Advertisement

Premanand Maharaj: বাথরুমে বসে মোবাইল ফোন ঘাঁটার অভ্যাস? প্রেমানন্দ মহারাজ বললেন...

অনেকেই বাথরুমে বসে মোবাইল ফোন ঘাঁটেন। শৌচকর্ম করতে করতেই রিলে চোখ রাখতে পছ্নদ করেন অনেকে। এই অভ্যাস কি আদৌ সঠিক? এই নিয়ে এবার ব্যাখ্যা দিলেন প্রেমানন্দ মহারাজ।

প্রেমানন্দ মহারাজ কী পরামর্শ? প্রেমানন্দ মহারাজ কী পরামর্শ?
Aajtak Bangla
  • বৃন্দাবন,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 5:31 PM IST
  • বাথরুমে বসে মোবাইল ঘাঁটেন?
  • জানেন এই অভ্যাস আদৌ সঠিক কি না?
  • এই নিয়ে এবার ব্যাখ্যা দিলেন প্রেমানন্দ মহারাজ

বৃন্দাবনের রাধাভক্ত সন্ত প্রেমানন্দ মহারাজ অত্যন্ত জনপ্রিয়। দূর-দূরান্ত থেকে অনুগামীরা তাঁর কাছে পরামর্শ চাইতে পৌঁছন। তিনি মানুষকে আধ্যাত্মিক দিকনির্দেশ করেন। একজন আধ্যাত্মিক গুরু হিসেবে প্রেমানন্দ মহারাজ তাঁর অনুগামীদের জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং আধ্যাত্মিক সাধনার গুরুত্ব ব্যাখ্যা করেন। নানা প্রশ্নের উত্তর জানতে এবং সমস্যার সমাধান পেতে প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হন ভক্তেরা। একান্ত আলাপচারিতায় প্রেমানন্দ মহারাজের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান তাঁরা। মোবাইল ফোন ব্যবহারের ভুলগুলি নিয়ে সম্প্রতি পরামর্শ দিয়েছেন এই আধ্যাত্মিক গুরু। 

কোন ভুলগুলি এড়িয়ে চলতে হবে?
প্রেমানন্দ মহারাজ বলেন, 'ময়লা হাতে বা মলত্যাগের পর হাত দিয়ে মোবাইল ফোন স্পর্শ করা উচিত নয়। কারণ আমরা যখন কোনও পবিত্র স্থান, মন্দিরে যাই তখনও মোবাইলটি আমাদের পকেটে থাকে। যদি মোবাইল বাজে আমরা তখনও মোবাইল স্পর্শ করি। মোবাইল ফোন এমন একটা জিনিস যা সবসময় আমাদের সঙ্গেই থাকে। কেউ কেউ তো টয়লেটেও মোবাইল নিয়ে যান। সেটা করা উচিত নয়। অন্তত সেই সময়টা শান্তিতে থাকো। খাওয়ার সময়ে বা ভগবানের নাম জপ করার সময়ে হাত ধোয়ার পর মোবাইল স্পর্শ করা উচিত। যদি খাবারের সময়ে জরুরি ফোন আসে তবে বাঁ হাত পরিষ্কার থাকলে তা দিয়ে ধরা যায়।'

চিকিৎকরা কী বলছেন?
বাথরুমে মোবাইল ফোন ব্যবহার করা স্বাস্থ্যকর নয় বলেই জানান চিকিৎসকরা। এতে অর্শ, অন্ত্রের সমস্যা ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ঝুঁকি বাড়ে। বাথরুমের ভেজা পরিবেশে জীবাণু খুব দ্রুত ছড়ায় এবং ফোনের স্ক্রিনে লেগে যায়। এই জীবাণু হাত থেকে মুখে গেলে বিভিন্ন রোগ হতে পারে। এছাড়াও, দীর্ঘক্ষণ টয়লেটে বসে ফোন ব্যবহার করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement