Advertisement

Premanand Maharaj: কেন স্বপ্ন দেখেন না প্রেমানন্দ মহারাজ? রহস্য খোলসা করলেন

Premanand Maharaj: প্রত্যেক ব্যক্তি ঘুমোনোর পর স্বপ্নে বিভোর হয়ে যায়। যা খুবই সাধারণ বিষয়। কেউ খারাপ স্বপ্ন দেখেন আবার কেউ ভাল স্বপ্ন। আবার কেউ কেউ এমন স্বপ্ন দেখেন, যা বেশ উদ্ভট। তবে সব স্বপ্নেরই কোনও না কোনও অর্থ রয়েছে।

প্রেমানন্দ মহারাজপ্রেমানন্দ মহারাজ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Oct 2025,
  • अपडेटेड 3:41 PM IST
  • প্রত্যেক ব্যক্তি ঘুমোনোর পর স্বপ্নে বিভোর হয়ে যায়।

প্রত্যেক ব্যক্তি ঘুমোনোর পর স্বপ্নে বিভোর হয়ে যায়। যা খুবই সাধারণ বিষয়। কেউ খারাপ স্বপ্ন দেখেন আবার কেউ ভাল স্বপ্ন। আবার কেউ কেউ এমন স্বপ্ন দেখেন, যা বেশ উদ্ভট। তবে সব স্বপ্নেরই কোনও না কোনও অর্থ রয়েছে। স্বপ্ন শাস্ত্র বলছে, যে স্বপ্ন আমরা দেখি, তার সম্পর্ক আমাদের জীবনের সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত। তবে অদ্ভুত বিষয় হল, প্রেমানন্দ মহারাজ নাকি স্বপ্ন দেখেন না। আর এর কারণ নিজেই জানিয়েছেন তিনি। 

সম্প্রতি এক ভক্ত বৃন্দাবনের আধ্যাত্মিক গুরুর কাছে প্রশ্ন রাখেন, প্রেমানন্দ মহারাজও কি ঘুমোনোর পর স্বপ্ন দেখেন? ভক্তের প্রশ্নে উত্তরে প্রেমানন্দ মহারাজ বলেন, আমার ঘুমই খুব বেশি হয় না যে আমি স্বপ্ন দেখব। স্বপ্ন তখনই দেখে মানুষ যখন সে অতিরিক্ত ঘুমোয়। তিনি এও বলেন, এখানে জীবন এতটাই কঠিন যে ঘুমোনোর পরিবর্তে আমরা ঈশ্বরের নাম জপ করি, উৎসাহের সঙ্গে স্তবগান করি এবং ধ্যান করি। ভজন ততক্ষণ চলে যতক্ষণ আমাদের ভেতরটা অজ্ঞান না হয়ে যায়। 

প্রেমানন্দ মহারাজ এও বলেন, আমরা স্বপ্ন দেখলেও, তার বেশিরভাগই সাধুদের স্বপ্ন, যারা নিজেদের তপস্বী হিসাবে দেখেন। কোথাও আমরা সাধুসন্তদের মধ্যে বসে আছি, কোথাও কথা ও ভাগবত পরিবেশিত হচ্ছে, কোথাও আমরা ভগবানের মন্দির বা লীলা দেখতে পাচ্ছি। কোথাও আমরা পবিত্র তীর্থস্থান দেখতে পাচ্ছি। ওই ভক্ত প্রেমানন্দজিকে আরও জিজ্ঞাসা করেন, মহারাজজি আপনি কোনও পদযাত্রা মানুষের জয় জয়কারের স্বপ্ন দেখেন না?

প্রেমানন্দ মহারাজ এ প্রসঙ্গে বলেন, আমরা যেভাবে চলি, সেরকমই আমাদের দেখতে লাগে। কিন্তু আমরা কাউকে বিশেষ নজরে দেখি না। আমাদের চোখরূপী ঘরে কারোর ছবি তৈরি হয় না, এমনকী কেউ কাঁদলেও বা আবেগ প্রকাশ করলেও। এর আগে প্রেমানন্দ মহারাজ বলেছিলেন যে ভুল চিন্তা বা ভুল কথা যত ভাববেন, স্বপ্নেও সেই জিনিসই দেখা যাবে। প্রেমানন্দজির কথায়, স্বপ্ন সম্পূর্ণভাবে মিথ্যা, এতে সত্য কিছু নেই। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement