Advertisement

Raksha Bandhan 2025: ভাইকে রাখি পরানোর জন্য মিলবে ৭ ঘণ্টা, শুভ মুহূর্ত কখন?

রাখিবন্ধন উৎসবে এবছর প্রায় ৭ ঘণ্টা সময় পাওয়া যাবে ভাইয়ের হাতে রাখি পরানোর জন্য। তবে শুভ এবং অভিজিৎ মুহুর্তটি কখন?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Aug 2025,
  • अपडेटेड 9:36 AM IST
  • ৭ ঘণ্টা ধরে রাখি পরাতে পারবেন বোনেরা
  • কখন ভাইয়ের হাতে রাখি পরাবেন?
  • আজ শুভ এবং অভিজিৎ মুহূর্ত কখন?

দেশজুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বোনেরা হাতে রাখি পরিয়ে দেন আজকের দিনে। বদলে ভাই বোনেদের সুরক্ষার দায়িত্ব নেয়। এবারের রাখিপূর্ণিমায় ভদ্রকালের কোনও প্রভাব থাকবে না। গোটা দিনই রাখি বাঁধা শুভ হিসেবে ধরা হবে। সকাল থেকেই ভাইকে রাখি পরাতে পারবেন বোনেরা। এবারের রাখিবন্ধন উৎসব কোন কোন শুভ সংযোগ তৈরি হতে চলেছে? ভাইয়ের হাতে রাখি পরানোর সবচেয়ে শুভ মুহূর্তটিই বা কখন? 

রাখিবন্ধন তিথি
প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখিবন্ধন উৎসব পালিত হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এবছরে পূর্ণিমা তিথি শুরু হয়েছে ৮ অগাস্ট দুপুর ২টো ১২ মিনিট থেকে। চলবে ৯ অগাস্ট, শনিবার দুপুর ১টা ২৪ মিনিট পর্যন্ত। উদিয় তিথি হওয়ার কারণে রাখিবন্ধন উৎসব পালিত হচ্ছে শনিবারই। 

ভদ্র কাল
শাস্ত্র মতে ভদ্র কাল একটি অশুভ সময়। যেখানে শুভ বা মাঙ্গলিক কার্য করা সম্ভব হয় না। বিশেষত, রাখিবন্ধনের মতো শুভ অনুষ্ঠান এই ভদ্র কালে পালন করা উচিত নয়। কারণ, এই সময়ে বচসা-বিবাদ, অশান্তি এবং শুভ কাজে বাধার সম্ভাবনা তৈরি হয়। তবে এবার রাখিবন্ধনে ভদ্র কালের কোনও ছায়া থাকছে না। শ্রাবণ পূর্ণিমায় ভদ্র ৮ অগাস্ট দুপুর ২টো ১২ মিনিট থেকে মধ্যরাত ১টা ৫২ মিনিট পর্যন্ত ছিল। ফলে রাখিবন্ধন শুরু হওয়ার আগেই ভদ্র কাল সমাপ্ত হয়ে গিয়েছে। 

রাখিবন্ধনের শুভ মুহূর্ত ও শুভ যোগ
এবছর রাখিতে সৌভাগ্য লাভ হবে। এদিন ভাইয়ের হাতে রাখি পরানোর শুভ মুহূর্ত সকাল ৫টা ৪৭ মিনিট থেকে শুরু হয়েছে। চলবে দুপুর ১টা ২৪ মিনিট পর্যন্ত। ভাইয়ের হাতে রাখি পরানোর জন্য বোনেরা প্রায় ৭ ঘণ্টা সময় পাবেন। 

শুভকাল কখন?
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ৯ অগাস্ট রাখির দিন রাহু কাল সকাল ৯টা ৭ মিনিট থেকে ১০টা ৪৭ মিনিট পর্যন্ত থাকবে। অর্থাৎ রাহু কালের অশুভ ছায়া প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট পর্যন্ত পড়বে। জ্যোতিষবিদদের পরামর্শ, রাখিতে রাহু কাল পড়ার আগে কিংবা পরে ভাইয়ের হাতে রাখি পরানো উচিত। নয়তো, শুভ কাজ ফলপ্রসূ হবে না। 

Advertisement

সর্বার্থ সিদ্ধি যোগ
সকাল ৫টা ৪৭ মিনিট থেকে দুপুর ২টো ২৩ মিনিট পর্যন্ত। এই যোগ সকল কাজে সিদ্ধিলাভের জন্য শ্রেষ্ঠ মনে করা হচ্ছে। এর মধ্যে রাখি পরালে ভাই-বোনের সম্পর্ক আরও অটুট হবে। 

সৌভাগ্য যোগ
৯ অগাস্টের সকাল থেকে শুরু করে ১০ অগাস্ট দুপুর ২টো ১৫ মিনিট পর্যন্ত এই সৌভাগ্য যোগ থাকবে। এই যোগ জীবনে সৌভাগ্য,সমৃদ্ধি এবং শুভকামনা নিয়ে আসবে। রাখি পরানোর মতো মাঙ্গলিক কাজের জন্য এই সময় অত্যন্ত অনুকূল। 

অভিজিৎ মুহূর্ত
দুপুর ১২টা ১৭ থেকে ১২টা ৫৩ মিনিট পর্যন্ত। এই মুহুর্ত বিশেষ এবং শ্রেষ্ঠ মনে করা হচ্ছে। এই সময়ে রাখি পরালে শুভ সময় বজায় থাকবে। 

পালনের রীতি
সকালে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে ইষ্টদেবতার ধ্যান করে নিন। এরপর থালা সাজিয়ে ফেলুন। তাতে রাখুন রাখি, চন্দন, অক্ষয় চাল, দই, মিষ্টি, ঘি এবং প্রদীপ। এই থালা নিয়ে ঈশ্বরের পুজো করুন। এরপর ভাইকে পূর্ব কিংবা উত্তর অভিমুখে বসতে বলুন। মাথায় চন্দন টিপ পরিয়ে দীর্ঘায়ু কামনা করুন। রাখি পরিয়ে আরতি করুন। মিষ্টি খাইয়ে আশীর্বাদ করুন অথবা নিন। 

রাখি পরানোর নিয়ম
ভাইয়ের হাতে রাখি পরানোর সময়ে তিনটি গিঁট দিন। প্রথমটি ভাইয়ের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে। দ্বিতীয়টি ভাইয়ের মাধ্যমে আজীবনা সুরক্ষা পাওয়ার প্রার্থনায় এবং তৃতীয়, ভাই-বোনের সম্পর্ক সর্বদা অটুট রাখার প্রার্থনায়। 

 

Read more!
Advertisement
Advertisement