Advertisement

Ram Mantra in Bengali: রাতে দুঃস্বপ্ন-সদা অজানা ভয়-সব কাজে ব্যর্থ? বাংলায় এই রাম মন্ত্রে আশ্চর্য ফল, রইল

জ্যোতিষ অনুযায়ী প্রতিদিন রামের মন্ত্র জপ করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফেরে। এর পাশাপাশি রামের কৃপায় ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন রামের কোন মন্ত্র জপ করবেন জেনে নিন।

বাংলায় রাম মন্ত্রের অসীম শক্তি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jan 2024,
  • अपडेटेड 10:24 AM IST


ছোটবেলা থেকেই আমরা সাধারনতঃ ভুত-প্রেত, ডাইনি, রাক্ষস-ক্ষোক্কস এর গল্প শুনে বড় হই। বড় হতে হতে কেউ কেউ এইসব ভুত-প্রেত এর অস্তিত্বই আর স্বীকার করেনা, আবার কেউ কেউ মৃত্যুর আগে পর্যন্তও মন থেকে এদের অস্তিত্ব ঝেড়ে ফেলতে পারেনা। তবে বাংলাতে ভুত তাড়ানোর মন্ত্রও রয়েছে, আর তারসঙ্গে জড়িয়ে আছেন ভগবান রামও। ছোট বেলায় “ভুত আমার পুত, পেত্নী আমার ঝি, রাম-লক্ষ্মন বুকে আছে, ভয়টা আমার কি” এই মন্ত্র বলেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুস্কিল। তবে জ্যোতিষ অনুযায়ী প্রতিদিন রামের মন্ত্র জপ করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফেরে। এর পাশাপাশি রামের কৃপায় ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন রামের কোন মন্ত্র জপ করবেন জেনে নিন।

রামচন্দ্রকে বিষ্ণুর অবতার মনে করা হয়। তাঁর উত্তম চরিত্রের জন্য রামায়ণ ও রামচরিতমানসে তাঁরে মর্যাদাপুরুষোত্তম আখ্যা দেওয়া হয়েছে। প্রচলিত আছে যে 'রামের চেয়ে বড় রাম নাম'। শাস্ত্র মতে যে ব্যক্তি প্রতিদিন রাম নাম জপ করেন, তাঁদের জীবন থেকে সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়। যে পরিবারে প্রতিদিন রাম দরবারের পুজোর সময়ে নির্দিষ্ঠ কিছু মন্ত্র জপ করা হয় সেই পরিবারে সবসময় রামের আশীর্বাদ বজায় থাকে। রামের আশীর্বাদ লাভের জন্য কোন কোন মন্ত্র জপ করবেন জেনে নিন।

সর্বার্থসিদ্ধি রাম ধ্যান মন্ত্র 
শাস্ত্র মতে যে ব্যক্তি প্রতিদিন এই মন্ত্র জপ করে, তাঁদের সমস্ত মনস্কামনা পূরণ হয়।
ওম আপদামপ হর্তারম দাতারং সর্ব সম্পদাম, 
লোকাভিরামং শ্রী রামং ভূয়ো ভূয়ো নামাম্যহম! 
শ্রী রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ!

সুখ ও শান্তির মন্ত্র
বিশ্বাস অনুসারে, প্রতিদিন এই মন্ত্রটি জপ করলে সাধক ঘরোয়া ঝামেলা থেকে মুক্তি পায় এবং পরিবারে সুখ ও শান্তি বজায় থাকে।
হে রাম পুরুষোত্তমা নরহরে নারায়ণ কেশব।
গোবিন্দ গরুধ্বজ গুণনিধে দামোদর মাধবা।
হে কৃষ্ণ, কমলাপতি, যদুপতে, সীতাপতি, শ্রীপতে।
বৈকুণ্ঠধিপতে চরাচরপতে লক্ষ্মীপতে পহিম ॥

Advertisement

রামের এই সরল মন্ত্র প্রতিদিন জপ করলে রামচন্দ্রের আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্র মতে শুধু রাম নাম জপ করলেই জীবনে ইতিবাচক শক্তির আগমন ঘটে।
রামের সরল মন্ত্র
।। শ্রী রাম জয় রাম জয় জয় রাম।।
।। শ্রী রামচন্দ্রায় নমঃ ।।

সাফল্য লাভের মন্ত্র
ওম রাম ওম রাম ওম রাম হীং রাম হীং রাম শ্রীং রাম শ্রীং রাম - ক্লীং রাম ক্লীং রাম। ফট্ রাম ফট্ রামায় নমঃ।

মনস্কামনা পূরণের মন্ত্র
।। শ্রী রামচন্দ্রায় নমঃ ।।

সর্বার্থসিদ্ধি শ্রী রাম ধ্যান মন্ত্র –
ওম আপদমপ হরতারাম দাতারম সর্বসম্পদম, লোকাভিরাম শ্রী রাম ভূয়ো ভূয়ো নমাম্যহম!
শ্রী রামায় রামভদ্রায় রামচন্দ্রায় ভেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতায় নমঃ!
প্রতিদিন এই মন্ত্রটি জপ করলে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement