Advertisement

New Years Eve Party: 'মদ-মাংস খেয়ে বর্ষবরণের পার্টি করা পাপ', ভক্তদের সতর্ক করলেন প্রেমানন্দ মহারাজ

মদ, মাংস এবং নারী থেকে দূরে থাকার পরামর্শ দিলেন প্রেমানন্দ মহারাজ। ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতে মদ থেকে পার্টি করতে নিষেধ করছেন ভক্তদের। তিনি মনে করেন, এগুলি পাপ। সেক্ষেত্রে নতুন বছরকে স্বাগত জানাবেন কীভাবে? তা-ও বাতলে দিয়েছেন বৃন্দাবনের এই ধর্মগুরু।

প্রেমানন্দ মহারাজ বর্ষবরণের পার্টি নিয়ে কী বললেন? প্রেমানন্দ মহারাজ বর্ষবরণের পার্টি নিয়ে কী বললেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Dec 2025,
  • अपडेटेड 2:34 PM IST
  • মদ, মাংস এবং নারী থেকে দূরে থাকার পরামর্শ
  • ৩১ ডিসেম্বর মদ খেয়ে পার্টি করতে নিষেধ
  • নতুন বছরকে স্বাগত জানাবেন কীভাবে?

নববর্ষ শুরুর আগে লক্ষ লক্ষ মানুষ দেশজুড়ে নানা ধর্মীয় স্থানে ভিড় জমাতে শুরু করেছেন। তাঁদের মধ্যে অনেকেই পৌঁছে গিয়েছেন বৃন্দাবনের জনপ্রিয় ধর্মগুরু প্রেমানন্দ মহারাজের কাছে। নতুন বছর এবং বর্ষবরণ নিয়ে নানা প্রশ্নও করেছেন তাঁরা। 

এমনই এক ভক্ত প্রেমানন্দ মহারাজকে জিজ্ঞাসা করেন, 'মহারাজজি, আসন্ন নববর্ষে আমাদের কোন নিয়ম মেনে চলা উচিত?' এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজ সকলকে স্মরণ করিয়ে দেন, নববর্ষ কেবল উদযাপন বা পার্টি করার সময় নয়, বরং নিজের জীবনধারা আরও উন্নত করার, খারাপ কর্ম ত্যাগ করার এবং সৎকর্মে নিজেরে নিযুক্ত করার একটি সুযোগও। মহারাজ বলেন, 'এই নববর্ষে পাপ ও খারাপ আচরণ ত্যাগ করে ঈশ্বরের প্রতি ভক্তি ও দানে মনোনিবেশ করা উচিত। যাতে জীবনে প্রকৃত সুখ ও শান্তি বিরাজ করে।'

মদ, মাংস এবং পাপ
প্রেমানন্দ মহারাজ স্পষ্ট ভাবে উত্তর দিয়েছেন, মদ্যপান, মাংস খাওয়া, হিংসা এবং ব্যাভিচার নরকের দরজা খুলে দেয়।' তাঁর মতে, 'কিছু মানুষ বর্ষবরণের উত্তেজনায় এই জিনিসগুলি উপভোগ করেন। কিন্তু এটি প্রকৃত সুখ নয়।' মহারাজ বলেছিলেন, 'শুভ নববর্ষ বলে মদ্যপান বলা এবং খারাপ কাজ করা একই। তা কোনও সুখের কারণ হতে পারে না। বরং এটি পাপ।' প্রেমানন্দ মহারাজ এই নতুন সূচনায় আসত্তি ও পাপ ত্যাগ করে ধর্ম ও ভক্তির পথে জীবন পরিচালনা করার জন্য মানুষকে আহ্বান জানান। 

নতুন বছরে কী নিয়ম অনুসরণ করবেন?
প্রেমানন্দ মহারাজ এই নতুন বছরে সুখী থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ সংকল্পের কথা জানিয়েছেন। তিনি বলেন, 'এই নতুন বছরে, মদ-মাংস বর্জন করুন এবং অন্যান্য নারীদের প্রতি কামনা-চাহিদা ত্যাগ করুন। পাশাপাশি রাগ, চুরি, হিংসা এবং অন্যান্য মন্দ কাজ থেকে বিরত থাকুন। ভগবানের নাম জপ করুন এবং দান-কাজে নিজেকে নিবেদিত করুন।' প্রেমানন্দ মহারাজ ব্যাখ্যা করেছেন, এই নিয়মগুলি অনুসরণ করে নববর্ষ শুধু নয়, সমগ্র জীবন শুভ, সুখময় ও শান্তিপূর্ণ করে তোলা সম্ভব। 

Advertisement

শিশু ও সমাজের জন্য বার্তা
প্রেমানন্দ মহারাজ বলেছেন, 'কেবল ব্যক্তিগত উন্নতির জন্যই নয়, সমাজ ও শিশুদের জন্যও মন্দ থেকে দূরে থাকা অপরিহার্য। যারা পাপ ও খারাপ কাজে লিপ্ত হয় তারা জীবনে দুঃখ ও কষ্টের মুখোমুখি হয়।' তিনি আরও বলেন, 'তোমাদের মানব জীবন দেওয়া হয়েছে পৈশাচিক কাজ করার জন্য নয়। অতএব পৈশাচিক কাজ করো না। ঈশ্বরের কৃপা ও সুখ গ্রহণ করো।'

মদ-মাংস নয়, সুখ ঈশ্বরের থেকে
প্রেমানন্দ মহারাজ বলেছেন, 'প্রকৃত সুখ এভং আনন্দ আসে ঈশ্বরের প্রত ভক্তি এবং সৎকর্ম থেকে। মদ্যপান, পার্টি বা ব্যভিচার থেকে নয়।' তিনি সকলকে নতুন বছরের জন্য ভাল সংকল্প নিতে, পাপ ত্যাগ করতে এবং ধার্মিক, ভক্তি এবং দানধ্যান করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'এই ভাবে আপনার নতুন বছর শুভ হবে এবং ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর থাকবে। সকলেই সুস্থ ও সুখী হবে।'

 

Read more!
Advertisement
Advertisement