Advertisement

Samudra Shastra: প্রেম-টাকা-চাকরিতে সাফল্য মিলবে? আপনার হাতের আঙুলেই লুকিয়ে উত্তর

Samudra Shastra: সমুদ্রবিজ্ঞান অনুসারে হাতের আঙুলের গঠনও আপনার চরিত্র সম্পর্কে সঠিক তথ্য বলে দেয়। আপনার ব্যক্তিত্ব কেমন সেটিও জানিয়ে দেয় হাতের আঙুলের গঠন। প্রত্যেকের হাতের আঙুলের গঠন ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। জেনে নিন সমুদ্র বিজ্ঞান অনুসারে হাতের আঙুল অনুসারে কীভাবে ব্যক্তিত্ব চেনা যায়।

হাতের আঙুল। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 13 Aug 2022,
  • अपडेटेड 11:50 AM IST
  • প্রেম-টাকা-চাকরিতে সাফল্য মিলবে?
  • আপনার হাতের আঙুলেই লুকিয়ে উত্তর
  • জানুন বিস্তারিত তথ্য

Samudra Shastra: সমুদ্র শাস্ত্রে আমরা শরীরের বিভিন্ন অংশের গঠন অনুসারে ভবিষ্যত সম্পর্কে জানতে পারি। সমুদ্রবিজ্ঞান অনুসারে হাতের আঙুলের গঠনও আপনার চরিত্র সম্পর্কে সঠিক তথ্য বলে দেয়। আপনার ব্যক্তিত্ব কেমন সেটিও জানিয়ে দেয় হাতের আঙুলের গঠন। প্রত্যেকের হাতের আঙুলের গঠন ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। জেনে নিন সমুদ্র বিজ্ঞান অনুসারে হাতের আঙুল অনুসারে কীভাবে ব্যক্তিত্ব চেনা যায়।

  • যাঁদের আঙুলের মাঝে অনেক জায়গা থাকে, তাঁরা খুব শান্ত প্রকৃতির হয়। যে কোনো কাজে তাঁরা খুব সহজেই সফলতা পায়। তাঁদের দাম্পত্য জীবন খুবই সুখের।
  • প্রথম আঙুল অর্থাৎ তর্জনী এবং অনামিকা লম্বা এবং সোজা হলে তাঁরা বেশিরভাগই ব্যবসার সঙ্গে জড়িত থাকেন। এঁরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করেন।
  • ছোট আঙুল অর্থাৎ কনিষ্ঠা এবং অনামিকা সমান দৈর্ঘ্যের হলে এঁরা বেশিরভাগই সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। অনেক নাম কামান তাঁরা। কম পরিশ্রমে রাজনীতিবিদ হয়ে ওঠেন।
  • আঙুল নরম এবং সূক্ষ্ম এবং নমনীয় হলে তাঁরা খুব নরম প্রকৃতির হয়। এঁদের প্রায়ই ঠাণ্ডা-সর্দির সমস্যাতে ভুগতে হয়। 
  • যাঁদের হাতে লম্বা আঙুল থাকে, তাঁরা খুব শান্ত এবং ধূর্ত হয়। এই লোকেরা যতই সমস্যায় পড়ুক না কেন, তাঁরা নিজেরাই সমাধান খুঁজে নেয়। সবচেয়ে কঠিন কাজেও তাঁরা নিজেরাই সাফল্য পায়।
  • বুড়ো আঙুল পিছনের দিকে বাঁকানো থাকলে, তাঁরা খুব নরম প্রকৃতির হয়। সেই সঙ্গে আকর্ষণীয় হন। তাঁদের স্বভাব দিয়ে যে কাউকে মুগ্ধ করতে পারেন। প্রেম জীবন খুব শক্তিশালী হয় তাঁদের।
  • যাঁদের হাতের আঙুল পাতলা হয় তাঁদের স্মৃতিশক্তি খুব ভালো হয়। এঁরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করেন। সেই সঙ্গে সরকারি চাকরি পাওয়ারও যোগ থাকে। 

এই প্রতিবেদনে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজ তক বাংলা এটি নিশ্চিত করে না।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement