Advertisement

Samudrik Shastra Mole: এখানে তিল থাকলে কোটিপতি হওয়া কেউ ঠেকাতে পারবে না

Samudrik Shastra Moles: প্রত্যেক মানুষের স্বভাব একে অপরের থেকে আলাদা। একই সঙ্গে সামুদ্রিক শাস্ত্রে কোনও ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে থাকা তিলের ভিত্তিতে তার ব্যক্তিত্ব ও জীবন সম্পর্কিত কিছু বিশেষ বিষয় জানা যায়। চলুন জেনে নেওয়া যাক চোখ এবং তার আশপাশে তিল থাকলে তা আপনার সম্পর্কে কী বলে।

এখানে তিল থাকলে কোটিপতি হওয়া কেউ ঠেকাতে পারবে নাএখানে তিল থাকলে কোটিপতি হওয়া কেউ ঠেকাতে পারবে না
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2023,
  • अपडेटेड 8:52 PM IST
  • শরীরে থাকা তিল বলে দিতে পারে ভাগ্য
  • আসুন জেনে নিই কোথায় তিল থাকলে কী হয়

Samudrik Shastra Moles: প্রত্যেক মানুষের স্বভাব একে অপরের থেকে আলাদা। একই সঙ্গে সামুদ্রিক শাস্ত্রে কোনও ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে থাকা তিলের ভিত্তিতে তার ব্যক্তিত্ব ও জীবন সম্পর্কিত কিছু বিশেষ বিষয় জানা যায়। চলুন জেনে নেওয়া যাক চোখ এবং তার আশপাশে তিল থাকলে তা আপনার সম্পর্কে কী বলে।

১. সামুদ্রিক শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির বাম চোখের পাতায় তিল থাকে তবে এই জাতীয় ব্যক্তি খুব তীক্ষ্ণ মস্তিষ্কের হন। এরা দারুণ পরিকল্পনা নিয়ে কাজ করেন। বেশিরভাগ ক্ষেত্রে এদের কাজে সফল হয়। শুধু ভালো রোজগারই নয়, কীভাবে সেখান থেকে ভালো ব্যাঙ্ক ব্যালান্স তৈরি করতে হয়, কীভাবে সম্পত্তি তৈরি করতে হয় সেটাও এদের কাছ থেকে শেখার বিষয় হতে পারে।

২. যাদের বাম চোখের নিচে এবং নাকের কাছে তিল থাকে, বলা হয়ে থাকে যে এই ব্যক্তিরা কেবল তাদের কাজ নিয়েই বেশি চিন্তা করেন। সেই সঙ্গে তাদের স্বভাবও একটু ঈর্ষাকাতর। অন্যের উন্নতি বা ভালো দেখতে এরা একটু অখুশিই হন। নিজের কাজ করার সঙ্গে সঙ্গে এরা অন্যের কাজ পণ্ড করারও চেষ্টা করেন।

৩. এ ছাড়া যাদের ডান চোখের পাতায় তিল থাকে, তারা বেশি বুদ্ধিমান বলে বিবেচিত হন। এই লোকেরা আবেগপ্রবণ হলেও বেশিরভাগ সিদ্ধান্তই ভালো করে ভেবেচিন্তেই নিয়ে থাকেন। এরা সাধারণত একটু দয়াশীল প্রকৃতির হন। ভাগ্যবল মাঝারি মানের থাকে। সে কারণেই একটু বেশি পরিশ্রম করার পরই এরা সাফল্য পান।

৪. সামুদ্রিক শাস্ত্র অনুসারে, যাদের বাম চোখের কোণে তিল থাকে, এই ধরনের ব্যক্তিরা তাদের জীবন সঙ্গীকে খুব ভালোবাসেন। যাকে এরা সত্যিই ভালোবাসেন, তাদের জন্য যে কোনও ধরনের লড়াই করতে দ্বিধা করেন না। এরা খুব ভালো প্রেমিক বা প্রেমিকা হিসাবে স্বীকৃত।

 

Read more!
Advertisement
Advertisement