গাছ অনেকেই ভালবাসেন। বাড়িতে আজকাল অনেকেই নানা ধরনের গাছ লাগান। ইদানীং ইন্ডোর প্ল্যান্টের রমরমা ক্রমেই বাড়ছে। আবার, অনেকেই বাস্তু মতে, ঘরে বিশেষ কিছু গাছ রাখেন। যার মধ্যে অন্যতম হল মানি প্ল্যান্ট।
এই গাছের নামের সঙ্গেই মানি বা টাকা শব্দ জুড়ে রয়েছে। বাস্তু মতে, ঘরে মানি প্ল্যান্ট রাখা খুবই শুভ। এই গাছ ঘরে রাখলে যে কারও ভাগ্য বদলাতে পারে। শুধু তাই নয়, মনে করা হয়, ঘরে সঠিক ভাবে মানি প্ল্যান্ট রাখলে আর্থিক সমৃদ্ধি বাড়ে। পাশাপাশি, ইতিবাচক শক্তির প্রবেশ ঘটায় মানি প্ল্যান্ট। তাই ঘরে এই গাছ রাখা খুবই শুভ।
তবে, মানি প্ল্যান্ট ঘরে সঠিক ভাবে রাখতে হবে, একটু এদিক-ওদিক হলেই হিতে বিপরীত হতে পারে। বাস্তু মতে, ঘরে মানি প্ল্যান্ট ভুল ভাবে রাখলে আর্থিক সমৃদ্ধির বদলে আর্থিক সঙ্কট দেখা দিতে পারে। তাই ঘরে মানি প্ল্যান্ট রাখলে, তা কীভাবে রাখবেন, সেই সঠিক নিয়মটা জেনে রাখুন...
মানি প্ল্যান্ট রাখার সময় যে ভুল গুলো ভুলেও করবেন না...
* ঘরের কোন দিকে মানি প্ল্যান্ট রাখতে হবে, এটাই অনেকে জানেন না। আর সে কারণেই ভুল হয়।
* বাস্তু মতে, মানি প্ল্যান্ট ঘরের উত্তর-পূর্ব দিকে রাখবেন না। এদিকে মানি প্ল্যান্ট রাখলে সংসারে আর্থিক সঙ্কট দেখা দিতে পারে।
* বাস্তুশাস্ত্র মতে, ঘরে মানি প্ল্যান্ট রাখার সঠিক দিক দক্ষিণ-পূর্ব দিক।
* ঘরে মানি প্ল্যান্ট রাখলে এমন ভাবে রাখবেন, যাতে গাছের পাতা বা ডালপালা মাটিতে স্পর্শ না করে। লতানো এই গাছ যেন সবসময় উপর দিকে উঠতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।
* মানি প্ল্যান্টের ডালপালা যদি মাটিতে এসে পড়ে, তা হলে নেতিবাচক শক্তি প্রবেশ করবে ঘরে।
* ঘরে মানি প্ল্যান্টে যেন কোনও শুকনো বা হলদে হয়ে যাওয়া পাতা না থাকে। এরকম পাতা দেখলে তা সরিয়ে ফেলতে হবে।
* অনেকে বাথরুমে মানি প্ল্যান্ট রাখেন। তবে বাথরুমে মানি প্ল্যান্ট রাখা মোটেই শুভ নয়। এতে আর্থিক অনটন বাড়ে।
* কখনওই ভুল করে কারও থেকে চুরি করে মানি প্ল্যান্ট এনে ঘরে রাখবেন না।