Advertisement

Maha Ashtami 2022 Timing & Fixture: অঞ্জলী, সন্ধিপূজা থেকে বলিদানের সময়! জানুন মহাষ্টমীর নির্ঘণ্ট

Durga Puja 2022- Maha Ashtami Timing & Fixture: আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। তবে মহাষ্টমীর অঞ্জলী ও সন্ধিপূজা খুবই গুরুত্বপূর্ণ। আসুন জানা যাক নির্ঘণ্ট। 

মহাষ্টমীর নির্ঘণ্ট   মহাষ্টমীর নির্ঘণ্ট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Oct 2022,
  • अपडेटेड 1:11 PM IST

চলছে উৎসবের মরসুম। শুরু হয়েছে বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো (Durga Puja)। দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এজন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয় হয়। আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। তবে মহাষ্টমীর অঞ্জলী ও সন্ধিপূজা খুবই গুরুত্বপূর্ণ। আসুন জানা যাক নির্ঘণ্ট। 

বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে

* ১৬ আশ্বিন, ইং ৩ অক্টোবর, সোমবার- সূঃ উঃ ৫। ৩২, অঃ ৫। ২১। পূর্বাহ্ণ ৯।২৯। মহাষ্টমী অপরাহ্ণ ৪।০ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে (কিন্তু কালবেলানুরোধে দিবা ৭।১ মধ্যে পুনঃ দিবা ৮।২৯ গতে পূর্বাহ্ণ মধ্যে) 

আরও পড়ুন

* শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাঅষ্টমী কল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।

* পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমীব্রত ও  মহাষ্টমীর ব্রতোপবাস। রাত্রি ১১।০ গতে ১১.৪৮ মধ্যে দেবী দুর্গার অর্ধরাত্রবিহিত পূজা।

* দিবা ঘ ৩।৩৬ গতে অপরাহ্ণ ৪।২৪ মধ্যে সন্ধিপূজা।  

মহাষ্টমী ২০২২-র নির্ঘণ্ট

* অষ্টমী তিথি শুরু- ১৫ আশ্বিন, ইং ২ অক্টোবর (রবিবার)।

* সময় - রাত্রি ঘটিকা ৬টা ২১ মিনিট ২৭ সেকেন্ড।

* অষ্টমী তিথি শেষ- ১৬ আশ্বিন, ইং ৩ অক্টোবর (সোমবার)।

* সময়– ঘটিকা ৩ টে ৫৯ মিনিট ১ সেকেন্ড।

 সন্ধি পূজা ২০২২ 

* ঘ ৩/৩৫/ ১ থেকে অপরাহ্ণ ঘ ৪/২৩/১ সেকেন্ডের মধ্যে সন্ধিপূজা।

বলিদান

* ঘ ৩ টে ৫৯ মিনিট ১ সেকেন্ড থেকে  

২০২২ সালে দেবী দুর্গার আগমন 

এই বছর দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা।

২০২২ সালে দেবী দুর্গার আগমন গমন 

উমা কৈলাসে ফিরবেন নৌকায় যার শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement