Advertisement

Shani Chalisa: বড়ঠাকুরকে তুষ্ট করতে পড়ুন শনি চালিসা, জানুন সঠিক নিয়ম

Shani Chalisa: ন্যায় ও কর্মফলদাতা হিসাবে মনে করা হয় শনিদেবকে। কলিযুগে শনিকেই কার্যকরী গ্রহ বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, নবগ্রহের মধ্যে শনির স্থান অত্যন্ত উল্লেখযোগ্য। মহাদেবের কৃপায় শিবভক্ত শনি কর্মফলদাতার আসন লাভ করেছেন।

কখন পাঠ করতে হয় শনি চালিসা?কখন পাঠ করতে হয় শনি চালিসা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2025,
  • अपडेटेड 3:13 PM IST
  • ন্যায় ও কর্মফলদাতা হিসাবে মনে করা হয় শনিদেবকে।

ন্যায় ও কর্মফলদাতা হিসাবে মনে করা হয় শনিদেবকে। কলিযুগে শনিকেই কার্যকরী গ্রহ বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, নবগ্রহের মধ্যে শনির স্থান অত্যন্ত উল্লেখযোগ্য। মহাদেবের কৃপায় শিবভক্ত শনি কর্মফলদাতার আসন লাভ করেছেন। সেই কারণে শনির দৃষ্টি অত্যন্ত প্রখর। সেই দৃষ্টি যার উপর পড়ে, সেই জাতক কোনও খারাপ কাজ করলে শনির প্রভাব নির্মম হয়ে নেমে আসে তাঁর উপর।

শনির দশা
শনির দশা একবার শুরু হলে তা সাড়ে সাত বছর ধরে চলে। শনির দশা সাড়ে সাতি ও ঢাইয়া নামে পরিচিত। যখন যে রাশিতে শনির সাড়ে সাতি ও ঢাইয়া চলে, সেই রাশিতে শনির তীর্যক দৃষ্টির প্রভাব বেশি কষ্টকর হয়ে ওঠে। এই পরিস্থিতিতে প্রতি শনিবার শনি চালিসা পাঠ করা অত্যন্ত শুভ। প্রতি শনিবার শনি চালিসা পাঠ করলে শনিদেবকে তুষ্ট করা যায়। সাড়ে সাতি ও ঢাইয়ার মধ্যে শনির বক্র দৃষ্টি থেকে কিছুটা রেহাই পান জাতক।

জন্মছকে শনি দুর্বল
কারোর জন্মছকে শনি দুর্বল অবস্থানে থাকলে তার জীবনে নানা সংকট একের পর এক আসতেই থাকে। যে কাজই করবে, তাতেই বাধার মুখে পডবে জাতক। সেই কারণে শনি জন্মছকে নীচস্থ হলে বড়ঠাকুরকে শান্ত রাখা জরুরি। সেই কারণে প্রতি শনিবার শনি চালিসা পাঠ করার পরামর্শ দেওয়া হয়। বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছে।

শনি চালিসা পাঠের নিয়ম
শনিবার সকালে ঘুম থেকে উঠে প্রাত্যহিক কর্ম সেরে স্নান করে নিন। তারপর একটি কাঠের আসনের উপর পরিষ্কার কালো রঙের কাপড় বিছিয়ে দিন। তার উপরে শনির চিত্র স্থাপন করুন। যদি শনির কোনও মূর্তি বা চিত্র না থাকে, তাহলে একটি সুপুরির দুই পিঠে শুদ্ধ ঘি ও তেলের প্রদীপ জ্বালান। এরপর মনে সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে শনি চালিসা পাঠ করুন। তার সঙ্গে শনিকে তু্ষ্ট করতে খারাপ কাজ করা এবং খারাপ কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন। শনির সঙ্গে সম্পর্কিত সামগ্রী যেমন -কালো কম্বল, কালো জুতো, কালো ছাতা, সর্ষের তেল, কালো তিল শনিবারে পাঠ করুন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement