Advertisement

Vastu Tips For Rose Plant:বাড়িতে গোলাপ গাছ রাখার সঠিক দিক কোনটি? ফেং শুই ও বাস্তুর মিল-অমিল জানুন

Vastu Tips For Placing Rose Plant: না জেনে বাড়ির যেখানে সেখানে যে কোনও গাছ লাগিয়ে দিলে বিগড়ে যেতে পারে বাড়ির বাস্তু, বাড়তে পারে নানা বাস্তু সমস্যা। ফুলের গাছ বা বাগান করার শখ থাকলে তার আগে জেনে নিতে হবে বাস্তু মতে বাড়ির কোন দিকে গোলাপ গাছ লাগানো শুভ আর কোন দিকে গাছ লাগানো বিপজ্জনক...

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 28 Nov 2025,
  • अपडेटेड 3:37 AM IST

Vastu Tips For Rose Plant: ফেং শুই মতে, বাড়িতে একটি গোলাপ গাছ থাকলে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। ঘর হয়ে ওঠে উজ্জ্বল, প্রাণবন্ত ও উষ্ণ। বিশেষ করে লাল গোলাপ শক্তির প্রতীক এবং সাদা গোলাপ শান্তির ইঙ্গিত দেয়। তাই বাড়িতে গোলাপ রাখলে পরিবেশ আনন্দময় ও সমন্বিত হয়, এমনটাই মত বিশেষজ্ঞদের।

অন্যদিকে, বাস্তু আবার কিছু সতর্কতা দেয়। বাস্তু মতে, বাড়ির সামনে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। এতে বাড়িতে বিবাদ-বিসম্বাদ বাড়তে পারে, মতের অমিল দেখা দিতে পারে এবং অযথা বিভ্রান্তিও সৃষ্টি হয় বলে বিশ্বাস করা হয়। সেই কারণে বাড়ির একেবারে প্রবেশদ্বারের সামনে গোলাপ গাছ লাগানো নিষেধ।

তবে সবটাই নির্ভর করে কোথায় গাছটি রাখা হচ্ছে। বাড়ির যে কোনও জায়গায় গাছ লাগালেই শুভ হবে।এ ধারণা ভুল। ভুল দিক বেছে নিলে বাড়িতে বাস্তুদোষ দেখা দিতে পারে, যা নানা ঝামেলা ডেকে আনে।

আরও পড়ুন

গোলাপ গাছ লাগানোর শুভ দিক
বাস্তু ও ফেং শুই—দুই মতেই গোলাপ গাছ লাগানোর সেরা দিক হলো দক্ষিণ-পশ্চিম। এই দিকে গোলাপ গাছ রাখলে বাড়ির শান্তি বজায় থাকে এবং পারিবারিক সম্পর্কও মজবুত হয়। দক্ষিণ দিকও লাল ফুলের জন্য অনুকূল বলে ধরা হয়। এতে বাড়ির মালিকের সামাজিক সম্মান বৃদ্ধি পায়।

বাড়ির কোথায় গোলাপ গাছ এড়ানো উচিত?

বাড়ির মুখে বা সামনে গোলাপ গাছ নয়
এতে নেতিবাচক শক্তির সম্ভাবনা বাড়ে এবং অশান্তি তৈরি হতে পারে। প্রবেশদ্বারের কাছে কাঁটাযুক্ত গাছ রাখা নিষেধ,  এটাই বাস্তু মতে প্রধান নিয়ম। যদি বাড়িতে গোলাপ গাছ রাখেন বা রাখার পরিকল্পনা করেন, তাহলে দিকটি ঠিক করে নিন। সঠিক স্থানে গাছ রাখলে বাড়ির পরিবেশ শুভ ও সুরক্ষিত থাকে।

 

Read more!
Advertisement
Advertisement