বাস্তুশাস্ত্র অনুযায়ী, যদি ঘরে আয়না সঠিক দিকে না রাখা হয়, তবে সেটি ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে, বিশ্বের ইতিবাচক শক্তি সর্বদা পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে যায়।
আয়না পূর্ব বা উত্তর দিকের দেওয়ালে এমনভাবে রাখতে হবে যাতে ব্যক্তির মুখ পূর্ব বা উত্তর দিকে থাকে। দক্ষিণ বা পশ্চিম দেওয়ালে আয়না বিপরীত দিক থেকে আসা শক্তি প্রতিফলিত করে। চলুন এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
১. ঘরে আয়না রাখার জন্য উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিককে সবচেয়ে ভাল হিসেবে মনে করা হয়। এই দিকে আয়না রাখলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।
২. ঘরে সিন্দুক বা আলমারির সামনে আয়না রাখলে ধনসম্পদ বৃদ্ধি হয়।
৩. খেয়াল রাখতে হবে আয়নাটি যেন কোনও জায়গায় ভাঙ্গা না থাকে। সঙ্গে আয়নাটি পরিষ্কার পরিচ্ছন্নও রাখতে হবে।
৪. বেডরুমে আয়না রাখার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত। ঘরে এমনভাবে আয়না রাখুন যাতে ঘুমানোর সময় শরীরের কোনও অংশ তাতে দেখা না যায়, কারণ তাতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে।
৫. ঘর ছোট হাওয়ার কারণে যদি একান্তই বিছানার সামনে আয়না রাখতেই হয়, তাহলে রাতে ঘুমানোর সময় তা কাপড় দিয়ে ঢেকে দিন। তাতে নেতিবাচক প্রভাব পড়বে না।
৬. বাড়ির দক্ষিণ ও পশ্চিম দিকে আয়না রাখবেন না, কারণ এতে কলহ বা অশান্তি বাড়ে।
৭. ঘরের দেওয়ালে মুখোমুখি আয়না রাখা উচিত নয়, তাতে উত্তেজনা তৈরি হতে পারে।
আরও পড়ুন - কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া