আজ ১৬ অগাস্ট। ১৮৮৬ সালের আজকের দিনেই পরপারে পাড়ি দিয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব (Sri Sri Ramakrishna Paramhansa)। তবে পৃথিবীর বুকে রেখে গিয়েছিলেন তাঁর আদর্শ। দিয়ে গিয়েছিলেন সংসারে থেকেও ঈশ্বর সাধনার শিক্ষা। শিখিয়েছিলেন মানুষকে ভালবেসে কীভাবে ভগবানকে পাওয়া যায়। তাঁর আদর্শকে সামনে রেখে আজও সেই কাজই করে চলেছে রামকৃষ্ণ মঠ ও মিশন। চলুন আরও একবার স্মরণ করে নেওয়া যাক ঠাকুরের কিছু মহান বাণী (Sri Sri Ramakrishna Paramhansa Dev Bani), যা মেনে চললে জীবনে আসে শান্তি, নিজেকে নিবেদন করা যায় ঈশ্বরের পায়ে।
১. "তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে।"
২. "তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ? যখন তোমার আমার সবার গন্তব্য সেই এক জনেরই কাছে?"
৩. "অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক, সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয়।"
৪. "লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মত, তাকে যতই ভাল যায়গায় রাখো না কেন, সে তো ফিরে নর্দমাতে যাবেই।"
৫. "যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না।"
৬. "যতক্ষন তোমার সঙ্গে বাসনা, ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ।"
৭. "তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ।"
৮. "জীবনে শান্তি পেতে মনের ময়লা গুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা, মনে যতক্ষণ কাম, ক্রোধ, লোভের বাস সেখানেই সর্বনাশ।"
৯. "মন কে শান্ত করতে হলে, তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বর কে মন থেকে ধন্যবাদ জানাও, তাঁর সাথে প্রেমের বন্ধন তৈরি করো, দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে।"
১০. "যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখ, তবেই তাঁকে পাবে।"
১১. "একমাত্র জ্ঞান, দয়া, প্রেম ও ভক্তি মানুষের চৈতণ্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম।"
১২. "যে ব্যক্তি কোন স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তাঁর সর্বদাই মঙ্গল করে থাকেন।"
আরও পড়ুন - এবার থেকে সেলফি তুলতে ১৪ হাজার টাকা নেবেন এই অভিনেত্রী, তাজ্জব ফ্যানরা