Advertisement

Ratanti Kali Puja 2023: সামনেই রটন্তী কালী পুজো, বিশেষ তিথিতে মায়ের আরাধনায় মনোবাঞ্ছা পূর্ণ ও দাম্পত্য কলহ দূর হয়

Ratanti Kali Puja 2023: এই তিথি থাকাকালীন নিষ্টা করে কালী মায়ের আরাধনা করলে, মা ভক্তের ডাকে সাড়া দেন। সমস্ত মন্দির ও অনেক বাড়িতেও তাই এদিন আয়োজন করা হয় বিশেষ পুজোর।

রটন্তী কালী পুজোর অনেক গুরুত্ব রয়েছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jan 2023,
  • अपडेटेड 7:53 PM IST

হিন্দু ধর্মে মা কালীর  (Goddess Kali) আরাধনা সর্বজনবিদিত। বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপে পুজিত হোন মা। মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় হয় রটন্তী কালী পুজো (Ratanti Kali Puja)। ইতিমধ্যে বিভিন্ন মন্দির ও পীঠে শুরু হয়ে গিয়েছে এবছরের রটন্তী কালী পুজোর প্রস্তুতি। এই তিথি থাকাকালীন নিষ্টা করে কালী মায়ের আরাধনা করলে, মা ভক্তের ডাকে সাড়া দেন। সমস্ত মন্দির ও অনেক বাড়িতেও তাই এদিন আয়োজন করা হয় বিশেষ পুজোর। জানুন দিনক্ষণ ও মা কালীর এই পুজোর মাহাত্ম্য। 

রটন্তী কালী পুজো ২০২৩ কবে? 

২১ জানুয়ারি, শনিবার পড়েছে এবছরের রটন্তী কালী পুজো। 

অমাবস্যা তিথি

২০ জানুয়ারি, শুক্রবার শেষ রাত ৫/২৬/৩৯ থেকে ২১ জানুয়ারি শনিবার রাত ৩/৭/৬ পর্যন্ত অবধি অমাবস্যা তিথি থাকবে।  

 

রটন্তী কালী পুজোর মাহাত্ম্য 

'রটন্তী' শব্দটি এসেছে 'রটনা' শব্দ থেকে। যার অর্থ প্রচার হওয়া। মনে করা হয়, এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে।
আবার লোক কথা অনুসারে শোনা যায়,এদিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তার সহচরীদের ক্ষিদে মেটানোর জন্যে নিজ মুণ্ডুচ্ছেদ করে ত্রিধারায় রক্তবারি প্রকট করেছিলেন। 

আরও পড়ুন: সামনেই সরস্বতী পুজো! জানুন দিনক্ষণ, পঞ্চমী তিথি ও বাগদেবীর মন্ত্র

শাস্ত্র মতে, যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় রাধা মত্ত ছিলেন, সেই সময়ে একদিন দুপুরে গোপীনিরা তার বাঁশির আওয়াজ শুনে চমকে উঠেছিলেন। গোপিনীরা বনের দিকে ছুটে গিয়ে দেখলেন সামনে ইষ্টমূর্তি। শ্রীরাধাই যে স্বয়ং আদ্যাশক্তি তা সেদিন বুঝতে পেরেছিলেন তারা। সেদিন স্মরণ করেই বিশেষ তিথিতে হয় রটন্তী কালী পুজো।

Advertisement

বিশ্বাস অনুযায়ী, যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে, কিংবা যারা কোনও অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি বা যাদের সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে, তারা এই সময় রটন্তী কালীর আরাধনার মাধ্যমে নিশ্চিত ভাবে সফলতা লাভ করতে পারেন।

 

আরও পড়ুন: এবছরই ৫ রাশির বিয়ের প্রবল সম্ভাবনা, পছন্দের মানুষকে প্রস্তাব দিতে পারেন

দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছরে তিনটে কালী পুজো খুব বড় করে পালন করা হয়।  যার মধ্যে একটি -মাঘ মাসে রটন্তী কালী পুজো। সারা বছরের প্রতিটি অমাবস্যায় বিভিন্ন কালীপুজো হলেও, একমাত্র এই রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে। দক্ষিণেশ্বর মন্দিরে রটন্তী কালী পুজো খুব ধুমধাম করে পালন করা হয়। মন্দিরে যেমন পুজো হয়, তেমনি দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থী এদিন স্নান করতে আসেন। 

আরও পড়ুন: ২০২৩ সালে ৩ বার গঠিত হবে মালব্য রাজযোগ, ফেব্রুয়ারিতে সর্বক্ষেত্রে সৌভাগ্য এই রাশির

কথিত আছে, শ্রীরামকৃষ্ণদেব একবার বলেছিলেন, "রটন্তী কালী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ দেবতারা নেমে এসেছেন স্নান করতে।" সেই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গার তীরে রটন্তীর ভোরে পুণ্যস্নান করতে আসেন। তবে শুধু  দক্ষিণেশ্বর নয়, কালীঘাট (Kalighat) সহ আরও বিভিন্ন মন্দিরের প্রতিমা এদিন সেজে ওঠেন বিশেষ সাজে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement