Advertisement

Marriage Dates- Baisakh: শুরু বিয়ের লগন! বৈশাখে কোন কোন দিন হিন্দুদের বিয়ে- গাত্রহরিদ্রার জন্য শুভ?

Bengali Hindu Marriage Dates- Baisakh Month: বিয়ের লগন মানে, এর সঙ্গে জড়িত অনেক জিনিসের দাম ও জোগান কম- বেশি হয়। পৌষ মাস শেষ হওয়ার পর থেকেই বিয়ের মরসুম শুরু হয় বছরের।

প্রতীকী ছবি (সৌজন্যে: গেটি ইমেজেস)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Apr 2023,
  • अपडेटेड 8:20 PM IST

চৈত্র শেষ হয়ে শুরু হয়েছে বৈশাখ মাস (Baisakh Maas)। সেই সঙ্গে বাঙালি হিন্দুদের বিয়ের মরসুমও (Wedding Season) শুরু হয়ে গিয়েছে। গরমের তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্য। কিন্তু এর মধ্যেও বৈশাখে বিয়ের (Biye) চাপ থাকে। কারণ এর আগে  প্রায় এক মাস কোনও বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় না হিন্দুদের। 

বিয়ের লগন মানে, এর সঙ্গে জড়িত অনেক জিনিসের দাম ও জোগান কম- বেশি হয়। পৌষ মাস শেষ হওয়ার পর থেকেই বিয়ের মরসুম শুরু হয় বছরের। তবে সেক্ষত্রেও কিছুটা চাপ ছিল, কারণ এবছর বিয়ের তারিখ খুব কম ছিল অন্যান্য বছরের তুলনায়। জানুন এই বৈশাখের বিয়ের শুভ তারিখ কোনগুলি। 

 

বৈশাখ ১৪৩০-এর বিয়ের তারিখ 

* ৩ বৈশাখ (১৭ এপ্রিল) 

* ১০ বৈশাখ (২৪ এপ্রিল) 

* ১৭ বৈশাখ (১ মে)     

* ১৮ বৈশাখ (২ মে) 

* ১৯ বৈশাখ (৩ মে)  

* ২২ বৈশাখ (৬ মে)

* ২৩ বৈশাখ (৭ মে) 

* ২৬ বৈশাখ (১০ মে)  

* ২৭ বৈশাখ (১১ মে) 

আরও পড়ুন:  শুরু ইদের কাউন্টডাউন! বিরিয়ানি থেকে সেমাই, এই পদগুলি মেনুতে থাকা মাস্ট

 

বৈশাখে ১৪৩০-এর গাত্রহরিদ্রার দিন 

* ৬ বৈশাখ (২০ এপ্রিল)

* ৯ বৈশাখ (২৩ এপ্রিল) 

* ১০ বৈশাখ (২৪ এপ্রিল) 

Advertisement

* ১৯ বৈশাখ (৩ মে) 

* ২৩ বৈশাখ (৭ মে) 

* ২৭ বৈশাখ (১১ মে) 

* ২৮ বৈশাখ (১২ মে) 

 

 

আরও পড়ুন: মুরগির মেটে খাওয়া উপকারি না ক্ষতিকর? জানলে অবাক হবেন...

প্রসঙ্গত, শাস্ত্রে চৈত্র ও পৌষ মাসে হিন্দুদের বিয়ের জন্য অশুভ বলে ধরা হয়। হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসে বিয়ে হলে কন্যা মদনোন্মক্তা হয়। পৌষ মাসে বিয়ে হলে কন্যা আচারভ্রষ্টা ও স্বামী বিয়োগিনী হতে পারেন। তাই ধরে নেওয়া হয় চৈত্র ও পৌষ মাস বাদে বাকি ১০ মাস হিন্দুদের বিয়ের জন্যে শুভ। যদিও বর্তমানে বহু আধুনিক মনস্করা এই নিয়ম মানেন না। এই বছর ১৫ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত বৈশাখ মাস। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement