Advertisement

October 2021 Vrats: দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো! জানুন পার্বণে ভরা অক্টোবর মাসের ব্রত- উৎসবের দিনক্ষণ

October 2021 Vrats & Festivals: মহালয়া (Mahalaya) থেকে শুরু করে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja) সব এই বছর পড়েছে অক্টোবর মাসেই। তালিকায় রয়েছে লক্ষ্মীপুজো (Lakshmi Puja), নবরাত্রির (Navratri) মতো পার্বণও। উৎসবে ভরা এই মাসে কবে, কোন বিশেষ পুজো- পার্বণ, দেখে নিন এক নজরে। 

অক্টোম্বর মাসের ব্রত- উৎসবের দিনক্ষণ  অক্টোম্বর মাসের ব্রত- উৎসবের দিনক্ষণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Oct 2021,
  • अपडेटेड 12:59 PM IST
  • ২০২১ সালের অক্টোবর মাস উৎসবে ভরা।
  • ১৮ অক্টোবর পর্যন্ত থাকবে আশ্বিন মাস।
  • ১৯ অক্টোবর থেকে শুরু হবে কার্তিক মাস।

October 2021 Vrats & Festivals: হিন্দু পঞ্জিকা ও বাংলা ক্যালেন্ডার অনুসারে ২০২১ সালের অক্টোবর মাস (October) উৎসবে ভরা। এই সময়কালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব (Festivals) ও পুজো (Puja) রয়েছে। ১৮ অক্টোবর পর্যন্ত থাকবে আশ্বিন মাস এবং ১৯ অক্টোবর থেকে শুরু হবে কার্তিক মাস। হিন্দু ধর্মে (Hinduism) এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসভর রয়েছে নানা ধর্মীয় রীতি। 

মহালয়া (Mahalaya) থেকে শুরু করে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja) সব এই বছর পড়েছে অক্টোবর মাসেই। তালিকায় রয়েছে লক্ষ্মীপুজো (Lakshmi Puja), নবরাত্রির (Navratri) মতো পার্বণও। উৎসবে ভরা এই মাসে কবে, কোন বিশেষ পুজো- পার্বণ, দেখে নিন এক নজরে। 

আরও পড়ুন

হিন্দু বর্ষপঞ্জী অনুসারে, অক্টোবর মাসের ব্রত- উৎসবের দিন 

* ১ অক্টোবর - ইন্দিরা একাদশী 

* ৬ অক্টোবর - মহালয়া/ আশ্বিন অমাবস্যা/ পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা

* ৭ অক্টোবর - নবরাত্রি শুরু   

* ১১ অক্টোবর - মহাষষ্ঠী 

* ১২ অক্টোবর - মহাঅষ্টমী 

* ১৩ অক্টোবর - মহানবমী 

* ১৪ অক্টোবর - বিজয়া দশমী/ দশহরা 

* ২০ অক্টোবর - লক্ষ্মীপুজো 

* ২৪ অক্টোবর - করভা চৌথ 

অক্টোবর মাস শেষ হলে, নভেম্বর মাসেও রয়েছে হিন্দুদের বেশ কয়েকটি উৎসব। তার মধ্যে সবচেয়ে বড় হল কালী পুজো, দীপাবলি, ভাতৃ দ্বিতীয়া, রাসযাত্রা ও কার্তিক পুজোর মতো উৎসবগুলি। 

 

Read more!
Advertisement
Advertisement