় দেবী লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন। আর্থিক সংকটের অবসান ঘটাতে 'ওম পুতে সদা দেবী মহালক্ষ্মী নমোস্তুতে' মন্ত্রটি গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জপ করতে থাকুন।

২. বাস্তু নিয়ম অনুসারে, চন্দ্রগ্রহণ শেষ হলে বাড়ির ঠাকুরঘর ভালভাবে সাফ করুন। সেখানে গঙ্গাজল ছিটিয়ে দিন। নিয়ম অনুযায়ী বিগ্রহে নতুন কাপড় পরিধান করাতে হয়। 

৩. সূতকের সময়ে ইষ্টদেবতার স্মরণ করুন। জপ করতে পারেন। 

৪. চন্দ্রগ্রহণের আগে থেকে খাদ্যদ্রব্য, জলে তুলসীপাতা যোগ করেন অনেকে। তবে মনে রাখবেন, চন্দ্রগ্রহণের আগেই সেই পাতা গাছ থেকে ছিঁড়ে নিতে হবে। 

৫. চন্দ্রগ্রহণের সময়ে অন্য কারও বাড়িতে না যাওয়ার সুপারিশ করা হয়। বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়। 

৬. সূতকের সময়ে গর্ভবতী মহিলাদের পেটে কেশর লাগাতে বলা হয়। এটি নেতিবাচক প্রভাব দূর হবে। এর পাশাপাশি গর্ভবতী মহিলাদের ছুরি, কাঁচি, সুই ইত্যাদি কোনো ধারালো জিনিস ব্যবহার করা উচিত নয়। 

Advertisement

৭.চন্দ্রগ্রহণের সূতক সময় ৯ ঘণ্টা আগে থেকে শুরু হয়। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement