Advertisement

Premanand Maharaj: 'এই অনুভূতি ঈশ্বরের দান', সমকামী নিয়ে প্রেমানন্দ মহারাজের উপদেশ, VIRAL VIDEO

Premanand Maharaj: সমকামী নিয়ে এখনও সমাজে ছুঁৎমার্গ রয়েছে। আইন সমকামীর পক্ষে কথা বললেও এখনও এই দেশের বহু পরিবারই এই বিষয়টিকে মানতে নারাজ। আর এই সমকামী সম্পর্ক নিয়েই নিজের মত প্রকাশ করলেন জনপ্রিয় অ্যাধাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ।

সমকামী নিয়ে কী বললেন প্রেমানন্দজি?সমকামী নিয়ে কী বললেন প্রেমানন্দজি?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Jan 2025,
  • अपडेटेड 8:30 PM IST
  • সমকামী নিয়ে এখনও সমাজে ছুঁৎমার্গ রয়েছে।

সমকামী নিয়ে এখনও সমাজে ছুঁৎমার্গ রয়েছে। আইন সমকামীর পক্ষে কথা বললেও এখনও এই দেশের বহু পরিবারই এই বিষয়টিকে মানতে নারাজ। আর এই সমকামী সম্পর্ক নিয়েই নিজের মত প্রকাশ করলেন জনপ্রিয় অ্যাধাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ। তাঁর কাছে এক ব্যক্তি যখন জানতে চান যে তিনি পুরুষদের প্রতি আকর্ষণ বোধ করেন এবং তাঁর কী করা উচিত, এই নিয়ে প্রেমানন্দ মহারাজ তাঁকে যে কথাগুলি বলে, সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় প্রেমানন্দ মহারাজের কাছে এক ব্যক্তি তাঁর সমস্যা নিয়ে আসেন। যেখানে তাঁকে বলতে শোনা যায় যে তাঁর পরিবার তাঁকে বিয়ের জন্য চাপ দিচ্ছে অথচ তিনি মহিলাদের প্রতি কোনও আকর্ষণ অনুভব করেন না। বরং পুরুষদের প্রতি আকৃষ্ট হন। এই পরিস্থিতিতে তিনি কী করবেন সেই বিষয়ে প্রেমানন্দ মহারাজের কাছে পরামর্শ চান। এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজ বলেন, 'আপনি যদি নারীর প্রতি আকৃষ্ট না হয়ে পুরুষের প্রতি আকৃষ্ট হন, তবে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যে কোনও নারীকে প্রতারণা করবেন না। আপনার অনুভূতি আপনার বাবা-মায়ের সঙ্গে খোলাখুলিভাবে ভাগ করে নিন। বিয়ে করে কাউকে বাড়িতে রেখে তাঁর জীবন দুর্বিষহ করে তুলবেন না।'

ভিডিওতে ওই ব্যক্তি মহারাজকে জানান যে তিনি তাঁর মা-বাবার কাছে নিজের এই অনুভূতি নিয়ে আলোচনা করতে সঙ্কোচ বোধ করছেন। প্রেমানন্দ ওই ব্যক্তির উদ্দেশ্যে এরপর বলেন, 'আপনি মা-বাবাকে সত্যি জানাতে লজ্জা পাচ্ছেন, কিন্তু অন্যের জীবন নষ্ট করতে আপনি লজ্জা পান না? আপনার এই অনুভূতি মা-বাবার সঙ্গে ভাগ করে নেওয়া কোনও অপমানের নয়।' শুধু তাই নয়, প্রেমানন্দ মহারাজ অভিভাবকদের উদ্দেশ্যে আর্জি জানান যে তাঁরা যেন তাঁদের সন্তানদের বোঝেন এবং সমর্থন করেন। তিনি বলেন, 'এই অনুভতি ঈশ্বরের দেওয়া। আপনি বকাঝকা করে সেই ভেতরকার অনুভূতিকে পরিবর্তন করতে পারবেন? না, তাই একে-অপরকে সমর্থন করাই বুদ্ধিমানের কাজ এবং বোঝাপড়া ও ভালোবাসার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়া ভাল।' 

Advertisement

সোশ্যাল মিডিয়ায় প্রেমানন্দ মহারাজেরএই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এই ভিডিও শেয়ার করেছেন রাজ্য সভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি ক্যাপশনে লিখেছেন, মহারাজজি আপনার প্রতি অনেক শ্রদ্ধা। এটি আমাদের সমবেশি হিন্দু ধর্ম, আমাদের ধর্মের স্ব-ঘোষিত গেট কিপারদের দ্বারা জনপ্রিয় করা অসহিষ্ণু সংস্করণ নয়। অনেকেই প্রেমানন্দ মহারাজের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর আধুনিক মানসিকতাকে সাধুবাদ জানাচ্ছেন। 

Read more!
Advertisement
Advertisement