রং আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। লাল, নীল, সবুজ, হলুদ, কালো- বিভিন্ন রং রয়েছে। প্রত্যেকের নিজস্ব প্রিয় রং রয়েছে। কারও লাল রং পছন্দ, তো কারও কালো রং পছন্দ। প্রিয় রং অনুযায়ী অনেকে সেই রঙের পোশাক পরেন। জ্যোতিষ শাস্ত্রে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে।
জ্যোতিষ মতে, বিভিন্ন রঙের সঙ্গে বিভিন্ন গ্রহের যোগ রয়েছে। কোন দিন কোন রঙের পোশাক পরা শুভ, তারও উল্লেখ রয়েছে জ্যোতিষ শাস্ত্রে। কার কী প্রিয় রং, কে কী রঙের পোশাক পরেন, তা দেখে সেই ব্যক্তির ভাগ্য নির্ধারণ করা যায়।
নানা রঙের মধ্যে অনেকের প্রিয় রং হল কালো। তাই অনেকেই কালো রঙের পোশাক পরতে ভালবাসেন। জ্যোতিষ মতে, কালো রঙের আলাদা মাহাত্ম্য রয়েছে। অনেকেই মনে করেন, কালো রং শুভ নয়। কালো রং যাঁদের প্রিয়, তাঁদের জীবন কেমন হয়, জেনে নিন বিশদে...
* জ্যোতিষ মতে, কালো রং নানা ইঙ্গিত দেয়। যাঁদের কালো রং প্রিয় হয়, তাঁদের স্বভাব-চরিত্র সম্পর্কে জানা যায়।
* কালো রং প্রিয় হলে ছেলেমেয়েরা সৎ হন। এঁরা দীর্ঘজীবী হন।
*জ্যোতিষ মতে, কালো রং যাঁরা পছন্দ করেন, তাঁরা ঈশ্বরে বিশ্বাসী হন।
* কালো রং যাঁদের প্রিয়, তাঁরা নিয়ম মেনে চলেন। এঁরা শৃঙ্খলা মেনে জীবন কাটান।
* তবে কালো রং যাঁদের প্রিয়, তাঁরা খুব একটা সুখী হন না জীবনে।
*কালো রং প্রিয় হলে জীবনে শনি গ্রহের প্রভাব বেশি থাকে।
* যেসব ছেলেমেয়ের প্রিয় রং কালো, তাঁরা মানসিক ভাবে দৃঢ় হন।
.* কালো রং প্রিয় হলে এক জন ব্যক্তি খুব লড়াকু হন স্বভাবে। আসে।
* শনিবার কালো রঙের পোশাক পরলে দিন ভাল যায়।