Advertisement

Premananda Maharaj On Marriage: বিয়ের আগে সঙ্গীকে কী কী প্রশ্ন করবেন? প্রেমানন্দ মহারাজ বললেন...

এখন বিয়েতে নানা ধরণের অনিয়ম দেখা যায়। যেখানে মাঝে মধ্যেই স্ত্রী তাঁর স্বামীকে খুন করছে, সেখানে অনেক ক্ষেত্রে স্বামীরা তাদের স্ত্রীদের হত্যা করছে। এর মধ্যেই বিয়ের আগে স্ত্রীকে কী ধরণের প্রশ্ন করা উচিত সে ব্যাপারে জানালেন প্রেমানন্দ মহারাজ।

প্রেমানন্দ মহারাজের টিপসপ্রেমানন্দ মহারাজের টিপস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2025,
  • अपडेटेड 3:23 PM IST

এখন বিয়েতে নানা ধরণের অনিয়ম দেখা যায়। যেখানে মাঝে মধ্যেই স্ত্রী তাঁর স্বামীকে খুন করছে, সেখানে অনেক ক্ষেত্রে স্বামীরা তাদের স্ত্রীদের হত্যা করছে। এর মধ্যেই বিয়ের আগে স্ত্রীকে কী ধরণের প্রশ্ন করা উচিত সে ব্যাপারে জানালেন প্রেমানন্দ মহারাজ। 

কী প্রশ্ন করলেন ভক্ত?
অনেকক্ষেত্রেই এই রকম খবর শোনা যাচ্ছে। এই সবের মাঝে, এক জন বৃন্দাবনের বিখ্যাত প্রেমানন্দ মহারাজের কাছে বিবাহ সম্পর্কিত একটি প্রশ্ন নিয়ে আসে। ছেলেটি মহারাজকে জিজ্ঞাসা করে যে, বিয়ের আগে, হবু স্ত্রীকে কী ধরণের প্রশ্ন করা উচিত, যাতে আমরা জানতে পারি যে সে আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা?

বিয়ে করার আগে করুন এই কাজ 
কাকে বিয়ে করা উচিত সে ব্যাপারে নিজের মত দিলেন প্রেমানন্দ মহারাজ। সেই ব্যক্তির এই প্রশ্ন শুনে প্রেমানন্দ মহারাজ বললেন, 'কাউকে জিজ্ঞাসা করার আগে, তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। কারণ যদি অন্য ব্যক্তি ভুল উত্তর দেয়, তাহলে তুমি জানতে পারবে না কী হবে।' তিনি আরও বলেন, 'এমন পরিস্থিতিতে তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত যে হে ঈশ্বর, আমাকে এমন একজন জীবনসঙ্গী দাও যে আমার ইচ্ছা অনুযায়ী কাজ করে এবং ধর্ম অনুসরণ করে।'

প্রেমানন্দ কী ব্যাখ্যা দিলেন?
এর ব্যাখ্যা দিতে গিয়ে প্রেমানন্দ মহারাজ বলেন যে এখন এটা খুবই কঠিন কারণ কোথাও একজন স্ত্রী তার স্বামীকে মারধর করছে আবার কোথাও একজন স্বামী তার স্ত্রীকে মারধর করছে। এই সবই ব্যভিচারের ফলাফল। মহারাজ আরও বলেন, 'শিশুদের বোঝা উচিত যে প্রশ্ন জিজ্ঞাসা করে কিছুই অর্জন করা যাবে না।' 'ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে হে প্রভু, আমাকে এমন একজন জীবনসঙ্গী দান করো যে ধর্মের পথে চলে এবং তার সঙ্গে তোমাকেও পেতে সাহায্য করে।' এইভাবে প্রেমানন্দ মহারাজ ব্যাখ্যা করেছিলেন যে সমস্যাগুলি প্রশ্ন জিজ্ঞাসা করে নয়, ঈশ্বরের উপাসনা করে সমাধান করা হয়।

Advertisement
Read more!
Advertisement
Advertisement