Advertisement

Raksha Bandhan: জানুন এই বছর ভাইদের হাতে রাখি পরানোর সবচেয়ে শুভ সময়

Raksha Bandhan 2021: সাধারণত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। মূলত বোন - দিদিরা তাঁদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাঁদের হাতে রাখি বাঁধা যায়।

এই বছর রাখি পূর্ণিমা পড়েছে ২২ অগাস্টএই বছর রাখি পূর্ণিমা পড়েছে ২২ অগাস্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Aug 2021,
  • अपडेटेड 12:32 AM IST
  • গোটা ভারত জুড়ে উদযাপন হয় রাখি বন্ধন উৎসব।
  • সাধারণত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পড়ে রাখি পূর্ণিমা।
  • মূলত বোন - দিদিরা তাঁদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন।

Raksha Bandhan 2021: হিন্দুদের বারো মাসে তের পার্বণ। তার মধ্যে একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা (Rakhi Purnima) বা রাখি বন্ধন (Raksha Bandhan)। সাধারণত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। মূলত বোন - দিদিরা তাঁদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাঁদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের। 

রাখি পূর্ণিমা ২০২১-র দিনক্ষণ (Rakhi Purnima 2021 Date & Time)

* এই বছর রাখি পূর্ণিমা পড়েছে ২২ অগাস্ট, রবিবার। 

আরও পড়ুন

* পূর্ণিমা তিথি লাগছে ২১ অগাস্ট সন্ধ্যা ৬.৩১ মিনিটে এবং থাকবে ২২ অগাস্ট বিকেল ৫.২২ মিনিট পর্যন্ত। 

* উপযুক্ত সময় - ২২ অগাস্ট সকাল ৬.১৫ থেকে ১০.৩৪ মিনিট পর্যন্ত।

* ধনিষ্ঠা নক্ষত্রের সংযোগ - ২২ অগাস্ট সন্ধ্যা ৭.৪০ মিনিট পর্যন্ত।  

* শুভ মুহূর্ত - ২২ অগাস্ট সকাল ৫.৫০ থেকে ৬.০৩ মিনিট পর্যন্ত। 

 রাখির থালায় রাখবেন 

রাখি পড়ানোর সময় থালায় সুন্দর করে সাজিয়ে রাখবেন মন পসন্দ রাখি, মিষ্টি, প্রদীপ, সিঁদুর, লাল সুতো, ধান ও দূর্বা। 

রাখি পূর্ণিমায় অদ্ভুত যোগ (Rakhi Purnima Auspicious Yog)

রাধা- কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এই বছর ভাদ্র দশা থাকবে ধনিষ্ঠা নক্ষত্রের উপস্থিতিতে। তাই জ্যোতিষীদের মতে, ৪৭৪ বছর পর অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। তাঁরা মনে করছেন রাখি পূর্ণিমার দিন থাকবে রাজযোগ।

এবার রাখির উপর ভাদ্রের কোনও ছায়া থাকবে না, যার কারণে বোনেরা সারা দিন তাঁদের ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারবেন। এই সময়ে, বৃহস্পতির গতিবিধি কুম্ভ রাশিতে বিপরীতমুখি হবে এবং তার সঙ্গে চন্দ্রও সেখানে উপস্থিত থাকবে। বৃহস্পতি ও চন্দ্রের এই মিলনের ফলে, রাখি বন্ধনে গজকেশরী যোগ গঠিত হবে। যে কোনও ব্যক্তির উচ্চাকাঙ্ক্ষা গজকেশরী যোগ দ্বারা পূর্ণ হয়। অর্থ, সম্পত্তি, বাড়ি, যানবাহন ইত্যাদি প্রাপ্তি হয় এই সময়। সমাজে রাজকীয় সুখ এবং সম্মান বয়ে আনে এই গজকেশরী যোগ।

 

Read more!
Advertisement
Advertisement