Advertisement

Good Luck Signs: বাড়িতে হঠাত্‍ বাদুড় ঢুকলো, যে ৭ বিষয় জানান দেয় সৌভাগ্য আসছে

Good Luck Signs: অনেকগুলি লক্ষণ রয়েছে যা আপনাকে বিপদের সাবধান বার্তা দেয়। আবার উল্টোদিকে এমন কিছু লক্ষণ রয়েছে, যা শুভ ইঙ্গিত দেয়। এই লক্ষণগুলি চিহ্নিত করতে পারলে আপনার জীবনে চলার পথ অনেক সহজ হবে।

যে বিষয়গুলি জানান দেয় সৌভাগ্য আসছে যে বিষয়গুলি জানান দেয় সৌভাগ্য আসছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Oct 2021,
  • अपडेटेड 8:40 PM IST
  • প্রকৃতি জানান দেয় কোনও কাজ সফল হবে কিনা।
  • এমন কিছু লক্ষণ রয়েছে, যা শুভ ইঙ্গিত দেয়।
  • এগুলি জানলে, আপনার জীবনে চলার পথ অনেক সহজ হবে।

Good Luck Signs: অনেক সময় এমন হয় যে আপনি যখন কোনও কাজে বের হচ্ছেন, প্রকৃতি আপনাকে জানায়, সেই কাজটি সফল হবে কিনা। অনেকগুলি লক্ষণ রয়েছে যা আপনাকে বিপদের সাবধান বার্তা দেয়। আবার উল্টোদিকে এমন কিছু লক্ষণ রয়েছে, যা শুভ ইঙ্গিত দেয়। এই লক্ষণগুলি চিহ্নিত করতে পারলে আপনার জীবনে চলার পথ অনেক সহজ হবে। দেখা যাক এরকম কিছু সাধারণ লক্ষণ। 

* বাদুড়  

শুনতে অবাক লাগলেও, যদি কখনও আপনার বাড়িতে বা আশেপাশে বাদুড় আসে তাহলে কিছুটা ভয় লাগলেও, এটা শুভ বার্তা নিয়ে আসছে। গৃহে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং সংসারে সুখ -শান্তি বজায় থাকবে। কারও অসুস্থতা থাকলে, সে সুস্থ হয়ে ওঠে। 

আরও পড়ুন

* কান চুলকানো 

পুরনো চলতি কথা অনুসারে, কান চুলকানোর অর্থ নাকি, আপনাকে নিয়ে কেউ নিন্দে করছে। তবে এটি নির্ভর করছে কোন দিকের কান চুলকাচ্ছে সেটার উপর। যদি সেটি আপনার বাম দিকের কান হয়, তাহলে সেটি একটি শুভ লক্ষণ। তার অর্থ কেউ আপনাকে নিয়ে ভাল কথা আলোচনা করছে অথবা আপনার প্রশংসা করছে। সেই সঙ্গে প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত হওয়ার ইঙ্গিত দেয় এটি। 

* সারমেয় পিছনে আসা 

রাস্তায় বেড়িয়ে যদি দেখেন, কোনও কুকুর বা বিড়াল, আপানার পিছন পিছন আসছে বা বন্ধুত্ব করতে চাইছে, তাহলে জানবেন সৌভাগ্য আপনার জীবনের খুব কাছে রয়েছে। কঠিন সময় কেটে শুভ সময় আসবে এরপর শীঘ্রই। 

* বারবার ৮ নম্বর দেখা 

 চীন সহ গোটা পৃথিবীর একাধিক স্থানে '৮' নম্বরকে শুভ বলে মনে করা হয়। এর কারণ চীনা ভাষায় '৮' নম্বরের উচ্চারণ অনেকটা 'ওয়েলথ' অর্থাৎ সম্পদের মতো। যদি কাকতালীয়ভাবে আপনার চোখের সামনে বারবার '৮' সংখ্যাটি আসে, তাহলে এর অর্থ কোনও শুভ কিছু আপনার পথে আসতে চলেছে। 

Advertisement

* মাথায় পাখির মলত্যাগ

পাখি মাথায় ঠোক্কর দিলে কিংবা মলত্যাগ করলে স্বাভাবিকভাবেই আমরা ভয় পেয়ে যাই এবং বিরক্ত বোধ করি। তবে জানেন কি, মাথায় পাখির মলত্যাগ শুভ লক্ষণ। এটি যদিও মোটরবাইক, গাড়ি, বাড়ি সব ক্ষেত্রেই প্রযোজ্য। 

* বাম হাতে সূচ ফুটে যাওয়া 

সূচ কিংবা আলপিন ফুটলে ব্যথা লাগে যে কোনও ব্যক্তিরই। তবে এই কথাটা শুনলে আপনিও এরপরের বার এরকম ঘটনায় হয়তো খুশি হবে। বাম হাতে সূচ বা পিন ফুটলে অর্থলাভের যোগ থাকে। 

 

Read more!
Advertisement
Advertisement