Advertisement

Numerology: এই তারিখগুলিতে জন্মানো নারী-পুরুষ হন সেরা জীবনসঙ্গী, দারুণ কাটে দাম্পত্য

এই মূলাঙ্কের জাতক-জাতিকারা সৃজনশীল হন। নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকেন। জীবনের প্রতি অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে। লোকের সঙ্গে মেলামেশা করতে পারেন। সঙ্গীদের সুপরামর্শ দেন। জীবনে বৈচিত্র্যের সন্ধান করেন তাঁরা।

সংখ্যাতত্ত্ব অনুযায়ী সেরা পার্টনার।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Oct 2022,
  • अपडेटेड 9:08 PM IST
  • মাসের ৩, ১২, ২১ বা ৩০ তারিখে জন্ম বলে মূলাঙ্ক হয় ৩।
  • সংখ্যাতত্ত্ব অনুযায়ী, এই মূলাঙ্কের অধিপতি বৃহস্পতি।

সংখ্যাবিদ্যায় সংখ্যার গুরুত্ব অপরিসীম। সংখ্যাতত্ত্বের গণনায় ব্যক্তির জন্ম তারিখ দেখে বলে দেওয়া যায়,তাঁর স্বভাব-প্রকৃতি ও ভবিষ্যৎ। সংখ্যাতত্ত্বের গণনা হয় মূলাঙ্কের ভিত্তিতে। মূলাঙ্ক হয় ১ থেকে ৯ পর্যন্ত। কারও মাসের ১৮ তারিখে জন্ম হলে মূলাঙ্ক হয় ১ ও ৮-এর যোগফল ৯।    

মাসের ৩, ১২, ২১ বা ৩০ তারিখে জন্ম বলে মূলাঙ্ক হয় ৩। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, এই মূলাঙ্কের অধিপতি বৃহস্পতি। জন্মতারিখ অনুযায়ী যাদের মূলাঙ্ক ৩ জাতক-জাতিকাদের তাড়াতাড়া কেরিয়ার শুরু হয়। তাঁরা স্বভাবে খুবই নির্ভীক হন। স্বাধীনচেতা হন। অন্য কারও অধীনে কাজ করতে পছন্দ করেন না।  বহুমুখী প্রতিভার অধিকারী হন। উচ্চ পদে কাজ করতে পারেন।

৩ মূলাঙ্কের জাতক-জাতিকারা জীবনে প্রচুর ধন-সম্পদ এবং খ্যাতি পান। কর্মজীবনে ভাল অবস্থানে থাকেন। দাম্পত্য জীবন সুখের হয়। বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে তাঁদের সুসম্পর্ক থাকে। বিয়ের পর তারা জীবনসঙ্গীর সঙ্গে দারুণ দাম্পত্য কাটান।

মূলাঙ্ক ৩-র ব্যক্তিত্ব 

এই মূলাঙ্কের জাতক-জাতিকারা সৃজনশীল হন। নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকেন। জীবনের প্রতি অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে। লোকের সঙ্গে মেলামেশা করতে পারেন। সঙ্গীদের সুপরামর্শ দেন। জীবনে বৈচিত্র্যের সন্ধান করেন তাঁরা।

উত্তম জীবনসঙ্গী 

৩ মূলাঙ্কের জাতক-জাতিকারা উত্তম জীবনসঙ্গী হন। সঙ্গীকে কখনও নিরুৎসাহিত করেন না। সব সময় পাশে থাকেন।সঙ্গীর বিপদে-আপদে তাঁরা ছেড়ে যান না। অত্য়ন্ত বিশ্বাসযোগ্য হন। তাঁদের উপরে ভরসা করলে নিরাশ করেন না। এই মূলাঙ্কের জাতক-জাতিকাদের সঙ্গে মূলাঙ্ক ৫, ৬ এবং ৯-র ভাল মেলে। অর্থাৎ যাঁদের মাসের ৫, ৬, ৯, ১৪,১৫, ১৮, ২৩, ২৪, ২৭ তারিখে জন্ম হয়।

আরও পড়ুন- সোমবার তেজ হারাচ্ছে সূর্য, এক মাস এই ৫ রাশির কাজে বাধা-অতিরিক্ত খরচ

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement