Advertisement

Maghi Purnima Eating Tips: মাঘী পূর্ণিমায় ভুলেও এই ৫ কাজ নয়, মা লক্ষ্মীর অভিশাপে ছারখার হবে জীবন

১ ফেব্রুয়ারি, রবিবার মাঘী পূর্ণিমা। এদিন ভোর ৫.৫৩ মিনিটে শুরু হবে পূর্ণিমা তিথি। দিনভর থাকবে পুণ্যতিথি। পূর্ণিমা শেষ হয়ে প্রতিপদ শুরু হবে সেদিন রাত ৩.৩৯ মিনিটে। এই পুণ্যতিথিতে আহারবিধি আছে। একইসঙ্গে আছে পালনীয় আচরণবিধি।

মাঘী পূর্ণিমার বাস্তুমাঘী পূর্ণিমার বাস্তু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jan 2026,
  • अपडेटेड 7:35 PM IST
  • ১ ফেব্রুয়ারি, রবিবার মাঘী পূর্ণিমা।

১ ফেব্রুয়ারি, রবিবার মাঘী পূর্ণিমা। এদিন ভোর ৫.৫৩ মিনিটে শুরু হবে পূর্ণিমা তিথি। দিনভর থাকবে পুণ্যতিথি। পূর্ণিমা শেষ হয়ে প্রতিপদ শুরু হবে সেদিন রাত ৩.৩৯ মিনিটে। এই পুণ্যতিথিতে আহারবিধি আছে। একইসঙ্গে আছে পালনীয় আচরণবিধি। মনে করা হয় এই বিশেষ দিনে কিছু নিয়মনীতি পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে৷ আয়ুর্বেদ ও কবিরাজ বিশ্বাস মতে এই আহারবিধি তৈরি করা হয়। পরবর্তীতে এর সঙ্গে মেশে জ্যোতিষ অনুষঙ্গ। মনে করা হয় এতে শারীরিক সুস্থতা বিঘ্নিত হয়। অসুস্থতায় বাড়ে খরচ। 

কী কী খাবেন না
মাঘী পূর্ণিমায় আমিষ আহার গ্রহণ করা নিষিদ্ধ৷ এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বা মুসুর ডালের মতো খাবার খাওয়া হয় না। মাঘ মাসে মুলো খাওয়া নিষিদ্ধ। মনে করা হয় এই মাসে মুলো খেলে বাড়ে অসুস্থতা। সেই রীতিতে মাঘী পূর্ণিমাতেও মুলোর মতো সবজি খাবেন না।

কুমড়ো ও চালকুমড়ো
কুমড়ো ও চালকুমড়োর মতো সবজিও পাতে তুলবেন না এই তিথিতে। মনে করা হয় এই দুই সবজি এই তিথিতে গ্রহণ করলে বাড়ে অসুস্থতা। বিউলির ডাল, মাসকলাইয়ের মতো ডালও খাবেন না মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে৷ মনে করা হয় এই দুটো ডাল এই মরশুমে খেলে অসুস্থতা তৈরি হয়। 

কালো পোশাক পরবেন না
আগামিকাল মাঘী পূর্ণিমায় ভুলেও কালো রঙের পোশাক পরবেন না। শাস্ত্র অনুসারে এই দিন কালো রঙের ব্যবহার যতটা সম্ভব কম করা ভালো। মাঘী পূর্ণিমায় কালো পোশাক কখনোই পরা উচিত নয়।

আমিষ খাবেন না
মাঘী পূর্ণিমায় নিরামিষ খাওয়া ভালো। এদিন সব রকম আমিষ খাবার এড়িয়ে যান। তামসিক খাবার বর্জন করে এদিন সাত্ত্বিক খাবার খেলে লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। 
 

Read more!
Advertisement
Advertisement