Advertisement

Surya Grahan Chandra Grahan 2026 Date: ২০২৬ সালে কয়টি গ্রহণ দেখা যাবে? জানুন কবে, কোথায়, কখন হবে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ

Grahan 2026: গ্রহ- নক্ষত্রের অবস্থান- গতিবিধি পরিবর্তনের উপর যেমন, সমস্ত রাশির জাতক- জাতিকাদের ভাল- মন্দ নির্ভর করে, সেরকমই সূর্য ও চন্দ্র গ্রহণের ফলেও অনেক কিছু নির্ভর করে।

চন্দ্রগ্রহণ- সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ- সূর্যগ্রহণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Sep 2025,
  • अपडेटेड 6:08 PM IST

২০২৫ শেষ হতে আর আড়াই মাস মতো বাকি।  সকলের কৌতূহল থাকে, কেমন কাটবে গোটা বছর। গ্রহ- নক্ষত্রের অবস্থান- গতিবিধি পরিবর্তনের উপর যেমন, সমস্ত রাশির জাতক- জাতিকাদের ভাল- মন্দ নির্ভর করে, সেরকমই সূর্য ও চন্দ্র গ্রহণের ফলেও অনেক কিছু নির্ভর করে। ২০২৫-এর মতো ২০২৬ সালেও মোট চারটি গ্রহণ হবে- দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। জেনে নিন কবে, কখন, কোথায় কোন গ্রহণ হবে। 

প্রথম চন্দ্রগ্রহণ  

২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ ৩ মার্চ, মঙ্গলবার হবে। এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ। নয়াদিল্লি এবং ভারতের অনেক অংশে দেখা যাবে। এই গ্রহণ, এদিন সন্ধ্যায় প্রায় ২০ মিনিট স্থায়ী হবে। ফলে সূতক কাল বৈধ হবে।  

আরও পড়ুন

প্রথম সূর্যগ্রহণ

বছরের প্রথম সূর্যগ্রহণ হবে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। এই দিনটি ফাল্গুন মাসের অমাবস্যা তিথি। এর অর্থ হল মহাশিবরাত্রির পরের দিন সূর্যগ্রহণ ঘটবে। এই গ্রহণ ভারতের কোথাও দেখা যাবে না। ফলে, এর কোনও ধর্মীয় তাৎপর্য, যেমন সূতককাল বৈধ হবে না।

দ্বিতীয় চন্দ্রগ্রহণ  

২০২৬-র ২৮ আগস্ট, শুক্রবার আরও একটি চন্দ্রগ্রহণ হবে। তবে, এটি ভারতে দেখা যাবে না। ফলে কোনও সূতক কাল বৈধ হবে না। 
 
দ্বিতীয় সূর্যগ্রহণ

২০২৬ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ১২ আগস্ট, বুধবার হবে। এই দিনটি শ্রাবণ মাসের অমাবস্যা তিথি এবং হরিয়ালি অমাবস্যা উৎসব পালিত হবে। এই সূর্যগ্রহণটি ভারতের কোথাও দেখা যাবে না। ফলে সূতককাল বৈধ হবে না।

২০২৬ সালে চারটি গ্রহণের মধ্যে, শুধুমাত্র ৩ মার্চের চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে। গ্রহণ হল একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা, যা প্রতি বছর দেখা যায়। সনাতন ধর্মে, গ্রহণকে নিছক একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা হিসেবে বিবেচনা করা হয় না। এটিকে ধর্মের সঙ্গে যুক্ত বলেই মনে করা হয়। গ্রহণ অশুভ বলে বিশ্বাস করেন অনেকে। সেই বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময়কালে, কোনও ধরনের শুভ কাজ করা নিষিদ্ধ। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement