Advertisement

Mahashivratri 2025 Tips For Money: মহাশিবরাত্রিতে বাড়িতে কিনে আনুন এই ৫ জিনিস, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবেন

জ্যোতিষশাস্ত্র বলছে, ভোলেনাথের আশীর্বাদ পেতে শিবরাত্রির দিন কিছু শুভ জিনিস কিনে বাড়িতে আনুন। এই জিনিসগুলি বাড়িতে আনলে শিব প্রসন্ন হন। জীবনে সকল সমস্যার অবসান ঘটে। চলুন জেনে নেওয়া যাক, মহাশিবরাত্রির দিনে কোন জিনিসগুলি বাড়িতে আনা খুবই শুভ-

মহাশিবরাত্রি রাশিফলমহাশিবরাত্রি রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Feb 2025,
  • अपडेटेड 8:27 PM IST
  • চলতি বছর মহাশিবরাত্রি উদযাপিত হবে ২৬ ফেব্রুয়ারি।
  • শিবভক্তরা সারাদিন উপবাস রেখে জলাভিষেক করেন।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয়। চলতি বছর মহাশিবরাত্রি উদযাপিত হবে ২৬ ফেব্রুয়ারি। শিবভক্তরা সারাদিন উপবাস রেখে জলাভিষেক করেন। কথিত আছে, মহাশিবরাত্রিতে শিবের পুজো করলে বহুগুণ বেশি ফল মেলে। জ্যোতিষশাস্ত্র বলছে, ভোলেনাথের আশীর্বাদ পেতে শিবরাত্রির দিন কিছু শুভ জিনিস কিনে বাড়িতে আনুন। এই জিনিসগুলি বাড়িতে আনলে শিব প্রসন্ন হন। জীবনে সকল সমস্যার অবসান ঘটে। চলুন জেনে নেওয়া যাক, মহাশিবরাত্রির দিনে কোন জিনিসগুলি বাড়িতে আনা খুবই শুভ-

পারদ শিবলিঙ্গ- মহাশিবরাত্রির দিনে পারদ শিবলিঙ্গ বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয়। লোকবিশ্বাস, এই শিবলিঙ্গ ঘরে রাখলে বাস্তু দোষ, কালসর্প দোষ এবং পিতৃ দোষ থেকে মুক্তি মেলে। ঘরে সুখ ও শান্তি বিরাজমান থাকে। শিবের বিশেষ আশীর্বাদ মেলে।

রুদ্রাক্ষ-  রুদ্রাক্ষকে শিবের প্রতীক। কথিত আছে, ঘরে রুদ্রাক্ষ থাকলে ভোলেনাথের আশীর্বাদ মেলে। মহাশিবরাত্রির দিন রুদ্রাক্ষ কিনে আনুন। রুদ্রাক্ষ ঘরে রাখলে অসুখ-বিসুখ হয় না। রুদ্রাক্ষের মাধ্যমে শিবের কৃপা বর্ষিত হয় ঘরে। জীবনে সুখ ও সম্পদ বৃদ্ধি পায়।

তামার ঘটি- মহাশিবরাত্রির দিনে তামার ঘটি কিনে বাড়িতে আনাও শুভ। ঘরে সুখ নিয়ে আসে। শিবলিঙ্গে তামার পাত্র থেকে জল নিবেদন করলেও উপকার মেলে।

শিব পরিবারের ছবি - মহাশিবরাত্রিতে শিব পরিবারের ছবি বাড়িতে আনলে পরিবারে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই ছবিতে থাকতে হবে মহাদেব, পার্বতী, গণেশ, কার্তিক, নন্দী এবং বাসুকিকে। ঘরে শিব পরিবারের ছবি রাখলে তাঁর আশীর্বাদ পরিবারের উপর থাকে।

গাড়ি- মহাশিবরাত্রিকে যে কোনও নতুন কাজ কোনও ভয় ছাড়াই শুরু করা যেতে পারে। ওই দিন নতুন গাড়ি কিনতে পারেন। এই দিন গাড়ি কেনার জন্য শুভ।

রুপো-  মহাশিবরাত্রিতে রুপোর জিনিস কেনাও খুব শুভ। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। রুপোর একটি কয়েনও কিনতে পারেন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement