Advertisement

Eyebrow Personality Test: এমন ভুরু থাকা জাতকরা কৃপণ হন, স্বভাবও হয় খুব জটিল

Eyebrow Personality Test: প্রত্যেকেরই ভুরু আলাদা-আলাদা আকারের হয়। কারও ভুরু ঘন, কারও হালকা। আবার অনেকের দুইটি ভুরুর মাঝে কোনও ফাঁক থাকে না। এই বিভিন্ন ধরনের ভুরুর মাধ্যমে কোনও ব্যক্তির স্বভাব, চরিত্র, ব্যক্তিত্ব বলে দেওয়া সম্ভব।

Eyebrow personality test
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2023,
  • अपडेटेड 2:00 PM IST
  • কোনও ব্যক্তির শারীরিক গঠন থেকেই তাঁর চরিত্র সম্পর্কে ধারণা করা সম্ভব।
  • প্রত্যেকেরই ভুরু আলাদা-আলাদা আকারের হয়। কারও ভুরু ঘন, কারও হালকা।
  • বিভিন্ন ধরনের ভুরুর মাধ্যমে কোনও ব্যক্তির স্বভাব, চরিত্র, ব্যক্তিত্ব বলে দেওয়া সম্ভব।

Eyebrow Personality Test: ভুরু আকার দেখেই কোনও ব্যক্তির স্বভাব ও ব্যক্তিত্ব বলে দেওয়া সম্ভব। অবাক হচ্ছেন? আসলে সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, কোনও ব্যক্তির শারীরিক গঠন থেকেই তাঁর চরিত্র সম্পর্কে ধারণা করা সম্ভব। শরীরের বিভিন্ন বৈশিষ্ট্য থেকেই ব্যক্তির অভ্যাস, স্বভাব, প্রবণতা সম্পর্কে ধারণা করে ফেলা সম্ভব। আর ঠিক সেই একই নিয়মে কোনও ব্যক্তির ভুরু দেখেই তাঁর ব্যক্তিত্ব কেমন, তা বলে দেওয়া সম্ভব।

প্রত্যেকেরই ভুরু আলাদা-আলাদা আকারের হয়। কারও ভুরু ঘন, কারও হালকা। আবার অনেকের দুইটি ভুরুর মাঝে কোনও ফাঁক থাকে না। এই বিভিন্ন ধরনের ভুরুর মাধ্যমে কোনও ব্যক্তির স্বভাব, চরিত্র, ব্যক্তিত্ব বলে দেওয়া সম্ভব।

ভুরুর আকার অনুযায়ী চারিত্রিক বৈশিষ্ট্য
কালো ভুরু:
এই ধরনের ব্যক্তিরা আর্থিক দিক দিয়ে ভাগ্যবান হন। এঁদের অনেক ধনসম্পদ থাকে। কিন্তু একটাই সমস্যা। এই জাতকদের টাকা আসতে প্রথমে কিছুটা সময় লাগে। তবে সময় লাগলেও টাকা আসে। এঁরা সাধারণত বেশ প্রতিভাবান হন। এঁরা মূল্যবান জিনিসের বিষয়ে শৌখিন হন। 

হালকা ভুরু: সামুদ্রিক শাস্ত্র বলছে, ভুরু হালকা থাকা ব্যক্তিরা কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে অনেক ভাবনা-চিন্তা করেন। কোনও কাজে তাড়াহুড়ো করা এঁরা পছন্দ করেন না। সাধারণত এই জাতকদের অর্থাভাব থাকে না। 

অসমান ভুরু: শাস্ত্র অনুযায়ী, যাঁদের ভুরু অসমান, উঁচু-নিচু হয়, তাঁদের অর্থাভাব লেগেই থাকে। এই জাতকদের মাথাও খুব একটা ঠাণ্ডা হয় না। চট করে রেগে যান। ফলে এমন ভুরু থাকা জাতকদের মাথা ঠাণ্ডা রাখার বিষয়ে জোর দেওয়া উচিত্। 

ঘন ভুরু: ঘন ভুরুর ব্যক্তিরা অন্যদের তুলনায় একটু আলাদা স্বভাবের হন। কিছুটা আপনমনা থাকেন। অনেকেই এমন ব্যক্তিদের একটু জটিল ভাবেন। এমন ব্যক্তিদের অর্থাভাব থাকে না। কিন্তু তা সত্ত্বেও তাঁরা টাকা সঞ্চয় করতে পছন্দ করেন। একটু একটু করে টাকা জমাতে ভালবাসেন। খুব বেশি বিলাসিতা পছন্দ করেন না। 

Advertisement

জোড়া ভুরু: সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী জোড়া ভুরুর জাতকরা বেশ বুদ্ধিমান হন। এঁরা যথেষ্ট উচ্চাকাঙ্খী হন। লক্ষ্য অর্জনের জন্য এঁরা একসঙ্গে একাধিক কাজও করতে পারেন। এই জাতকদের টাকার অভাব থাকে না। স্বভাবের দিক থেকেও এঁরা বেশ মিষ্টভাষী হন। সেই কারণে এই জাতকদের কোনও শত্রু থাকে না। সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারেন। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement