Advertisement

Milk Trick Sun Blessing: দুধ দিয়ে করুন এই কাজ, সূর্যের আশীর্বাদে কোনও অভাব থাকবে না

Milk Trick Sun Blessing: যদি কারও রাশিচক্রে সূর্য দুর্বল হয়, তবে জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে আর্থিক ক্ষতি, কর্মজীবনে প্রতিবন্ধকতা এবং স্বাস্থ্য সমস্যা। এমন ক্ষেত্রে রবিবার সূর্য দেবকে খুশি করতে কিছু বিশেষ প্রতিকার করলে ফল মেলে হাতে নাতে। তার মধ্যে অন্যতম হল দুধ সংক্রান্ত কিছু উপায়।

দুধ দিয়ে করুন এই কাজ, সূর্যের আশীর্বাদে কোনও অভাব থাকবে নাদুধ দিয়ে করুন এই কাজ, সূর্যের আশীর্বাদে কোনও অভাব থাকবে না
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2025,
  • अपडेटेड 1:02 AM IST

Milk Trick Sun Blessing: হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনও না কোনও দেবতা বা গ্রহের সঙ্গে জুড়ে রয়েছে। রবিবারটি সূর্য দেবের জন্য উৎসর্গীকৃত। জ্যোতিষ মতে, সূর্য হল আত্মবিশ্বাস, সুনাম, সম্মান ও রাজসম্মানের প্রতীক। যদি কারও রাশিচক্রে সূর্য দুর্বল হয়, তবে জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

বিশেষ করে আর্থিক ক্ষতি, কর্মজীবনে প্রতিবন্ধকতা এবং স্বাস্থ্য সমস্যা। এমন ক্ষেত্রে রবিবার সূর্য দেবকে খুশি করতে কিছু বিশেষ প্রতিকার করলে ফল মেলে হাতে নাতে। তার মধ্যে অন্যতম হল দুধ সংক্রান্ত কিছু উপায়। জেনে নিন সেই সহজ অথচ কার্যকরী উপায়গুলি।

ব্যবসা বা চাকরির সমস্যায় পড়েছেন?
রবিবার সন্ধ্যায় একটি অশ্বত্থ গাছের নিচে গিয়ে সরিষার তেলে চারমুখো প্রদীপ জ্বালান। নিয়ম করে প্রতি রবিবার এই কাজ করলে কর্মক্ষেত্রে উন্নতি হয়। চাকরি স্থায়ী হয়, ব্যবসাতেও লাভের সম্ভাবনা বাড়ে।

অর্থাভাব থেকে মুক্তির উপায়
জ্যোতিষ মতে, আর্থিক সমস্যা কাটাতে রবিবার রুপোর গ্লাসে জল পান করা শুভ। রুপোর গ্লাস না থাকলে, ধাতব গ্লাসে একটি রুপার আংটি রেখে সেই জল পান করতে পারেন। এতে আর্থিক বাধা কাটে এবং সংসারে স্থিতিশীলতা আসে।

রাশিতে সূর্যের শক্তি বাড়াতে
রবিবার রাতে ঘুমানোর আগে মাথার পাশে একটি গ্লাস দুধ রেখে দিন। পরদিন সকালে স্নান সেরে, পরিষ্কার পোশাক পরে, সেই দুধ বাবলা গাছের গোড়ায় অর্পণ করুন। এই নিয়ম সূর্যকে প্রসন্ন করে এবং রাশিচক্রে তাঁর অবস্থান মজবুত হয় বলে বিশ্বাস।

ধনদেবী লক্ষ্মীর কৃপা পেতে
ধন ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে, রবিবার সকালে স্নানের পর কপালে চন্দনের তিলক দিন। এটি সূর্য দেবেরও প্রিয়। এই অভ্যাস জীবনে শুভ শক্তির প্রবাহ বাড়ায় এবং অর্থনৈতিক স্থিতি এনে দেয়।

শেষ কথা
যাঁদের জন্মছক অনুযায়ী সূর্য দুর্বল, তাঁদের জন্য এই প্রতিকারগুলি আশীর্বাদ স্বরূপ হতে পারে। প্রতিটি কাজ যেন হয় নিষ্ঠা ও আস্থার সঙ্গে। তাহলেই মিলবে কর্মফল।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement