চোখের ভাষাও কথা বলে। চোখ দিয়েও আমরা নানা অনুভূতি প্রকাশ করতে পারি। চোখ কথা বলে। তাই চোখের অভিব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ। যে কারও চোখের অভিব্যক্তি দেখে সেই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কেও নানা কথা জানা যায়।
কোন মানুষ কেমন ধরনের, তাঁর স্বভাব-চরিত্র কেমন, তা চোখ দিয়েই বোঝা যেতে পারে। সমুদ্রশাস্ত্রে চোখের বিশেষ ভূমিকা রয়েছে। চোখের রং দেখেই বলে দেওয়া যাবে, মানুষটি কেমন। আবার, আমাদের ভাগ্যে কী রয়েছে, তা-ও চোখ দেখে জানা যেতে পারে। সকলের চোখ একরকম হয় না। প্রত্যেকের চোখের গঠন আলাদা হয়।
চোখ দেখে কী ভাবে বুঝবেন মানুষটি কেমন, জেনে নিন বিস্তারিত...
* যাঁদের টানা টানা বড় চোখ হয়, তাঁরা সবসময় আনন্দে থাকেন। তাঁদের বন্ধুযোগ ভাল হয়। সুখে-স্বাচ্ছন্দ্যে জীবন কাটে। মন থেকে দয়ালু হন এঁরা।
* অনেকের চোখের মণি বাদামি হয়। তাঁরা স্বভাবে চালাক হন। তবে এঁদের থেকে সাবধান। কথার খেলাপ করতে পারেন তাঁরা। মিথ্যা কথা বলেন। এমনকী, প্রতারণাও করতে পারেন।
* চোখ কালো এবং সুন্দর হলে সাফল্য আসে জীবনে। বিশেষত, কেরিয়ারে সফল হতে পারবেন। যাঁদের চোখ কালো হয়, তাঁরা সুখী হন। সারাজীবন সুখ-শান্তিতে কাটে।
* গোল গোল চোখ যাঁদের, তাঁরা নিজেদের স্বার্থের জন্য সব কিছু করতে পারেন। সফল হতে যা কিছু করতে পারেন। অন্যের ভাল-মন্দ দেখেন না।
* যাঁদের লালচে চোখ হয়, তাঁরা বদমেজাজি হন। অল্পেতে রেগে যান। তবে কোনও কাজে নেতৃত্ব দিতে পারেন ভাল। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁদের।
* অনেকের চোখ ছোট হয়। চোখ ছোট হলে সব কাজ সাফল্যের সঙ্গে করতে পারবেন। তাঁরা প্রতিভাবান হন। মন শক্ত করে নিজের লক্ষ্যপূরণ করতে পারেন।