৫ ফেব্রুয়ারি পড়েছে এই বছরের সরস্বতী পুজো (Saraswati Puja)। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী (Vasant Panchami) বা সরস্বতী পুজো হয়। শিক্ষার্থীদের জন্যে এই পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেন সকলে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের (Goddess Saraswati) কাছে। স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয়, শিক্ষাঙ্গনগুলিতেও আয়োজন হয় পুজোর।
জ্যোতিষাচার্যের মতে, ৫ ফেব্রুয়ারি শনিবার, ত্রিবেণী যোগে (Triveni Yoga) বসন্ত পঞ্চমী পালিত হবে। তৈরি হচ্ছে সিদ্ধ, সাধ্য এবং রবি যোগের সঙ্গম। যার কারণে, এই বসন্ত পঞ্চমীকে শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এবং শিক্ষা শুরু করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে।
সরস্বতী পুজোয় তিনটি শুভ যোগের মিলনে, বসন্ত ঋতুর সূচনা
পঞ্চমীর দিন সূর্যোদয় ও মধ্যাহ্নের মধ্যে সরস্বতী পুজো পালিত হয়। এদিন হলুদ রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। এবার বসন্ত পঞ্চমীতে ত্রিবেণী যোগ তৈরি হচ্ছে।
* ৪ ফেব্রুয়ারি সকাল ৭টা ১০ মিনিট থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত সিদ্ধ যোগ থাকবে।
* ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৪১ মিনিট থেকে পরের দিন ৬ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৫২ মিনিট পর্যন্ত একটি সাধিত যোগ হবে।
* রবি যোগের শুভ যোগের কারণে এদিনই ত্রিবেণী যোগ তৈরি হচ্ছে।
আরও পড়ুন: সরস্বতী পুজোর আগে কুল খেলে ঠাকুর পাপ দেন! এই লোকাচারের পিছনে আসল কারণ জানেন?
সরস্বতী পুজো ২০২২-এর পঞ্চমী তিথি
৫ ফেব্রুয়ারি রাত ৩:৪৭ মিনিট থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৩: ৪৬ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। পুজোর সবচেয়ে শুভ সময় সকাল ৭:০৭ মিনিট থেকে ১২:৩৫ মিনিট পর্যন্ত। অর্থাৎ ৫ ঘন্টা ২৮ মিনিট পর্যন্ত শুভ সময় থাকবে।
আরও পড়ুন: সরস্বতী পুজোর পরের দিন রীতি গোটা সেদ্ধ খাওয়া! জানুন এর গুরুত্ব ও রেসিপি
বসন্ত পঞ্চমীর তাৎপর্য
বসন্ত পঞ্চমীকে শ্রী পঞ্চমীও বলা হয়। এই দিনটি মা সরস্বতীর পুজোর দিন। এই বিশেষ দিনে শিক্ষা শুরু করা বা কোনও নতুন শিল্প শুরু করার জন্য শুভ বলে মনে করা হয়। অনেকে এদিন নতুন বাড়িতেও প্রবেশ করেন। কথিত আছে এদিন কামদেব তার স্ত্রী রতিকে নিয়ে পৃথিবীতে আসেন। তাই যে স্বামী-স্ত্রী এই দিনে ভগবান কামদেব ও দেবী রতির পুজো করেন, তাদের দাম্পত্য জীবনে কখনই কোনও সমস্যা হয় না।