Advertisement

Flower To God: ভুল ফুলে পুজো করে সর্বনাশ ডাকছেন না তো? কোন ভগবান কী ফুলে তুষ্ট? জানুন 

আমাদের মধ্যে অনেকেই জানি না, কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন বা কোন ফুল পছন্দ করেন। এটা অবশ্যই জেনে রাখা দরকার। এই প্রতিবেদনে জানুন পুজোর ফুল নিয়ে না জানা নানা তথ্য।

ফাইল ছবি।ফাইল ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 09 Jun 2023,
  • अपडेटेड 10:40 AM IST
  • আমাদের মধ্যে অনেকেই জানি না, কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন বা কোন ফুল পছন্দ করেন।
  • এটা অবশ্যই জেনে রাখা দরকার।

আমাদের মধ্যে অনেকেই জানি না, কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন বা কোন ফুল পছন্দ করেন। এটা অবশ্যই জেনে রাখা দরকার। এই প্রতিবেদনে জানুন পুজোর ফুল নিয়ে না জানা নানা তথ্য।

■ ভুল ফুলে পুজো করলে কী হয়?
• শিবঠাকুরের পছন্দের ফুল আকন্দ, ধুতরো হলেও কেউ যদি বেল, টগর বা গাঁদাফুলে পুজো করেন তাহলেও বাবা খুশি মনে পুজো গ্রহণ করেন। না জেনে বুঝে যদি কেউ লাল রঙের কোনও ফুল উৎসর্গ করেন তাতেও বাবা কুপিত হন না। তবে রক্তজবা মহাদেবকে না দেওয়াই ভাল।

• লক্ষ্মীর প্রিয় ফুল গোলাপি পদ্ম। পুজোর সময় অন্যান্য ফুল দিলেও অন্তত একটা গোলাপি পদ্ম না পেলে মায়ের রাগ হয়। প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘটে আমপাতা দিয়ে পুজো করলে মা ভক্তের মনের ইচ্ছে পূর্ণ করেন। সংসারে সুখ সমৃদ্ধি আসে। পকেটে পয়সা আসে।

নারায়ণ পুজোয় কখনও কোনও ফুলের কুঁড়ি দেবেন না। এতে দেবতা পূজকের ওপর রুষ্ট হন। বিষ্ণু বা নারায়ণের প্রিয় ফুল রক্তকরবী, চাঁপা, পদ্ম, মল্লিকা, বেল, জুঁই আর তুলসীপাতা। 

■ শনিদেব 
শনিদেব কোনও ঝলমলে রং পছন্দ করেন না। তাঁর প্রিয় রং সাদা। সুগন্ধি সাদা ফুলে ভারী সন্তুষ্ট হন বড়ঠাকুর। শনিদেবের একেবারে অপছন্দের তালিকায় রয়েছে রক্তজবা, বেলপাতা ও গন্ধহীন টগর ফুল।

■ সিদ্ধিদাতা গণেশ

সাদারঙের ফুল দু’চক্ষে দেখতে পারেন না সিদ্ধিদাতা গণেশ। মুম্বইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে লাল গোলাপ খুব সুন্দর করে রিবন দিয়ে বেঁধে বোকে তৈরি করে বিক্রি হয় গণপতি বাপ্পার জন্য। একটা গোলাপ দিয়েও ছোট্ট বোকে পাওয়া যায়। লাল হলুদ ফুলের মালাও অনেকে কেনেন সিদ্ধিদাতার জন্য। মহারাষ্ট্রে জবা তেমন চাষ হয় না বলেই অন্য ধরনের লাল ফুলের আয়োজন। তবে গণেশের সব থেকে প্রিয় ফুল রক্তজবা। 

■ মা কালী
গোলাপি পদ্ম ও রক্তজবায় মায়ের আরাধনা করলে ভক্তকে মা সবরকম সঙ্কট থেকে রক্ষা করেন। সংসারে আর্থিক উন্নতি হয়, রোগমুক্তি হয় এবং মনে আনন্দ ফিরে আসে।

Advertisement

■ মা সরস্বতী
পলাশফুল ছাড়া সরস্বতী পুজো হয় না। এছাড়া শ্বেতপদ্ম, হলুদ গাঁদা ও সব সুগন্ধি সাদা ফুল তিনি ভালবাসেন। আর পছন্দের ফুল পেলে ভক্তকে বিদ্যাবুদ্ধিতে ভরিয়ে দেন।

■ পুজোর ফুল 
• স্নান না করে পুজোর ফুল তুলতে নেই- এটা সম্পূর্ণ ভুল ধারণা। স্নানের আগে গাছ থেকে ফুল তুলতে হবে। স্নান করে সেই ফুলে পুজো করতে হবে। স্নানের পরে তোলা ফুল দেবতা গ্রহণ করেন না।
• বাজার থেকে ফুল এনে ধুয়ে ঠাকুরকে অর্পণ করতে হয়- এটাও ভুল ধারণা। বাতাসেই ফুল শুদ্ধ হয়ে যায়। জলে ধোয়া ফুল ঠাকুরকে দেওয়া যায় না।
• ফুলে আমিষ ছোঁয়া লাগলে বা পায়ে ঠেকলে তা দিয়ে আর পুজো হয় না।
•গন্ধ শোঁকা ফুল, পোকায় খাওয়া ফুল, পদপিষ্ট হওয়া ফুল, মাটিতে পড়া ফুল দিয়ে কোনও দেবতার পুজো হয় না।
• পদ্ম ও চাঁপা ছাড়া আর কোনও ফুলের কুঁড়ি দিয়ে ঠাকুর পুজো হয় না।
• আধফোটা ফুল বা আধপাকা ফল দেবতা গ্রহণ করেন না।
• তুলসীপাতা, বেলপাতা ও দূর্বা কখনও বাসি হয় না। এমনকী একবার পুজো করার পরও তা দিয়ে আবার পুজো করা যায়।
এইসব তথ্য মনে রেখে ঠাকুরকে পুষ্পার্ঘ নিবেদন করলে সংসারে শান্তি বিরাজ করে।
 

 

Read more!
Advertisement
Advertisement