Advertisement

Rakhi Purnima 2025 Time: রাখি পূর্ণিমায় ভাইকে রাখি পরাবেন কখন? জানুন শুভ সময়

চলতি বছর ৯ অগাস্ট সারা দেশে রাখি বন্ধন উৎসব পালিত হবে। এই দিন, বোনেরা তাদের ভাইদের হাতে রাখি পরিয়ে দেন। তাদের কাছ থেকে তাদের রক্ষার প্রতিশ্রুতি নেন। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, ৪ বছর প রাখিতে ভাদ্রের কোনও ছায়া থাকবে না। ৯ অগাস্ট সকালে রাখির শুভক্ষণ শুরু হওয়ার আগেই ভাদ্র কালের সমাপ্তি ঘটবে।

রাখিবন্ধন ২০২৫রাখিবন্ধন ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Aug 2025,
  • अपडेटेड 2:02 PM IST

চলতি বছর ৯ অগাস্ট সারা দেশে রাখি বন্ধন উৎসব পালিত হবে। এই দিন, বোনেরা তাদের ভাইদের হাতে রাখি পরিয়ে দেন। তাদের কাছ থেকে তাদের রক্ষার প্রতিশ্রুতি নেন। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, ৪ বছর প রাখিতে ভাদ্রের কোনও ছায়া থাকবে না। ৯ অগাস্ট সকালে রাখির শুভক্ষণ শুরু হওয়ার আগেই ভাদ্র কালের সমাপ্তি ঘটবে।

ভাদ্রকাল ৮ অগাস্ট দুপুর ২টো ১২ মিনিটে শুরু হবে। ৯ অগাস্ট দুপুর ১টা ৫২ মিনিটে শেষ হবে। 

রাখির শুভ সময় কতক্ষণ থাকবে?
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, রাখিবন্ধনে রাখি বাঁধার শুভ সময় হবে ভোর ৫টা ৪৭ থেকে দুপুর ১টা ২৪ পর্যন্ত। 

তিনটি শুভ যোগ
এর অর্থ হল বোনেরা রাখি বাঁধার জন্য পুরো ৭ ঘণ্টা ৩৭ মিনিট সময় পাবেন। এই দিনে সৌভাগ্য যোগ, শোভন যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগের মতো তিনটি শুভ যোগও থাকবে।

শুভ সময়ে রাহু কাল
এবার রাখিবন্ধনে ভাদ্র কাল নেই, তবে রাখির শুভ মুহূর্তে রাহু কাল হবে, যে সময়ে রাখি বাঁধা নিষিদ্ধ বলে মনে করা হয়। 

রাহুকাল রাখি বন্ধনের দিন সকাল ৯টা ০৭ মিনিট থেকে ১০টা ৪৭ মিনিট পর্যন্ত থাকবে।

শাস্ত্র অনুসারে, রাহু কালের সময় করা কাজ সফল হয় না এবং ফলাফল আশানুরূপ হয় না। তাই, এই অশুভ সময়ে রাখি বাঁধা এড়ানো উচিত।
 

Read more!
Advertisement
Advertisement