Advertisement

Saraswati Puja 2023 : ২৫ না ২৬ তারিখ, সরস্বতী পুজো ঠিক কবে-শুভ সময় কখন? জানুন

দেবীর পুজোয় হলুদ, জাফরান, হলুদ বা সাদা রঙের ফুল এবং হলুদ মিষ্টি ইত্যাদি ব্যবহার করুন। এরপর মা সরস্বতীর পুজো করুন এবং দেবীর পাশে বাদ্যযন্ত্র ও বই রাখুন। শিশুদের পুজোর স্থানে বসান। যেহেতু এই দিন থেকে বসন্তের আগমন, তাই দেবীকে গোলাপ নিবেদন করা উচিত। 

দেবী সরস্বতীদেবী সরস্বতী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jan 2023,
  • अपडेटेड 1:57 PM IST
  • সামনেই দেবী সরস্বতীর পুজো
  • আরাধনা হবে বিদ্যাদেবীর
  • জেনে নিন কিছু বিষয়

বসন্ত পঞ্চমীর উপলক্ষে ধরাধামে অবতীর্ণ হন দেবী সরস্বতী। তাই এই দিনে মা সরস্বতীর পুজো (Saraswati Puja 2023) করা হয়। মা সরস্বতীর আরাধনা করলে জ্ঞান ও বিদ্যা লাভ হয়। এই দিনে মা সরস্বতীর পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। এ বছর আগামী ২৬ জানুয়ারি বসন্ত পঞ্চমীর উৎসব উদযাপিত হবে। বসন্ত পঞ্চমী অনেক জায়গায় শ্রী পঞ্চমী এবং অনেক জায়গায় সরস্বতী পঞ্চমী নামেও পরিচিত। এছাড়া অনেক জায়গায় ঋষি পঞ্চমী নামেও পরিচিত।

পুজোর সময়
মাঘ মাসের তিথি অর্থাৎ বসন্ত পঞ্চমীর (Basant Panchami 2023) তিথি শুরু হচ্ছ ২৫ জানুয়ারি সন্ধ্যে ৬টা ২০ মিনিট ১১ সেকেন্ডে এবং শেষ হবে ২৬ জানুয়ারি বিকেল ৪টে ৩৮ মিনিট ৫৩ সেকেন্ডে (Saraswati Puja 2023 Shubh Muhurat)। এটি সন্ত পঞ্চমী শ্রীপঞ্চমী, জ্ঞান পঞ্চমী এবং মধুমাস নামে পরিচিত। কথিত আছে, এই দিন থেকেই শীত শেষ হয়ে বসন্ত ঋতু শুরু হয়। এই দিনে সঙ্গীত ও জ্ঞানের দেবীর আরাধনা করলে মানুষের বুদ্ধি প্রখর হয়। এই দিনে কোনও ভাল কাজ শুরু করাও খুব শুভ বলে মনে করা হয়। বসন্ত পঞ্চমী থেকে শিশুর শিক্ষাও শুরু হয়।

কামদেব ও রতির পুজো
এছাড়া বসন্ত পঞ্চমীর দিন ভগবান কামদেব ও মাতা রতির পুজো করা হয়। কথিত আছে কামদেব ও মাতা রতির পুজো করলে দাম্পত্য জীবনের সমস্যা দূর হয়। বসন্ত পঞ্চমীতে সকাল সকাল স্নান সেরে এবং হলুদ কাপড় পরার নিয়ম রয়েছে। এই দিনে সম্পূর্ণ আচারবিচার মেনে মা সরস্বতীর পুজো করুন। একটি হলুদ রঙের কাপড়ে মা সরস্বতীর মূর্তি স্থাপন করুন।

আরও পড়ুন

দেবীর পুজোয় হলুদ, জাফরান, হলুদ বা সাদা রঙের ফুল এবং হলুদ মিষ্টি ইত্যাদি ব্যবহার করুন। এরপর মা সরস্বতীর পুজো করুন এবং দেবীর পাশে বাদ্যযন্ত্র ও বই রাখুন। শিশুদের পুজোর স্থানে বসান। যেহেতু এই দিন থেকে বসন্তের আগমন, তাই দেবীকে গোলাপ নিবেদন করা উচিত। 

Advertisement

হলুদ রঙকে সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। কথিত আছে, বসন্ত পঞ্চমীর উৎসব শুরু হলে মাঠে ফুল ফোটে, সরিষা ও গমের ফসল ফোটে। এছাড়া মাঠে রঙিন প্রজাপতিও দেখা যায়। তাই এই দিনে হলুদ রঙকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 

Read more!
Advertisement
Advertisement