Advertisement

Maha Saptami Time & Fixture: কলাবউ স্নান থেকে দেবীর পুজোর অন্যান্য রীতি, জানুন মহাসপ্তমীর নির্ঘণ্ট

Maha Saptami Time & Fixture: আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। অনেকেরই অজানা, প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে। জানুন মহাসপ্তমীর গুরুত্ব ও নির্ঘণ্ট। 

মহাসপ্তমী ২০২২-র নির্ঘণ্ট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Oct 2022,
  • अपडेटेड 11:59 AM IST

চলছে উৎসবের মরসুম। শুরু হয়েছে বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো (Durga Puja)। দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এজন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয় হয়। আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়।

যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। এটি সকলেরই প্রায় জানা। তবে অনেকেরই অজানা, প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে। জানুন মহাসপ্তমীর গুরুত্ব ও নির্ঘণ্ট। 

দুর্গা পুজোর দ্বিতীয় দিন: ১৫ আশ্বিন, ইং ২ অক্টোবর, (রবিবার) মহাসপ্তমী (Maha Saptami Puja) 

মহাসপ্তমীতে মহাপুজো হয়। সূর্য ওঠার আগেই, একটি কলাগাছ পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে, তারপর এটিকে নববধূর (কলা বউ) মতো নতুন শাড়ি পরানো হয়। এদিন নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পুজো প্রশস্তা ও কলাবউ স্নান রীতি রয়েছে। 

মহাসপ্তমী ২০২২-র নির্ঘণ্ট (Maha Saptami Fixture) 

* ১৫ আশ্বিন, ইং ২ অক্টোবর, রবিবার- সূঃ উঃ ৫। ৩২, অঃ ৫।২২। পূর্বাহ্ণ ৯। ২৯। সপ্তমী রাত্রি ৬। ২৩ পর্যন্ত। শ্রীশ্রী শারদীয়া দুর্গা পুজো। পূর্বাহ্ণ মধ্যে  দ্ব্যাত্মক-চরলগ্নে ও চরণবাংশে। 

* দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা। 

* রাত্রি ১১। ৩ গতে ১১। ৫১ মধ্যে দেবীর অর্ধরাত্রবিহিত পূজা। 

২০২২ সালে দেবী দুর্গার আগমন (Devi Durga's Arrival 2022) 

এই বছর দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা।

২০২২ সালে দেবী দুর্গার আগমন গমন (Devi Durga's Departure 2022) 

Advertisement

উমা কৈলাসে ফিরবেন নৌকায় যার শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি।

লক্ষ্মী পুজো ২০২২ -র তারিখ (Lakshmi Puja Date 2022)

*  লক্ষ্মী পুজো - ২২ আশ্বিন, ইং ৯ অক্টোবর (রবিবার) 

কালী পুজো ২০২২ -র তারিখ (Kali Puja Date 2022)

* কালী পুজো - ৬ কার্ত্তিক, ইং ২৪ অক্টোবর (সোমবার)  


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement