Advertisement

Chandra Grahan 2025: দোলের দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ, ভারত থেকে দেখা যাবে? জানুন গ্রহণের পুরো নির্ঘণ্ট

Chandra Grahan 2025: ১৪ মার্চ দোলের দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। বিদেশের আকাশ থেকে এই গ্রহণ চাক্ষুষ করা যাবে। এই গ্রহণ ভারতের কোনও জায়গা থেকে দেখতে পাওয়া যাবে না। তাই চন্দ্রগ্রহণের সূতক কাল ভারতে মান্যতা হবে না। চন্দ্রগ্রহণের জ্যোতিষ, বৈদিক ও বৈজ্ঞানিক গুরুত্ব অসীম।

কবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ?কবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Mar 2025,
  • अपडेटेड 1:07 PM IST
  • ১৪ মার্চ দোলের দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে।

১৪ মার্চ দোলের দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। বিদেশের আকাশ থেকে এই গ্রহণ চাক্ষুষ করা যাবে। এই গ্রহণ ভারতের কোনও জায়গা থেকে দেখতে পাওয়া যাবে না। তাই চন্দ্রগ্রহণের সূতক কাল ভারতে মান্যতা হবে না। চন্দ্রগ্রহণের জ্যোতিষ, বৈদিক ও বৈজ্ঞানিক গুরুত্ব অসীম। ধার্মিক দৃষ্টিভঙ্গীতে যদি দেখা যায় তাহলে চন্দ্রগ্রহণের কারণ রাহু-কেতুকে মনে করা হয়। জ্যোতিষ মতে, এই গ্রহণ কেতুর কারণে হয়। আবার বৈজ্ঞানিক মতে, চাঁদ, পৃথিবী ও সূর্য এক সোজা সরলরেখায় চলে আসলে সূর্যের ছায়া পৃথিবীর ওপর পড়ে, চাঁদের ওপর পড়ে না। তখনই চন্দ্রগ্রহণ হয়। 

গ্রহণের সময়
১৪ মার্চ ফাল্গুন কৃষ্ণপক্ষে পূর্ণিমা শুক্রবার দোলের দিন সকাল ১০টা ৩৯ মিনিট থেকে দুপুর ২টো ১৮ মিনিটে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারতীয় সময় অনুসারে এর বিরল ছায়া প্রবেশ সকাল ৯টা ২৭ মিনিটে হবে। গ্রহণের স্পর্শ সকাল ১০টা ৪০ মিনিটে হবে। গ্রহণেক মধ্য দিবাকাল দুপুর ১২টা ৩৯ মিনিটে হবে। গ্রহণের মোক্ষ দিবাকাল আড়াইটের সময় হবে। 

ভারতে দেখা যাবে না
এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তবে প্রশান্ত মহাসাগর, উত্তর আমেরিকা, কানাডা, মেক্সিকো, গ্রিনল্যান্ড, পানামা, পেরু, উরুগুয়ে, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পশ্চিম ইউরোপ, পশ্চিম আয়ারল্যান্ড, ব্রিটেন, নরওয়ে, সুইডেন, পশ্চিম পোলান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, জার্মানি, ইতালি, আফ্রিকা, মরক্কো, আলজেরিয়া, ঘানা, নাইজেরিয়া, লিবিয়া, উত্তর ও দক্ষিণ আটল্যান্টিক মহাসাগর ও পূর্ব রাশিয়ায় দেখা যাবে। 

দোলে চন্দ্রগ্রহনের কতটা প্রভাব পড়বে? 
যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না, তাই এই গ্রহনে কোনো বাধা ছাড়াই হোলি উৎসব উদযাপন করা যাবে। আপনি চাইলে এই গ্রহনকালে মন্ত্র জপ করতে পারেন। আপনি ধ্যান এবং দান করে আপনার সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারেন।

চন্দ্রগ্রহণ কী?  
যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান করে এবং যখন চাঁদ পৃথিবীর ছায়া থেকে বের হয় তখন চন্দ্রগ্রহণ হয়। পৃথিবীর জন্য যখন সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে তখন একে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয়। তবে যখন চাঁদের একটি অংশ ঢাকা পড়ে তখন একে আংশিক চন্দ্রগ্রহণ বলে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement