Rath Yatra 2025: আজ, ২৭ জুন শুক্রবার, রথযাত্রা। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে এই দিনটি ভক্তিভরে পালন করা হয়। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষই রথযাত্রায় অংশ নেন। শিশু-কিশোররাও নিজেদের বানানো বা কেনা ছোট রথ নিয়ে রাস্তায় বের হয়। আবার ইস্কন, হরিসভা কিংবা বিভিন্ন সংগঠনের উদ্যোগে জেলায় জেলায় বড় রথযাত্রাও আয়োজিত হয়। কিন্তু এই রথ সাজানোর নিয়ম, বিশেষ করে তিনতলা রথে দেবতাদের ঠিক কোথায় স্থাপন করতে হয়, তা অনেকেই জানেন না।
রথের তিনটি তলায়...
চিরাচরিত রীতিতে, রথের তিনটি তলা থাকে। আর সেই তিনতলার প্রতিটিতে আলাদা করে বসানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে।
সবচেয়ে উপরতলায় বসেন ভগবান জগন্নাথ। তাঁকে কেন্দ্র করেই রথযাত্রা পালিত হয়।
মাঝের তলায় বসানো হয় দেবী সুভদ্রাকে। তিনি জগন্নাথের বোন। রথের মাঝখানে তাঁর স্থান হওয়াই নিয়ম।
নিচের তলায় স্থাপন করা হয় বলরাম দেবকে।
দু'তলা রথের ক্ষেত্রে উপরের তলায় জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে একসঙ্গে স্থাপন করুন।
রথ সাজানো ও প্রসাদের নিয়ম
রথ সাজানোও কিন্তু বেশ মজার একটা ব্যাপার। কীভাবে সাজাতে হয়?
ফুল ব্যবহার করুন: লক্ষ্য করবেন রথ সাজানোর সময় লাল, হলুদ ও সাদা রঙের ফুল বেশি ব্যবহার করা হয়। গেরুয়া ও হলুদ গাঁদার মালা দিয়ে সাজানো হয়। সেই সঙ্গে অপরাজিতা ফুলের মালা দিলেও সুন্দর লাগে। ছোট রথে অনেকেই বাগানের রঙ্গন ফুল, পাতাবাহারি গাছের ডাল দিয়ে সাজান। সেটিও দেখতে সুন্দর লাগে। খালি মনে রাখবেন, সেই ফুল যেন সুদ্ধ বসনে, খালি পায়ে তোলা হয়।
প্রসাদ: রথযাত্রায় আপনার সাধ্য মতো প্রসাদই রাখতে পারেন— খিচুড়ি, পায়েস, খেজুর-নারকেলের মোদক, দই এবং ফল (বিশেষ করে কলা ও আপেল)। অনেকে সাত পদও দেন।
তুলসী পাতা: প্রসাদে তুলসী পাতা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পাত্রের উপরে তুলসী পাতা অবশ্যই নিবেদন করুন।
রথযাত্রায় রশি ছোঁয়ারও কিন্তু বড় তাৎপর্য আছে। সেই বিষয়ে জানতে আমাদের এই প্রতিবেদনটি পড়ুন:
রথযাত্রা বাংলা তথা দেশের আবেগ, সংস্কৃতি ও বিশ্বাসের প্রতীক। তাই রথ সাজানোর সঠিক রীতি অবশ্যই জানা উচিত। রথ সাজানোর আগে বা ইস্কনের রথ দেখতে যাওয়ার আগে জেনে রাখুন— কী প্রসাদ দেওয়া উচিত, রথের রশি ছুঁলে কী হয় এবং কোন ফুলে সাজালে ভগবান খুশি হন।