Advertisement

Shani Kripa Lifetime: সারাজীবন থাকবে শনির কৃপা, রোজ এই কাজ করলে ভাগ্য ঘুরে যাবে

Shani Kripa Lifetime: শনি গ্রহের কৃপা থাকলে জীবনে স্থিতি, সাফল্য ও ধনপ্রাপ্তি নিশ্চিত। কিন্তু অনেকেই ভুল পথে চলায় শনির রোষে পড়ে যান এবং দুর্ভাগ্য বাড়ে। জেনে নিন, শনিদেবের আশীর্বাদ সারাজীবন ধরে রাখতে কী ৫টি জিনিস করা জরুরি।

সারাজীবন থাকবে শনির কৃপা, রোজ এই কাজ করলে ভাগ্য ঘুরে যাবেসারাজীবন থাকবে শনির কৃপা, রোজ এই কাজ করলে ভাগ্য ঘুরে যাবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 May 2025,
  • अपडेटेड 1:50 AM IST

Shani Kripa Lifetime: শনি গ্রহ বা শনিদেব হিন্দু জ্যোতিষে 'ন্যায়ের দেবতা' হিসেবে পরিচিত। যাঁর ওপর কৃপা পড়ে, তাঁর জীবনে প্রতিষ্ঠা, ধন, কর্মস্থানে সাফল্য ও মানসিক শান্তি আসে। তবে যাঁরা অধর্ম বা অন্যায় পথে হাঁটেন, তাঁদের ওপর শনি অশুভ প্রভাব ফেলেন বলে বিশ্বাস।

তাই শনি দেবের কৃপা চিরস্থায়ী করতে চাইলে নিচের নিয়মগুলো নিয়মিত পালন করলেই জীবনে সৌভাগ্য ফিরতে বাধ্য। শনি গ্রহের কৃপা থাকলে জীবনে স্থিতি, সাফল্য ও ধনপ্রাপ্তি নিশ্চিত। কিন্তু অনেকেই ভুল পথে চলায় শনির রোষে পড়ে যান এবং দুর্ভাগ্য বাড়ে। জেনে নিন, শনিদেবের আশীর্বাদ সারাজীবন ধরে রাখতে কী ৫টি জিনিস করা জরুরি।

শনি গ্রহের কৃপা পেতে যা যা করবেন:

১. শনিবার উপবাস রাখা ও শনিদেবের আরাধনা:
শনিবার উপবাস ও পিপল গাছে জল দিয়ে প্রদীপ জ্বালালে শনির কৃপা বজায় থাকে।
২. কালো রঙের দান করা:
কালো তিল, কালো কাপড়, লোহা বা ছায়াপাত্র দান করলে শনির রোষ কমে এবং শুভ ফল বাড়ে।
৩. গরীব, বৃদ্ধ ও অন্ধদের সেবা:
শনি ন্যায়ের দেবতা, তাই সামাজিক সেবায় লিপ্ত হলে কৃপা পান।
৪. শনি মন্ত্র জপ:
প্রতিদিন "ওঁ প্রাং প্রীং প্রৌং সঃ শনৈশ্চরায় নমঃ" মন্ত্রটি ২৩ বার জপ করুন।
৫. কাজ ও আচরণে নীতি বজায় রাখা:
অন্যায়, দুর্নীতি, প্রতারণা এড়িয়ে চললে শনির সদয় দৃষ্টি লাভ হয়।

 

Read more!
Advertisement
Advertisement