Advertisement

Premanand Maharaj: বায়না করলে শিশুদের হাতে ফোন দেওয়া উচিত? জবাব দিলেন প্রেমানন্দ মহারাজ

কর্মব্যস্ত বাবা-মায়েরা আজকাল সন্তানের হাতে ছোট থেকেই মোবাইল ফোন ধরিয়ে দেন। শিশু কাঁদলে কিংবা খেতে না চইলে মোবাইল গেমস কিংবা ইউটিউবে কার্টুন চালিয়ে দেওয়া হয় প্রতি ঘরে ঘরে। বিষয়টি কি আদৌ সঠিক? ব্যাখ্যা করলেন প্রেমানন্দ মহারাজ।

প্রেমানন্দ মহারাজ ঠিক কী ব্যাখ্যা দিলেন?প্রেমানন্দ মহারাজ ঠিক কী ব্যাখ্যা দিলেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Oct 2025,
  • अपडेटेड 4:04 PM IST
  • শিশুদের হাতে সর্বক্ষণ মোবাইল
  • সারাদিন মোবাইল ঘাঁটা সঠিক?
  • মা-বাবাদের জবাব দিলেন প্রেমানন্দ মহারাজ

বর্তমান কর্পোরেট যুগে বাবা-মায়েদের সর্বক্ষণ কাছে পায় না খুদেরা। দিনভর অফিসের কাজে ব্যস্ত অভিভাবকরা সন্তানকে চটজলদি খাওয়ানোর তাড়ায় অনেক সময়েই মোবাইল হাতে ধরিয়ে দেন। বায়না করলেই ইউটিউবে চালিয়ে দেন কার্টুন। আবার নিউক্লিয়ার পরিবারে বেড়ে ওঠা বর্তমান প্রজন্মের শিশুরা ছোট থেকে বাবা-মাকে সর্বক্ষণ কাছে না পেয়ে মোবাইল গেমসে ডুবে থাকে। এতে শিশুদেরও স্ক্রিনটাইম বেড়ে যায়। সন্তান বায়না করলেই কি তাদের হতে মোবাইল ধরিয়ে দেওয়ার অভ্যাস ভাল? এই নিয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রমানন্দ মহারাজ। 

সন্তান সামলাবেন না অফিসের কাজ, বিভ্রান্ত বাবা-মায়েরা বাধ্য হয়েই মোবাইল ধরিয়ে দেন শিশুদের হাতে। দেড়-দু'বছরের শিশুর হাতেও এখন মোবাইল ফোন দেখা যায়। ছোট থেকেই ইন্টারনেটের ব্যবহার শিখে যায় তারা। 

এই বিষয়টি নিয়েই এক ভক্ত বৃন্দাবন-মথুরাতে বিখ্যাত প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করেন। ভক্তের প্রশ্ন ছিল, 'শিশুদের হাতে কি মোবাইল ফোন দেওয়া উচিত? নিউক্লিয়ার পরিবারে কর্মরত বাবা-মায়েরা অনেক সময়েই শিশুকে সামলানো কিংবা আলাদা করে সময় দেওয়ার সুযোগ পান না। এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ক্ষেত্রেই শিশুদের হাতে মোবাইল ফোন দিয়ে দেন তারা। এটি কি সঠিক?'

এ বিষয়ে প্রেমানন্দ মহারাজ বিশদে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, '৩৫ বছর আগেও শিশুরা ছিল। তখনও মানুষ কাজে যেতেন। বিদেশেও কর্মসূত্রে যেতে হত মানুষকে। আগেকার দিনেও মানুষ কাজ নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকতেন। ফলে শিশুদের দেখভালের জন্য পরিচারিকা রাখা হত। তারাই শিশুদের দিনভর দেখভাল করতেন। মা-বাবা নিজেদের কাজ সেরে পরিবারের সঙ্গে এসে রাতে সময় কাটাতেন। তখনও নিউক্লিয়ার পরিবার ছিল। কিন্তু তখন তো আর মোবাইল ফোন ছিল না। তাই এখনও ছোটদের হাতে মোবাইল ধরিয়ে দেওয়া উচিত নয়।'

আজকাল শিশুদের হাতে মোবাইল ধরিয়ে দেওয়ার অর্থ তাদের সঠিক সংস্কার না দেওয়া, এমনটাই মত প্রেমানন্দ মহারাজের। তিনি বলেন, 'নিজেদের সংস্কার নষ্ট হওয়ার কারণেই আজকাল শিশুরা মা-বাবাকে সম্মান করে না। তাদের পায়ে হাত দিয়ে প্রণাম পর্যন্ত করে না।'

Advertisement

প্রেমানন্দ মহারাজের পরামর্শ, 'রোজ সকালে উঠে ঈশ্বরকে প্রণাম করা, মা-বাবার পায়ে হত দিয়ে আশীর্বাদ নেওয়া উচিত। এমন জীবনশৈলী আজকাল সন্তানদের মধ্যে দেখা যায় না। আজকাল শিশুরা তো সকাল থেকেই ফোন নিয়ে বসে পড়ে। রাত পর্যন্ত তারা ফোন ঘাঁটে। এতে মনুষ্যতা বিকশিত হবে না।' তাঁর সংযোজন, 'দেড়-দু'বছরের বাচ্চাদের হাতে কখনওই মোবাইল ফোন দেওয়া উচিত নয়। এটা বদভ্যাস। বাবা-মায়েরা ভাবেন শিশুদের হাতে মোবাইল দিয়ে দিলে তারা দিনভর ব্যস্ত থাকবে। তবে শরীরে একাধিক রোগ বাসা বাঁধে।'

 

Read more!
Advertisement
Advertisement